1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কন্যা সন্তানের জন্ম, নির্যাতিত মা

অনিল চট্টোপাধ্যায় নতুন দিল্লি
৫ আগস্ট ২০১৭

কন্যা সন্তানের জন্মদানের জন্য দায়ী ‘মা' – এমন একটা মধ্যযুগীয় মানসিকতা গেড়ে বসেছে ভারতীয় সমাজে৷ গ্রামাঞ্চলে তো বটেই, শহরাঞ্চলেও দেখা যাচ্ছে এমনটা৷ কন্যাসন্তানের জন্মের পর মাকেই সহ্য করতে হচ্ছে গঞ্জনা, নির্যাতন৷

ছবি: imago/Chromorange

গত কয়েকদিনের খবরের দিকে চোখ রাখলেই উঠে আসে একাধিক কন্যাসন্তানের জন্ম দেবার জন্য কীভাবে দোষী করা হচ্ছে মায়েদের৷ উঠতে বসতে নানা ধরনের কটুক্তি ও গঞ্জনা শুনতে হয় তাঁদেরই৷ কখনও কখনও তা মাত্রাও ছাড়িয়ে যায়৷ দৈহিক ও মানসিক নির্যাতন ভোগ করতে হয় সংসারের এবং পরিবারের নিকটজনদের হাতে৷ কিন্তু কেন? কেন বৈজ্ঞানিক সত্য নিয়ে কেউ মাথা ঘামায় না? কারণ সেকেলে বিশ্বাস পুত্রসন্তান পরিবারের সম্পদ৷ বংশ রক্ষা হবে আর কন্যাসন্তান ট্যাবু৷ অনাকাঙ্খিত বোঝা, অপরের গচ্ছিত সম্পদ৷ যত তাড়াতাড়ি তাদের বিদায় করা যায়, ততই মঙ্গল৷ তাই বাল্যবিবাহ প্রথা আজও বন্ধ হয়নি ভারতে৷ এই মধ্যযুগীয় মানসিকতার জন্য দায়ী আসলে অশিক্ষা বা কুশিক্ষা৷ ঋতুচক্র যে নারীদেহের এক স্বাভাবিক প্রক্রিয়া, সেবিষয়ে জনশিক্ষার অভাব৷ আর সে কারণেই কন্যাসন্তানের জন্মদান এক ট্যাবুতে রূপান্তরিত হয়েছে৷ ভারতে কন্ডোম ট্যাক্স-ফ্রি, কিন্তু স্যানিটারি ন্যাপকিনে ট্যাক্স দিতে হয় প্রায় ১৫ শতাংশের মতো৷ এটা মেয়ে হয়ে জন্মাবার বিড়ম্বনা ছাড়া আর কী? অথচ বিশ্বে মেয়েরা আজ পুরুষের সঙ্গে সমান তালে এগিয়ে চলেছে৷ শিক্ষায়, দীক্ষায়, কর্মদক্ষতায়, মেধায়, প্রতিভায়৷ অথচ সমাজের একটা অংশ সেটা দেখতে চায় না, চায় না মেয়েদের প্রাপ্য সম্মানটুকু দিতে৷

এই তো ক'দিন আগের ঘটনা৷ হরিয়ানার সিরসা জেলার এক গ্রামে ৪০ বছর বয়সি এক মহিলার তিনটি সন্তানই মেয়ে৷ চতুর্থবার গর্ভবতী হয়েছেন তিনি৷ চতুর্থ সন্তানও হয়ত মেয়েই হবে – এই ক্ষোভে দুঃখে আশংকায় ৫৬ বছর বয়সি শাশুড়ি চার বছরের নাতনির যৌনাঙ্গ গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দেয়৷ বাচ্চা মেয়েটিকে হাসপাতালে ভর্তি করতে হয়৷ মেয়েটির মা পুলিশের কাছে শাশুড়ির বিরুদ্ধে ডাইরি করেন৷ শাশুড়ি নাকি তাঁকে বলেছিল, এবারে ছেলে হলে তবেই রাখবে, না হলে নয়৷ পুলিশ শাশুড়িকে গ্রেপ্তার করে৷ এখন তদন্ত করে দেখা হচ্ছে, এর পেছনে কোনো তান্ত্রিকের হাত আছে কিনা৷ কিছু এনজিও কর্মীও তদন্ত কাজে সাহায্য করতে এগিয়ে এসেছেন৷

 

দক্ষিণী রাজ্য তেলেঙ্গানার হায়দ্রাবাদের মেহবুবনগরে এক মহিলা নিঃসন্তান এক ভারতীয় দম্পতিকে তাঁর গর্ভভাড়া দেন৷ আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মহিলার গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণে আলট্রাসাউন্ড পরীক্ষা করা হয়৷ দেখা যায়, অনাগত সন্তান হবে মেয়ে৷ তখন সেই দম্পতি চুপচাপ সরে পড়ে৷ এখন নবজাত কন্যাসন্তানকে দেখভাল করতে হচ্ছে সারোগেট মাকেই৷ পুলিশ অবশ্য গর্ভ ভাড়া নেওয়া দম্পতিকে খুঁজে বেড়াচ্ছে৷

পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই৷ কাটোয়া জেলার একটি গ্রামে হতদরিদ্র খেতমজুর পরিবারের মেয়ে নূরতাজ৷ বিয়ে হয় গ্রামেরই হিরাসিন শেখের সঙ্গে৷ তার অভিযোগ, মেয়ে হওয়ার পর বাপের বাড়ি থেকে ৬০ হাজার টাকা আনার জন্য চাপ দেওয়া হয়৷ সেইসঙ্গে মারধরও করা হয় নিয়মিত৷ প্রথমে পুলিশের কাছে নালিশ করলেও, শেষ পর্যন্ত অভিযোগ তুলে নেয় নূরতাজ৷ বাবার সংসার যে চলে টেনেটুনে৷ তাই বাবার ওপর আর বাড়তি বোঝা চাপাতে চায়নি সে৷

স্বামীর ঘরেই ফিরে যায়৷ কিন্তু মা-মেয়েকে স্বামী ঘরে জায়গা না দিয়ে পাশের একটি চালা ঘরে থাকতে দেয়৷ সেখানে খাওয়া-দাওয়া নিয়ে একদিন ঝগড়া হলে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে বটি দিয়ে মারধর করে৷ গায়ে কার্বলিক অ্যাসিড ছিটিয়ে দেয়৷ চিত্কার শুনে পাড়ার লোকজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ নূরতাজের স্বামীকে জেরা করলে সে অভিযোগ অস্বীকার করে বলে, বৌ মিথ্যা কথা বলেছে৷ ফর্সা হবার ক্রিম মেখেই নাকি তার চামড়া পুড়ে গেছে৷

এইসব ঘটনা তো হিমশৈলের চূড়ামাত্র৷ সবথেকে বড় কথা পুত্র ও কন্যাসন্তানের জন্মে জীববিজ্ঞানের ব্যাখ্যা কী? প্রত্যেক মানুষের ডিএনএ-তে এক জোড়া সেক্স-ক্রোমোজোম থাকে, যার একটির নাম ‘এক্স' অন্যটির নাম ‘ওয়াই'৷ এক্স ও ওয়াই ক্রোমোজোম দিয়ে গঠিত হয় পুরুষ শরীর৷ আর নারী দেহে থাকে দু'টোই ওয়াই ক্রোমোজোন৷ তাই নারী-পুরুষের মিলনের সময় সন্তানের ভ্রুণে বাবার থেকে এক্স ও মায়ের থেকে ওয়াই ক্রোমোজোম নিয়ে এক্স-ওয়াই যুগল অথবা দু'জনের থেকে ওয়াই ক্রোমোজোন নিয়ে ওয়াই-ওয়াই যুগল তৈরি হতে পারে৷ এক্স-ওয়াই যুগলে পুত্রসন্তান আর ওয়াই-ওয়াই যুগলে কন্যাসন্তান হয়৷ ঘুরিয়ে বলতে গেলে সন্তানের লিঙ্গ গঠনে বাবারই পরোক্ষ অবদান করেছে, মায়ের নয়৷

কন্যাসন্তানের জন্মের পিছনে যে মেয়েদের ভূমিকা নগণ্য – এ কথা বিশ্বাস করেন? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ