বিয়ে হয়েছিল মাত্র আড়াই বছর আগে৷ এরই মধ্যে স্ত্রীর অত্যাচারে স্বামীর জীবন অতিষ্ঠ৷ প্রাণ এবং মান বাঁচাতে তাই বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন মুম্বইয়ের এক তরুণ৷ বিবাহ বিচ্ছেদের রায় দিয়ে আদালত ‘মুক্তি’ দিয়েছে তাঁকে৷
বিজ্ঞাপন
ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ে কথিত এ তরুণ বিয়ে করেছিলেন ২০১২ সালের এপ্রিল মাসে৷ আদালতে দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলায় স্ত্রীর বিরুদ্ধে অতিরিক্ত যৌনক্ষুধা মেটানোর জন্য তাঁর ওপর অমানুষিক অত্যাচার চালানোর অভিযোগ তোলেন তরুণটি৷ এ বিষয়ে স্ত্রীর বক্তব্য জানতে চেয়ে তাঁকে সমন পাঠিয়েছিল আদালত৷ কিন্তু একাধিকবার আদালতে হাজির হতে বলা হলেও বিবাদী সে আহ্বানে সাড়া দেননি৷ তাই প্রকৃত সত্য কী – সেটা অজানাই থেকে গেছে৷
ফুটবল তারকাদের সুন্দরী বান্ধবীদের ছবি
স্মার্ট, সুন্দরী, যৌন আবেদনময়ী – বিশ্বখ্যাত তারকাদের বান্ধবীদের সঙ্গে সবগুলো বিশেষণই যে মানানসই! তাই চলুন, মাঠ কাঁপানো ফুটবলারদের ঘর কাঁপানো সুন্দরী সঙ্গিনীদের একনজর দেখে নেওয়া যাক৷
ছবি: picture-alliance/dpa
নগ্ন রোনাল্ডো
বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য কয়েকবছর আগে নগ্ন হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তৎকালীন বান্ধবী ইরিনা শেইখের সঙ্গে তোলা সে ছবি প্রকাশও হয়েছে৷ রুশ মডেল শেইখের সঙ্গে রোনোল্ডোর সম্পর্কের শুরু হয় ২০১০ সালে৷ তবে, কয়েকবছরের মধ্যেই শেষ হয়ে যায় সেই সম্পর্ক৷
ছবি: picture-alliance/dpa
নেইমারের নতুন প্রেম
সুপার মডেলদের প্রতি ফুটবলারদের টান বোধহয় একটু বেশিই থাকে৷ ব্রাজিলের নেইমারের কথাই ধরুন৷ রোনাল্ডো এবং মেসির মতো তিনিও এক মডেলের সঙ্গেই থাকেন৷ সাও পাওলোতে জন্ম নেয়া গাব্রিয়েলা লেন্সির সঙ্গে নেইমারের সম্পর্ক অবশ্য খুব বেশি দিনের নয়৷
ছবি: picture-alliance/dpa
উদার বালোতেল্লি
গত ইউরো কাপে জার্মানিকে লজ্জায় ফেলা মারিও বালোতেল্লি মেয়েদের ব্যাপারে একটু বেশিই উদার৷ ইতোমধ্যে বেশ কয়েকবার বান্ধবী বদল করেছেন ২৩ বছর বয়সি এই তারকা৷ সর্বশেষ ২০১৩ সালে ফ্যান্নি নেগুয়েশার সঙ্গে সম্পর্ক গড়েন তিনি৷ এই সম্পর্কে দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছেন অনেকে৷ তবে বালোতেল্লির উপর ভরসা করা একটু কঠিনই!
ছবি: imago/Milestone Media
শোয়াইনস্টাইগারের বান্ধবী
জার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের বান্ধবী হিসেবেই বেশি পরিচিত সারা ব্রান্ডনার৷ তবে পেশাগতভাবে তিনি মডেল৷ ২০০৭ সাল থেকে একসঙ্গেই আছেন এই জুটি৷
ছবি: Getty Images
সাংবাদিক বান্ধবী
স্পেনের ফুটবল তারকা ইকার ক্যাসিয়াসের বান্ধবী সারা কার্বোনেরো পেশায় সাংবাদিক৷ ছেলেবন্ধুটি যখন মাঠে খেলায় ব্যস্ত থাকেন, তিনি তখন মাঠে থাকেন খেলা ‘কভার’ করতে৷ মাঝে মাঝে গোলপোস্টের কাছে গিয়ে কাসিয়াসকে ‘একটু বিরক্তও’ করেন তিনি৷
ছবি: imago/alterphotos
সংগীতশিল্পীর ছেলেবন্ধু
সংগীত তারকা হিসেবে বেশ পরিচিত ম্যান্ডি কাপ্রিস্টো৷ ২৪ বছর বয়সি এই জার্মান গায়িকার সঙ্গে মেসুত ও্যজিলের সম্পর্কের শুরু হয় ২০১৩ সালে৷
ছবি: imago/Future Image
মেসির সাফল্যের নেপথ্যে
ফুটবল মাঠে লিওনেল মেসির সফলতার পেছনে যে নারীর বিশেষ অবদান রয়েছে, তিনি হলেন আন্তোনেলা রোকুৎসো৷ মেসির সন্তানের মা তিনি৷ গত তিন বছর ধরে একসঙ্গে আছেন এই জুটি৷ রোকুৎসো পেশায় একজন মডেল৷
ছবি: imago/GEPA pictures
মডেল নার্গি
ইটালির ফুটবলার আলেকসান্দ্রো মাট্রির বান্ধবী ফেডেরিকা নার্গি৷ ১৯৯০ সালে জন্ম নেয়া এই নারীও পেশায় মডেল৷
ছবি: imago/Milestone Media
শাকিরার বন্ধু
কলম্বিয়ান সংগীত শিল্পী শাকিরা অবশ্য নিজের পরিচয়েই গোটা বিশ্বে পরিচিত৷ একের পর এক সুপার হিট গান দেওয়া এই শিল্পীর সঙ্গে ফুটবলার জেরার্ড পিকের সম্পর্ক চলছে সেই ২০১০ সালে থেকে৷ এই জুটির একমাত্র সন্তানের নাম মিলান পিকে মেবারক৷
ছবি: imago/PicturePerfect
গ্যার্কের সঙ্গে খেদিরা
জার্মান টেলিভিশন সঞ্চালিকা এবং ফ্যাশন মডেল লেনা গ্যার্কের সঙ্গে সামি খেদিরার সম্পর্কের শুরু হয় ২০১১ সালে৷ আগে বার্লিন এবং নিউ ইয়র্ক শহরে বসবাস করলেও এখন খেদিরাকেই বেশি সময় দেন গ্যার্কে, থাকেন তাই মাদ্রিদে৷
পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের ঐ তরুণ স্ত্রীর বিরুদ্ধে তাঁর ওপর যৌন অত্যাচার চালানোর অভিযোগে বিবাহবিচ্ছেদের মামলা করেন৷ অভিযোগ-নামায় তিনি জানান, যৌনক্ষুধা বাড়ানোর জন্য বিয়ের পর থেকেই তাঁর স্ত্রী তাঁকে ওষুধ সেবনে বাধ্য করে আসছিলেন৷ এ কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলেও জানান তিনি৷
স্ত্রীর ওপর স্বামীর অত্যাচারের অভিযোগ এবং সে অভিযোগে বিবাহবিচ্ছেদ হরহামেশাই হয়ে থাকে৷ স্বামীর ওপর স্ত্রীর অত্যাচারের অভিযোগও যে কখনো একেবারে ওঠেনি, তা নয়৷ তবে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে বারবার যৌন মিলন এবং যৌন ক্ষমতা বাড়াতে ওষুধ সেবনে বাধ্য করার অভিযোগ উত্থাপনের খবর আগে কখনো শোনা যায়নি৷ সেই অভিযোগে বিবাহবিচ্ছেদ তো অনেক দূরের কথা!