1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্থপতি যখন সাহায্য নেন

ইউলিয়া হিৎস/এসবি২৯ জুন ২০১৬

স্থপতির কাজ বাড়ি ডিজাইন করা৷ কিন্তু নিজের বাসা কি নিজেরই তৈরি করা উচিত? স্পেনের এক স্থপতি গাছপালার মাঝে নিজের জন্য অভিনব এক বসতবাড়ি তৈরি করিয়েছেন, যার ডিজাইন আন্তর্জাতিক স্তরে নজর কেড়েছে৷

এই সেই বাড়ি...
ছবি: DW

গাছপালার মাঝে বসবাস

02:22

This browser does not support the video element.

স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে মাত্র এক ঘণ্টা দূরে ‘এল এস্কোরিয়াল' মনাস্টারি বা মঠ৷ এলাকার আশেপাশের টিলাগুলির উপর অনেক ভিলা রয়েছে৷ এর মধ্যে ‘কাসা লেভেনে' চারিপাশের জঙ্গলের সঙ্গে যেন মিলেমিশে রয়েছে৷ প্রায় ১,৪০০ বর্গমিটার এলাকার উপর ৮০টি পাইন গাছ বাড়িটিকে এক অভিনব চরিত্র দিয়েছে৷ সবচেয়ে উপরের তলায় বাড়ির প্রবেশপথ৷ বসার ঘরে যেতে হলে সিঁড়ি দিয়ে কিছুটা নামতে হবে৷

বাড়ির মালিক রিচার্ড লেভেনে নিজে একজন স্থপতি৷ তা সত্ত্বেও নিজের বাড়ি পরিকল্পনার দায়িত্ব তিনি পুরোপুরি অন্যের হাতে তুলে দিয়েছিলেন৷ তিনি বলেন, আসলে স্থপতি হিসেবে নিজের বাড়ি পরিকল্পনা করা বড়ই কঠিন৷ নিজেকেই তো সেই বাড়িতে থাকতে হবে৷ রোজ সকালে উঠে নিজের সব ভুল দেখতে হবে৷ তারপর সারাদিন ধরে সেই সব ত্রুটি কাটানোর চেষ্টা চালিয়ে যেতে হবে৷ তখন মাথা খারাপ হয়ে যাবে৷ তাই এই দায়িত্ব অন্যের হাতে তুলে দিয়ে আমি খুশি৷''

বাড়িটি প্রায় ৫০০ বর্গ মিটার জমি জুড়ে দাঁড়িয়ে আছে৷ কাসা লেভেনে-এ একটি সমস্যা রয়েছে৷ জমিতে গাছের সংখ্যা কমানোর নিয়ম ছিল না৷ এডুয়ার্ডো আরোয়ো তাই এই পরিস্থিতি থেকে ফায়দা তুলে বাড়ির ডিজাইন করেছিলেন৷ রিচার্ড লেভেনে বলেন, ‘‘এই বাড়ি তৈরির ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় ছিল যত কম সম্ভব গাছ কাটা৷ মাত্র ৮টি গাছ কাটতে হয়েছে, নতুন করে গাছও লাগানো হয়েছে৷ গাছই বাড়ির জ্যামিতি নির্ধারণ করেছে৷ গাছের মাঝেই বাড়িটির অস্তিত্ব৷ এডুয়ার্ডো তাই এটিকে অ্যান্টি বস্কে, অর্থাৎ জঙ্গল-বিরোধী নাম দিয়েছে৷''

এই বৈশিষ্ট্যের কারণেই বাড়ির ডিজাইন নিউ ইয়র্কে মিউজিয়াম অফ মডার্ন আর্ট ও লন্ডনের ডিজাইন মিউজিয়ামে স্থান পেয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ