স্থানীয় নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়ী পুটিনের ‘ইউনাইটেড রাশিয়া পার্টি’
১৩ অক্টোবর ২০০৯নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার মোট ৭৫টি প্রদেশে অনুষ্ঠিত এই নির্বাচনে, শতকরা প্রায় ৮০ ভাগ পদেই বিজয়ী হয়েছে পুটিনের দল৷ অর্থাৎ, মস্কোসহ দেশের বিভিন্ন জায়গায় প্রো-ক্রেমলিন এই দল ৬৬ শতাংশ ভোট পেয়েছে৷ যেখানে কমিউনিস্টরা পেয়েছে মাত্র ১৩ শতাংশ ভোট৷ এছাড়া, ইয়াবলোকো সহ দেশের অন্য আর কোনো দল সরকারে আসার জন্য প্রয়োজনীয় সাত শতাংশ ভোট পায়নি৷
ইউনাইটেড রাশিয়া পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে, এই বিজয় ভোটারদের কাছে তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা স্পষ্ট করে দিয়েছে৷ তাই এই জয়ের ফলে রুশ রাজনীতিতে নিজস্ব আধিপত্য আরো জোরদার করতে যাচ্ছেন পুটিন৷ কিন্তু বিরোধীরা জানিয়েছে, এই নির্বাচন শুধুমাত্র দেশের রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতির কথাই প্রমাণ করে৷ তাই স্থানীয় এই নির্বাচন মুক্ত ও অবাধ ছিল না বলে মন্তব্য করেছে দেশের একটি নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ‘গোলোস'৷ তাদের দাবি, নির্বাচনে ব্যাপক হারে কারচুপি এবং পেশি শক্তির ব্যবহার করা হয়েছে৷ তাছাড়া, সোমবার প্রায় ৫০ জন বিরোধীকে বিক্ষোভ প্রদর্শনের অছিলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কমিউনিস্ট নেতা গেনাডি জুগানভ৷ প্রসঙ্গত, এবারের নির্বাচনে প্রায় তিন কোটি ভোটার ভোট দিয়েছিলেন৷
অন্যদিকে, সোমবার সন্ধ্যায় রুশ রাজধানী মস্কোয় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷ উদ্দেশ্য একটাই - ইরানের ওপর সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রশ্নে রাশিয়ার সাহায্য আদায় করা৷ হিলারি বলেন, তেহরান যে পরমাণু অস্ত্র বানাচ্ছে না - তার প্রমাণের অপেক্ষায় অনির্দিষ্টকাল ধরে বসে থাকতে পারে না বিশ্ব৷ তাই শীঘ্রই একটা সিদ্ধান্তে আসতে হবে পশ্চিমাদের৷ উল্লেখ্য, এ মাসের শুরুতে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এবং বিশ্বের ছয় পরাশক্তির একটি বৈঠক অনুষ্ঠিত হয় জেনেভায়৷ যাতে জাতিসংঘের পর্যবেক্ষকদের পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে রাজি হয় ইরান৷ যদিও, বিশ্বের শক্তিগুলির সঙ্গে কোন চুক্তি না হলে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি এবং গবেষণা চুল্লির জন্য জ্বালানি তাদের রয়েছে বলেও হুমকি দেয় তেহেরান৷ তাই এবার শুধু কথা নয়, কথাকে কাজে পরিণত হতে দেখতে চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী৷ আর সে কারণেই মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর সঙ্গে বৈঠক করবেন হিলারি৷ এছাড়া, আগামী ১৯শে অক্টোবর পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তিগুলির সঙ্গে আরো একটি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে ভিয়েনায়৷
প্রতিবেদক: দেবারতি গুহ
সম্পাদনা: রিয়াজুল ইসলাম