1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমিউনিটি রেডিও

২৬ জুলাই ২০১২

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাঁপাই নবাবগঞ্জে স্থানীয় মানুষের কথা বলছে রেডিও মহানন্দা৷ তবে শুরুটা যেমন সুখময় ছিল, পথচলা ঠিক ততটা মসৃণ নয় বলেই মনের করেন এই রেডিও স্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন৷

Titel 1 : USA Botschaft in Bangladesch Herr Dan Mozena und Chef von Radio Mahananda in Radio Sendekomplex von Radio Mahananda Bildunterschrift: USA Botschaft in Bangladesch Herr Dan Mozena und Chef von Radio Mahananda in Radio Sendekomplex von Radio Mahananda Text: USA Botschaft in Bangladesch Herr Dan Mozena und Chef von Radio Mahananda in Radio Sendekomplex von Radio Mahananda Datum: 27.02.2012 Eigentumsrecht: Hasibur Rahman, Chapai Nawabgonj, Bangladesch Stichwort: USA, Botschaft, Bangladesch, Dan, Mozena, Radio, Mahananda, Chapai, Nawabgonj, Bangladesh
ছবি: Hasib Hossain/Chapai Nawabgonj

বাংলাদেশ সরকারের কমিউনিটি রেডিও নীতিমালার আলোকে ২০১১ সালের অক্টোবর মাসে চাঁপাই নবাবগঞ্জের মানুষের জন্য সম্প্রচার শুরু করে রেডিও মহানন্দা৷ চাঁপাই নবাবগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া মহানন্দা নদীর নাম অনুসারেই রেডিও'টির নাম রাখা হয়৷ এই রেডিও'র অনুষ্ঠানমালা সম্পর্কে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রয়াস'এর নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন জানান, ‘‘প্রথম দিকে দিনে এক ঘণ্টা করে অনুষ্ঠান সম্প্রচার শুরু করি৷ তবে এখন আমরা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সাত ঘণ্টা করে অনুষ্ঠান সম্প্রচার করছি৷ আমাদের একটি অনুষ্ঠান রয়েছে ‘দৃষ্টিপাত' নামে৷ এতে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক নাগরিক সুযোগ-সুবিধা ও সমস্যা তুলে ধরা হয়৷ এছাড়া কৃষক ভাইদের জন্য প্রয়োজনীয় তথ্য সম্বলিত একটি অনুষ্ঠান রয়েছে৷ এটির নাম ‘কৃষি ও জীবন'৷ আমরা সম্প্রচার করছি তৃণমূল পর্যায়ের অখ্যাত শিল্পীদের নিয়ে গানের অনুষ্ঠান ‘ক্যাফে মহানন্দা'৷ এছাড়া চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত লোকনাট্য ‘গম্ভীরা'র মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরছি৷ এটির নাম ‘গামছা মাথল'৷ রয়েছে সংবাদ ভিত্তিক আয়োজন ‘আজকের চাঁপাই নবাবগঞ্জ'৷ এটিও শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয়৷ তাছাড়া নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিরোধী অনুষ্ঠান রয়েছে৷ এটির নাম ‘স্বপ্নের ঠিকানায়'৷''

চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা’র একটি দৃশ্যছবি: Hasib Hossain/Chapai Nawabgonj
রেডিও মহানন্দা’র লোগো

গোবরাতলা ইউনিয়নের চাঁপাই গ্রামে অবস্থিত রেডিও স্টেশনটি থেকে চতুর্দিকে ১৭ কিলোমিটার এলাকার মানুষ মূলত এই কমিউনিটি রেডিও'র শ্রোতাগোষ্ঠী৷ এই রেডিও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন হাসিব হোসেন৷ তাঁর ভাষায়, ‘‘শুরুতে আমরা ভেবেছিলাম এটি একটি ছোট্ট বিষয়৷ স্থানীয় মানুষের সহযোগিতায় খুব সহজেই হয়ত এটি চালানো সম্ভব হবে৷ কিন্তু কাজ শুরু করার পর আমরা হিমশিম খাচ্ছি৷ কারণ সরকারি এবং বাণিজ্যিক বেতারগুলোর পাশাপাশি শ্রোতার চাহিদা মেটাতে যে পরিমাণ অর্থ এবং পেশাদারিত্ব দরকার তা পাওয়া দুষ্কর৷ আমরা যখন সরকারের ‘আইনি সহায়তা প্রকল্প' নিয়ে একটি বিজ্ঞাপন সম্প্রচার করছি, তখন সরকার বলছে, তোমরা তো কমিউনিটি রেডিও৷ তাই এটি প্রচারের জন্য কোনো পয়সা দেওয়া হবে না৷ অথচ বাংলাদেশ বেতার যখন সেই একই বিজ্ঞাপন সম্প্রচার করছে তখন তাদেরকে মিনিট হিসেবে বা একটি নির্দিষ্ট হারে টাকা দিচ্ছে৷ ফলে এমন অবস্থায় কমিউনিটি রেডিও'র কার্যক্রম পরিচালনা বেশ কঠিন হয়ে যাচ্ছে৷''

For Online Interview of Hasib Hossain on Radio Mahananda - MP3-Mono

This browser does not support the audio element.

এছাড়া স্থানীয় শ্রোতারা কমিউনিটি রেডিও থেকে আন্তর্জাতিক গণমাধ্যম যেমন ডয়চে ভেলে, বিবিসি, ভয়েস অফ অ্যামেরিকা'র অনুষ্ঠান শুনতে চান বলে জানিয়েছেন উন্নয়ন কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব হাসিব হোসেন৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ