1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্থানীয় সরকার নির্বাচনের পর রাজনীতিতে নতুন হিসাব নিকাশ

হারুন উর রশীদ স্বপন ৫ আগস্ট ২০০৮

দেশের চারটি সিটি কর্পোরেশন বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেটে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামীলীগের নেতৃত্বে ১৪ দলের প্রার্থীরা৷ আর ৯টি পৌর এলাকার ৮টি মেয়র পদই এখন তাদের৷ এতে বেজায় খুশী ১৪ দল নেতারা৷

নির্বাচনে একছত্র আধিপত্য দেখালো আওয়ামীলীগছবি: DW

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু ডয়চে ভেলেকে বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণ হলো জনগণ সুযোগ পেলে আওয়ামীলীগকে ভোট দেয়৷ আর এই নির্বাচনে তারা বিএনপি-জামাত জোটকে প্রত্যাখ্যান করেছে৷

আমু বলেন, একইভাবে যদি ডিসেম্বরের সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে আওয়ামীলীগ জয়ী হবে৷

ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ স্বাধীনতা বিরোধীদের দাঁত ভাঙা জবাব দিয়েছে৷ সংসদ নির্বাচনেও পরিবেশ থাকলে একই ধরনের জবাব পাবে তারা৷

কিন্তু বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন পাতানো ও ষড়যন্ত্রমূলক৷ সরকার এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের অনুগত লোকদের পাশ করিয়েছে৷ উদ্দেশ্য দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা৷ এই কারণে আগে থেকেই বিএনপি এ নির্বাচন বর্জন করেছে৷

তবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হান্নান শাহ ডয়চে ভেলেকে বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত মহাসচিবের একক, দলীয় নয়৷ তৃণমূল নেতাকর্মীদের আগ্রহের কথা ভেবে নির্বাচনে অংশ নিলে বিএনপি লাভবান হতো৷

বিএনপি আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বর্জন করলেও সবখানেই তাদের প্রার্থী ছিল৷ শুধু একটি পৌরসভায় বিএনপি প্রার্থী মেয়র পদে জয়ী হয়েছে৷
কোন সহিংসতা ও অনিয়ম ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনের সাফল্যে বেশ খোজ মেজাজে রয়েছেন সরকারের উপদেষ্টারা৷ উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, এই সাফল্য তাদের সুষ্ঠু সংসদ নির্বাচন আয়োজনে সহায়তা করবে৷

আর উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, তারা জানতেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে তারা সফল হবেন৷ এবং তাই হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ