1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্থানীয় সরকার নির্বাচনে ভোট পড়েছে ৭০ ভাগ

হারুন উর রশীদ স্বপন ৪ আগস্ট ২০০৮

উল্লেখযোগ্য কোন অঘটন ছাড়াই সোমবার বাংলাদেশের ৪টি সিটি খুলনা, বরিশাল, রাজশাহী এবং ৯টি পৌরসভার নির্বাচন শেষ হয়েছে৷ নির্বাচন কশিনার ছহুল হোসাইন জানান,ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ৷

জাতীয় সংসদ নির্বাচনও এমন শান্তিপুর্ন হবে তো?ছবি: picture-alliance/ dpa

ভোটাররা দীর্ঘলাইন ধরে ভোট দেন৷ তবে সোমবার দিনের প্রথমভাগে ভোটার তালিকা ও ন্যাশনাল আইডিকার্ড নিয়ে জটিলতার সৃষ্টি হয়৷ বরিশাল ও সিলেটে এ নিয়ে ভোটারদের সাথে নির্বাচনী কর্মকর্তাদের অপ্রীতিকর ঘটনা ঘটে৷ পরে নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম থাকলেই ভোট দিতে পরবে এমন ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে৷

প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা এই ভুলভ্রান্তির কথা স্বীকার করেন৷ তিনি বলেন, এই নির্বাচনের অভিজ্ঞতা দিয়ে তাঁরা ডিসেম্বরের জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবেন৷

পাঁচ হাজারের বেশী দেশী-বিদেশী পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষন করেছেন৷ তারা নির্বাচনে তেমন কোন অনিয়ম দেখতে পাননি৷ ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন৷ এর মধ্য দিয়ে ছবিসহ ভোটার তালিকারও অভিষেক হল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ