1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিৎজার পুরস্কার জয়

১৫ এপ্রিল ২০১৪

এনএসএ-র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন গত বছর গোয়েন্দা নজরদারির অজানা সব তথ্য ফাঁস করেন৷ তাঁর ফাঁস করা তথ্যসূত্র ধরে সংবাদ পরিবেশন করে ‘দ্য ওয়াশিংটন পোস্ট' ও ‘দ্য গার্ডিয়ান ইউএস', যা তাদের এনে দিয়েছে পুলিৎজার৷

The Guardian und Washington Post bekommen Pulitzer-Preis
ছবি: picture-alliance/dpa

সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয় পুলিত্জার৷ মার্কিন গোয়েন্দা নজরদারির ফাঁস হওয়া তথ্য জনস্বার্থে পরিবেশনের জন্য ‘দ্য ওয়াশিংটন পোস্ট' ও ‘দ্য গার্ডিয়ান ইউএস'-কে সম্মানজনক এ পদক দেওয়া হয়েছে৷

পুলিৎজার কমিটির সিগ গিসলার জানিয়েছেন, ‘‘এই দুই পত্রকার প্রতিবেদন মানুষের ব্যক্তিগত তথ্য এবং নিরাপত্তার বিষয়টি আলোচনার মাধ্যমে উপস্থাপন করেছে, যা এখনো অব্যাহত আছে৷''

এনএসএ সংক্রান্ত প্রতিবেদনগুলো লিখেছিলেন ওয়াশিংটন পোস্টের বার্টন গেলম্যান এবং গার্ডিয়ান ইউএস-এর গ্লেন গ্রিনওয়াল্ড, লাওরা পয়ট্রাস এবং এভেন ম্যাকআস্কিল৷ পয়ট্রাস বলেন, ‘‘এটা আসলেই অত্যন্ত চমৎকার একটা ঘটনা৷ এর ফলে স্নোডেন যে সাহসিকতার মাধ্যমে জনসম্মুখে সরকারের কর্মকাণ্ড ফাঁস করেছেন তার স্বীকৃতি দেয়া হলো৷''

গত বছর ‘দ্য ওয়াশিংটন পোস্ট' ও ‘দ্য গার্ডিয়ান ইউএস' পত্রিকা দুটি টানা সংবাদ পরিবেশন করতে থাকলে সর্বত্র তোলপাড় শুরু হয়৷ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়৷ গোপন-তথ্য প্রকাশ করার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে দেয়ার অভিযোগ ওঠে স্নোডেনের বিরুদ্ধে৷ স্নোডেন পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন৷ অনেক নাটকীয়তার পর তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো৷

এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যসূত্র ধরে সংবাদ পরিবেশন করার ফলেই এ পুরস্কার!ছবি: AFP/Getty Images

‘ফ্রিডম অফ প্রেস ফাউন্ডেশন'-কে দেয়া এক বিবৃতিতে স্নোডেন বলেন, সাহসী এই সাংবাদিকরা এমনভাবে তথ্য পরিবেশন ও উপস্থাপন করেছেন যার ফলে সরকার সন্ত্রাসবিরোধী আইন ও আরো কিছু ইস্যুতে পরিবর্তন আনতে বাধ্য হবে৷

‘দ্য নিউ ইয়র্ক টাইমস' এবারের পুলিত্জার পদক পেয়েছে দুটি সংবাদচিত্রের জন্য৷ এর মধ্যে নাইরোবির শপিং মল-এ বোমা হামলার সংবাদচিত্র এবং বোস্টন বোমা হামলায় আহতদের সেরে ওঠা নিয়ে টানা সংবাদচিত্রের জন্য৷ গত বছর সেপ্টেম্বরে কেনিয়ার ওয়েস্টগেট মল-এ জঙ্গি হামলার সময় লেন্সবন্দি করা কয়েকটি মুহূর্তের জন্য পুলিৎজার জিতেছেন ‘দ্য নিউ ইয়র্ক টাইমস' সংবাদপত্রের চিত্রসাংবাদিক টাইলার হিকস৷

সরকারি খাদ্য ভাতার ওপর প্রতিবেদনের জন্য ‘দ্য ওয়াশিংটন পোস্ট'-এর তরুণ সাংবাদিক এলি সাসলো পুলিত্জার পেয়েছেন৷ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নিয়ে সংবাদের জন্য রয়টার্সের জেসন জেপ ও অ্যান্ড্রু মার্শাল এ পদক পেয়েছেন৷ বস্টন ম্যারাথন বোমা হামলার উপর দ্রুত সংবাদ পরিবেশনের জন্য ‘দ্য পুলিৎজার ফর ব্রেকিং নিউজ' জিতেছে ‘দ্য বস্টন গ্লোব' পত্রিকা৷

‘সাংবাদিকতার নোবেল' বলে খ্যাত পুলিৎজার পুরস্কার প্রাপ্তদের ১০,০০০ মার্কিন ডলার দেয়া হয়৷ সোমবার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ