1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ন্যাপচ্যাট: দশ সেকেন্ডে মজা

২৮ নভেম্বর ২০১৩

যখন খুশি বার্তা পাঠাতে চান প্রিয়জনের কাছে? হ্যাঁ, টেক্সট মেসেজ করলেই সে ইচ্ছে পূরণ সম্ভব৷ তবে ভুল বোঝাবুঝির আশঙ্কা দূরে রাখতে চাইলে, প্রিয়জনকে আনন্দ দিতে চাইলে কিন্তু স্ন্যাপচ্যাট-এর জুড়ি নেই!

A smartphone user shows the Facebook application on his phone in the central Bosnian town of Zenica, in this photo illustration, May 2, 2013. Facebook Inc's mobile advertising revenue growth gained momentum in the first three months of the year as the social network sold more ads to users on smartphones and tablets, partially offsetting higher spending which weighed on profits. REUTERS/Dado Ruvic (BOSNIA AND HERZEGOVINA - Tags: SOCIETY SCIENCE TECHNOLOGY BUSINESS)
ছবি: Reuters

এমনি এমনি কি স্ন্যাপচ্যাট-এর স্বত্ব ৩ বিলিয়ন ডলারে কিনতে চেয়েছিল ফেসবুক? টাকার অঙ্ক ৩ বিলিয়ন ডলার শুনে অবাক হবেন না৷ দ্য ওয়ালস্ট্রিট জার্নালের খবর অনুযায়ী ফেসবুকের এমন প্রস্তাব আসলে পাত্তাই পায়নি৷ স্ন্যাপচ্যাটের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইভান স্পিগেল মনে করেন, জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে ক'দিন পর দাম ৩ বিলিয়নের চেয়ে অনেক বেশি হবে৷ অপেক্ষায় যদি লাভ বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে সামান্য লোভনীয় প্রস্তাবেই মাথা বিগড়ে গেলে কি চলে!

মাথা নাকি বিগড়াচ্ছে টিন-এজ ছেলেমেয়েদের৷ মোবাইল ফোন থেকে টেক্সট মেসেজ বা এসএমএস পাঠিয়ে তাৎক্ষণিক খবর বা ভাব আদান-প্রদান করে তাদের অনেকেরই নাকি খুব একটা ভালো লাগছে না৷ এসএমএস-এ অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়৷ লিখলেন ভালো কথা, কিন্তু আনন্দ নিয়ে, খুশি হয়ে লিখেছেন, প্রাপক সেটা না বুঝে উল্টো রেগে গেলেন – এমন তো আকসার হচ্ছে৷ স্ন্যাপচ্যাটে সেই আশঙ্কা একদম নেই৷ পছন্দসই অভিব্যক্তির ছবিটাই এখানে মুখ্য বলে প্রাপক বা প্রাপিকা বার্তার মর্ম বিনা কষ্টে বুঝতে পারেন৷

অনেক স্মার্টফোনেই আছে স্ন্যাপচ্যাট ‘অ্যাপ'৷ ইন্টারনেট সংযোগ থাকলে নিজের ছবি তুলুন, ঝটপট সেই ছবিসমেত যা লেখার লিখে পোস্ট করে দিন প্রাপকের ফেসবুক ওয়ালে৷ সেই ছবি যে বাজিমাত করবে তাতে আর সন্দেহ কী৷ বন্ধুকে ভেংচি কাটার জন্য কোনো মেয়ে যদি ঠোঁটের ওপর নকল গোঁফ লাগিয়ে একটা ছবি তুলে সেটা পাঠাতে পারেন, যিনি পাবেন তিনি হয়তো খুশি হয়ে উপযুক্ত জবাব দিতেও দেরি করবেন না৷

স্ন্যাপচ্যাটের আরেকটা সুবিধা হলো, যার ফেসবুক ওয়ালে পোস্ট করবেন সেখানে কিন্তু ১০ সেকেন্ডের বেশি ছবিটি কোনোভাবেই থাকবে না৷ স্বয়ংক্রিয়ভাবেই অদৃশ্য হয়ে যাবে৷ সুতরাং অনাকাঙ্খিত হয়রানি বা বিড়ম্বনা এড়ানোর ব্যবস্থা আছে এখানে৷ এত ভালো বলেই স্ন্যাপচ্যাট নাকি দিনদিন জনপ্রিয় হচ্ছে৷ ওয়াল স্ট্রিট জার্নালের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই উদ্ভাবনের সুবিধা নিয়ে নাকি প্রতিদিন সারাবিশ্বে ৪০ কোটি ছবির আদান-প্রদান হয়৷ এভাবে বন্ধুর সঙ্গে ভাব বিনিময়ে নাকি মেয়েদের উৎসাহই বেশি৷

এসিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ