1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদালত ও সংসদ

৩০ আগস্ট ২০১২

স্পিকারের রুলিংয়ের মাধ্যমে আদালত ও সংসদ সদস্যদের মধ্যে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তার নিরসন হয়েছে বলেই মনে করেছিলেন সংশ্লিষ্টরা৷ তবে উচ্চ আদালতের রায়ের পর সেই বিতর্ক আরো উসকে গেল বলেই মনে করছেন সংসদ সদস্য ও আইন বিশেষজ্ঞরা৷

High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

হাইকোর্টের এক বিচারপতি সম্পর্কে জাতীয় সংসদের স্পিকারের দেয়া রুলিং আইনগত ভিত্তিহীন, এক্তিয়ার বহির্ভূত ও অকার্যকর ঘোষণা করেছে হাইকোর্ট৷ রায়ে বলা হয়েছে, স্পিকার তাঁর রুলিংয়ে বলেছেন, একজন বিচারক সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেয়া যেতে পারে প্রধান বিচারপতি ভেবে ব্যবস্থা গ্রহণ করবেন৷ স্পিকারের দেয়া অভিমতের কোন আইনগত কার্যকারিতা নেই এবং আইনের দৃষ্টিতে তা অস্তিত্বহীন৷

সোমবার দেয়া ওই রায়ে আদালত বলেছেন, স্পিকারের রুলিংয়ে এমন কিছু দেখা যায় না যে, উক্ত বিচারক সংসদের কোন কার্যধারা চ্যালেঞ্জ করে তার আদালতে বা কোন আদালতে কোন প্রশ্ন তুলেছেন৷ এমনকি সংসদের কার্যধারা চ্যালেঞ্জ করে কোন মামলা দায়ের বা বিচারাধীন থাকার বিষয়টিও স্পিকার তার রুলিংয়ে বলেননি৷ সুতরাং সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদের কোন লঙ্ঘন হয়নি৷

জাতীয় সংসদছবি: picture-alliance/ dpa

সংসদে দেয়া স্পিকারের রুলিংয়ের পর আদালত ও সংসদ সদস্যদের মধ্যে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তার নিরসন হয়েছে বলেই মনে করেছিলেন সংশ্লিষ্টরা৷ কিন্তু উচ্চ আদালতের এই রায়ের পর সেই বিতর্ক আরো উসকে গেল বলেই মনে করছেন সংসদ সদস্য ও আইন বিশেষজ্ঞরা৷

আওয়ামী লীগ নেতা ও দফতর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংসদ সার্বভৌম আর বিচার বিভাগ স্বাধীন৷ সংসদের রুল গ্রহণযোগ্য ছিল আর তা নিয়ে বিতর্ক তোলা ঠিক হয়নি বলে মনে করেন তিনি৷

আইন বিশেষজ্ঞ মিজানুর রহমান খান বলেছেন, সংসদের যে প্রিভিলেজ কমিটি রয়েছে তাদের এটি নিয়ে বসা উচিত৷ এবং এই রায়ের বিরুদ্ধে আপিল হওয়া উচিত৷ কারণ উচ্চ আদালতের এই রায় দলিল হিসেবে থাকবে৷

আর দ্য নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেছেন, সংসদ সদস্যরা ও একজন বিচারপতি যে ভাষা ব্যবহার করে একে অন্যকে আক্রমণ করেছেন তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ