1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পিনেই ধরাশায়ী নেদারল্যান্ডস

৮ জুলাই ২০১৮

প্রথমে স্পিনের জাদু ও পরে ব্যাটিং দৃঢ়তায় সাত উইকেট ও ১২ ওভার হাতে রেখে জয় নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা৷  ৩ ওভারে ৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ফাহিমা খাতুন৷

Pakistan Cricket Frauen 2014 Asian Games
ছবি: Getty Images/Bay Ismoyo

টি২০ বিশ্বকাপের বাছাইপর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে উট্রেখটের কাম্পোং গ্রাউন্ডে স্বাগতিক নেদারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ৷  টস জিতে আজও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সালমা খাতুন৷

বল হাতে প্রথম ওভারে আসেন বাংলাদেশের গতিতারকা জাহানারা আলম৷  অত্যন্ত টাইট বোলিংয়ে কোনো রান না দিয়ে শেষ করেন তাঁর ওভার৷

দ্বিতীয় ওভারে বরাবরের মতো তাঁর ঘূর্ণির জাদু নিয়ে আসেন অধিনায়ক সালমা৷  এসেই কাভারে ক্যাচের শিকার বানান ডাচ ওপেনার সিগার্সকে৷  তিনে ব্যাটিংয়ে নামা ব্যাটসম্যান হ্যানেমাকে সাথে নিয়ে অবশ্য কিছুটা দৃঢ়তা দেখান আরেক ওপেনার ক্যালিস৷  জাহানারার পরের ওভারে দু'টি চার হাঁকান তিনি৷

এরপর বোলিং পরিবর্তন করে কিছুটা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারলেও রান আটকানো কঠিন হয়ে পড়ছিল বাংলাদেশের মেয়েদের জন্য৷ ওঠুক তখনই দলের দ্বিতীয় আঘাতটি করেন পান্না ঘোষ৷  মারমুখি ক্যালিসকে ক্লিন বোল্ড করেন তিনি ২৩ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েন ডাচ মেয়েরা৷

এদিকে অন্যপ্রান্তে বাঁহাতি স্পিনার নাহিদাও দুর্দান্ত লাইন লেন্থ বজায় রাখেন৷  ফলও পান হাতেনাতে৷  খেই হারানো ডাচ মেয়েরা তাদের তৃতীয় উইকেট হারান৷  এর কিছু পর আবারো পান্না৷  এবার কট অ্যান্ড বোল্ড৷  সাজঘর দেখান স্লবেকে৷  এরপর একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস৷

১৫ ওভার শেষে ৭ উইকেটে তাদের সংগ্রহ হয় ৩৮৷ এর সঙ্গে আর ৪ রান যোগ করতেই বাকি উইকেটগুলো হারায় ডাচ মেয়েরা৷  রুমানা ও ফাহিমা ৩টি করে ও পান্না ২টি উইকেট নেন৷

সহজ টার্গেট সামনে রেখে ব্যাটিংয়ে নেমে বরাবরের মতোই ঝড় তোলেন ফাহিমা৷  ফলাফল ৩ ওভারেই স্কোরবোর্ডে ২২ রান কোনো উইকেট না হারিয়ে৷

তবে তাড়াহুড়ো করতে দিতেই কিনা চতুর্থ ওভারে ওপেনার আয়শা ও ৫ম ওভারে ফাহিমা ফিরে আসেন প্যাভিলিয়নে৷  সপ্তম ওভারে লেগ বিফোরের শিকার হন জ্যোতি৷  স্কোরবোর্ডে রান তখন ৩২৷  তবে পিংকি আর রুমানা মিলে অষ্টম ওভারেই নিশ্চিত করেন জয়৷

গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার আরব আমিরাতের মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ