1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পুটনিক ভি নিয়ে পুটিন, ম্যার্কেল, মাক্রোঁ কথা

৩১ মার্চ ২০২১

রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে কথা বললেন জার্মান চ্যান্সেলার ম্যার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ। ইউরোপে রাশিয়ার ভ্যাকসিন চালু করা নিয়ে আলোচনা হলো।

স্পুটনিক পাঁচ হলো বিশ্বের প্রথম করোনা-ভ্যাকসিন। ছবি: Saeed Kaari/dpa/AP/picture alliance

পুটিনের সঙ্গে ম্যার্কেল ও মাক্রোঁর আলোচনায় একাধিক বিষয় উঠে এল। তবে গুরুত্ব পেল রাশিয়ায় তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি ইউরোপে চালু করার বিষয়টি। তিন নেতার ফোনে আলোচনার পর ক্রেমলিন জানিয়েছে, স্পুটনিক পাঁচ ইউরোপীয় মেডিসিনস এজেন্সির(ইএমএ) ছাড়পত্র পেলে তা যৌথভাবে উৎপাদন এবং রাশিয়া থেকে সরবরাহ করা নিয়ে কথা হয়েছে।

ইএমএ-র বিশেষজ্ঞরা রাশিয়া গিয়ে সেখানে ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট পরীক্ষা করবেন এবং উৎপাদন প্রক্রিয়াও দেখবেন। স্পুটনিক ভি হলো করোনার প্রথম ভ্যাকসিন। তবে এই ভ্যাকসিন চালুর পর বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, খুবই তাড়াহুড়ো করে ভ্যাকসিন বের করা হয়েছে।

এখন বিশ্বের ৫০টি দেশে রাশিয়ার ভ্যাকসিন দেয়া হচ্ছে। ইউরোপে এখন ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া হচ্ছে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন পাচ্ছে না ইউরোপের দেশগুলি। স্পুটনিক ভি অনুমোদন পেলে তাদের এই সমস্যা মিটবে। এমনিতেই জুলাই মাস থেকে ইটালিতে এই ভ্যাকসিনের উৎপাদন শুরু হচ্ছে। এরপর বাভারিয়াতেও হওয়ার কথা।

কবে ইএমএ তার সিদ্ধান্ত জানাবে তা জানা যায়নি। ম্যার্কেলের মুখপাত্র জানিয়েছেন, ইএমএ কিছু মাপদণ্ড মেনে চলে। বাকি সব ভ্যাকসিন চালুর অনুমতি দেয়ার আগে তারা যেভাবে বিচার করেছে, স্পুটনিকের ক্ষেত্রেও তাই হবে।

নাভালনি নিয়ে

পুটিনের কাছে ম্যার্কেল এবং মাক্রোঁ রাশিয়ার বিরোধী নেতা নাভালনির বিষয়েও জানতে চান। আগে তাকে বিষ দিয়ে মারার চেষ্টা হয়েছিল। তিনি জার্মানিতে এসে চিকিৎসা করিয়ে সুস্থ হন। তারপর রাশিয়া ফিরলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন জেলে আছেন। তার শরীর বেশ খারাপ বলে সম্প্রতি জানা গেছে। তাকে নিয়ে ম্যার্কেল ও মাক্রোঁ যে প্রশ্ন করেছিলেন, পুটিন তার জবাব দিয়েছেন।

এছাড়া তিন নেতা ইউক্রেন, লিবিয়া, সিরিয়া এবং ইরান নিয়েও কথা বলেন। তারা ইরানের পরমাণু চুক্তিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাছাড়া সামগ্রিকভাবে নিরাপত্তার বিষয় নিয়েও তারা কথা বলেছেন।

জিএইচ/এসজি(ডিপিএ, এপি)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ