1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগস্পেন

স্পেনের ইতিহাসের ভয়াবহতম বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু

২ নভেম্বর ২০২৪

স্পেনের পূর্বাঞ্চল ভ্যালেন্সিয়ায় বন্যায় অন্তত ২১১ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ৷ ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার চারদিন অতিবাহিত হয়েছে৷ এখনও নিখোঁজ অনেকে৷

বন্যাকবলিত বিপর্যস্ত একটি এলাকার রাস্তায় কাদামাটি, জঞ্জালের মধ্যে উদ্ধারকারী ও বাসিন্দারা
প্রধানমন্ত্রী সানচেজ জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় নিয়োজিত ১০ হাজার বাড়তি পুলিশ ও সেনাসদস্য নিয়োগের কারণে উদ্ধার ও পরিচ্ছন্নতার কাজে গতি আসবে৷ ছবি: Alberto Saiz/AP Photo/picture alliance

শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে সানচেজ জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে বন্যা কবলিত এলাকায় নতুন করে পাঁচ হাজার সেনা সদস্য পাঠানো হয়েছে৷ পরিষ্কারের জন্য আড়াই হাজার সেনা নিযুক্ত আছে৷ ‘‘শান্তিকালীন সময়ে এটি স্পেনের সেনাবাহিনীর সবচেয়ে বড় অভিযান'' বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘সরকার যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সব কিছুর ব্যবস্থা করে যাবে৷''

মৃত্যুর দিক থেকে ১৯৬৭ সালের পর এটি ইউরোপের সবচেয়ে ভয়াবহ বন্যার ঘটনা৷ সে বছর বন্যায় পর্তুগালে অন্তত ৫০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন৷

এদিকে উদ্ধারকারীরা এখনও বন্যাকবলিত এলাকা থেকে জীবিত মানুষদের উদ্ধারে আশাবাদী৷ ভ্যালেন্সিয়ার মন্টকাডাতে একটি গাড়ির পার্কে তিন দিন আটকে থাকার পর এক নারীকে জীবিত উদ্ধার করেছেন তারা৷ নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান মার্টিন পেরেৎজ এই তথ্য জানানোর পর বাসিন্দারা হাত তালি দিচ্ছিলেন৷

বন্যাকবলিত এলাকার রাস্তাঘাট কাদায় ঢেকে গেছেছবি: Alberto Saiz/AP Photo/picture alliance

এদিকে বন্যাকবলিত এলাকার বাড়িঘরগুলো কাদায় ঢেকে গেছে৷ রাস্তায় স্তুপ হয়ে আছে আসবাবপত্র৷  কাদা-মাটি সরানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷

ভ্যালেন্সিয়ার শহরতলি পিকানিয়ার বাসিন্দা ৭৪ বছর বয়সি এমিলিয়া এ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন৷ তিনি বলেন, ‘‘আমরা অ৷সহায় বোধ করছি৷ এখানে অনেকের সহযোগিতা প্রয়োজন৷ শুধু আমার বাড়িতে নয় সব বাড়ি থেকেই আসবাবপত্র থেকে শুরু করে সব ফেলে দিতে হচ্ছে৷’’

তিনি আরো বলেন, ‘‘আমরা এমনকি আমাদের পোশাক ধুতে পারছি না, স্নান করতে পারছি না৷

আরেক বাসিন্দা মারিয়া হোসে গিলাবার্ট বলেন, ‘‘আমরা বিপর্যস্ত অবস্থায় আছি, কারণ কোনো আশার আলো দেখা যাচ্ছে না৷ সেটা এইজন্য না যে, কেউ আসছে না সহায়তার জন্য৷ বরং স্পেনের বিভিন্ন জায়গা থেকে মানুষ সহায়তার জন্য আসছেন৷ কিন্তু কবে এই এলাকা আবার বসবাসের উপযুক্ত হবে তা নিয়ে আমরা চিন্তিত৷’’

বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা রাস্তাঘাট চলাচল উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেনছবি: Alberto Saiz/AP Photo/picture alliance

ইউরোপাপ্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবীকে ভ্যালেন্সিয়ার শহর থেকে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে৷

প্রধানমন্ত্রী সানচেজ জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় নিয়োজিত ১০ হাজার বাড়তি পুলিশ ও সেনাসদস্য নিয়োগ দেয়ার কারণে উদ্ধার ও পরিচ্ছন্নতার কাজে গতি আসবে৷ 

এদিকে আগামী দুইদিনও বালেয়ারিক দ্বীপপুঞ্জ, কাতালোনিয়না ও ভ্যালেন্সিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে ঘনঘন চরম আবহাওয়ার ঘটনাগুলো দেখা দিচ্ছে৷  ভূমধ্যসাগর উষ্ণ হয়ে ওঠায় আগের চেয়ে বেশি সামুদ্রিক জল বাষ্পীভূত হচ্ছে৷ এতে ভারি বর্ষণের পরিমাণ বাড়ছে৷

এফএস/টিএম (রয়টার্স, ডিপিএ)

জলবায়ু সংকট দূর করা অসম্ভব নয়

04:15

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ