1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনের জন্য সহায়তা

১০ জুন ২০১২

স্পেনের ব্যাংকিং খাতের জন্য একশ’ বিলিয়ন ইউরো পর্যন্ত অর্থ সহায়তার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন ইউরো অঞ্চলের দেশসমূহের অর্থ মন্ত্রীরা৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়৷

Spain's Prime Minister Mariano Rajoy gestures during a news conference at the Moncloa Palace in Madrid, June 10, 2012. Spanish Prime Minister Rajoy said on Sunday that Spain had avoided a full-on rescue for its sovereign debt due to his deficit cutting measures and economic reforms. On Saturday the euro zone agreed to lend Spain up to 100 billion euros for its banks. REUTERS/Paul Hanna (SPAIN - Tags: POLITICS BUSINESS)
প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ছবি: Reuters

আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে সে ব্যাপারটিও সুরাহা হয়ে যাবে৷ তবে আপাতত এই সিদ্ধান্ত আগামী ১৭ই জুন অনুষ্ঠিতব্য গ্রিসের নির্বাচনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের৷ নিউইয়র্কের ইজনার-অ্যাম্পার্স পারসোনাল ওয়েল্থ অ্যাডভাইজর্স গ্রুপের কর্মকর্তা টিম স্পাইস এর মতে, ‘‘অর্থ সংকটের সংক্রমণ এড়াতে এটি একটি বড় ধরণের পদক্ষেপ৷'' তিনি আরো বলেন, ‘‘অর্থ সহায়তার পরিমাণটি বেশ উচ্চ৷ প্রত্যাশার চেয়ে অনেক বেশি৷ তবে আমরা এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাই৷ অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র এবং বহির্বিশ্বের অর্থ বাজারের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তবে এই সিদ্ধান্ত অল্প সময়ের জন্য হলেও পরিস্থিতি শান্ত করবে৷''

এদিকে, প্রায় দুই সপ্তাহ ধরে স্পেনের জন্য কোন অর্থ সহায়তার প্রয়োজন অস্বীকার করে আসলেও শেষ পর্যন্ত বেলআউটের ব্যাপারে ঠিকই এগিয়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়৷ আর দেরিতে হলেও শেষে রাখয় এর আবেদনের প্রেক্ষিতেই বেলআউটের প্রশ্নে ইতিবাচক সম্মতি মিলেছে ইউরো গোষ্ঠীর বৈঠক থেকে৷ ইউরো গোষ্ঠীর এই সিদ্ধান্তে খুশি বলেও অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী রাখয়৷ তিনি বলেন, ‘‘আমি সন্তুষ্ট৷ আমি মনে করি, আমরা খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছি৷'' শনিবারের বৈঠকে বেলআউটের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ‘‘এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, এর ভবিষ্যৎ এবং ইউরো মুদ্রার বিশ্বস্ততার জয় হয়েছে৷'' তবে তিনি একইসাথে স্বীকার করেছেন, ‘‘এটা খুব সহজ ছিল না৷ আমাকে কেউ চাপ দেয়নি এবং আমি জানি না যে, এটা বলা আমার উচিত কি না৷ কিন্তু আমি নিজেই এ ব্যাপারে চাপ দিয়েছি৷''

স্পেনের ব্যাংকিং খাতকে বাঁচাতে এই মোটা অঙ্কের অর্থ সহায়তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জার্মানি, ফ্রান্স, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ৷ অবশ্য লয়েডস ব্যাংকিং গ্রুপের অর্থনীতিবিদ চার্লস ডিবেল খুব যৌক্তিক প্রশ্ন তুলেছেন, ‘‘এটা কি যথেষ্ট হবে? কারণ এটাতো উদ্ধারকারী না হয়ে বরং শুধু সংকট প্রতিরোধী উদ্যোগ৷ একইসাথে এটি ব্যাংকিং খাতকে হয়তো বাঁচিয়ে রাখবে কিন্তু প্রকৃতপক্ষে প্রবৃদ্ধির জন্য এটি কোন ভূমিকা রাখবে না৷'' ফলে বিশেষজ্ঞদের মনে এই উজ্জীবনীমূলক অর্থ সহায়তার প্রভাব নিয়ে এখনও শঙ্কা রয়েই যাচ্ছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (এপি, ডিপিএ, এএফপি)
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ