1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনৈতিক সংকট

৯ জুন ২০১২

আয়ারল্যান্ড, পর্তুগাল ও গ্রিসের পর স্পেনকে অর্থনৈতিক সংকট থেকে উদ্ধারের প্রচেষ্টায় রত ইইউ৷ শনিবার ইউরো অঞ্চলের অর্থ মন্ত্রীরা স্পেনের ব্যাংকগুলোর জন্য অর্থ সহায়তা নিয়ে বৈঠক করছেন৷ তবে স্পেন এখনও বেলআউট গ্রহণের বিপক্ষে৷

ILLUSTRATION - Auf spanische Euro-Münzen ist am Mittwoch (06.06.2012) in Schwerin die Europafahne projiziert. In der bedrohlichen Banken-Krise wächst der Druck auf Spanien, nach Irland, Portugal und Griechenland ebenfalls unter den Euro-Rettungsschirm zu flüchten. Foto: Jens Büttner dpa/lmv
ছবি: picture-alliance/dpa

ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক সংকট নিয়ে বেশ উদ্বিগ্ন আন্তর্জাতিক গোষ্ঠী৷ এমনকি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একদিন আগে আবারও ইউরোপীয় নেতাদের নিজেদের ঘর সামলাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘এই অবস্থায় সমাধানের প্রক্রিয়া বেশ কঠিন৷ তবে এখনও সমাধানের পথ রয়েছে৷'' ওবামা সংকটে থাকা ইউরোপের ব্যাংকগুলোর জন্য আরো পুঁজি যোগ করার পরামর্শ দেন, যাতে করে আবারও অর্থনৈতিক ধাক্কা আঘাত হানতে না পারে৷

এদিকে, স্পেনের ব্যাংকগুলোর ঘাত সহনীয়তা পরীক্ষা শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, স্পেনের ব্যাংকগুলোর সংকট দূর করতে প্রায় ৪০ বিলিয়ন ইউরো অর্থ সহায়তা প্রয়োজন৷ তবে স্পেনের ব্যাংকগুলোর বর্তমান অর্থনৈতিক সংকট ও সামর্থ্য নিয়ে আইএমএফ-এর সম্পূর্ণ প্রতিবেদনটি সোমবার প্রকাশ করার কথা রয়েছে৷ এছাড়া নিজেদের ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা খতিয়ে দেখতে দুটি স্বাধীন অডিট পরিচালনা করছে স্প্যানিশ সরকার৷ এই দু'টি অডিট প্রতিবেদন ২১শে জুন সম্পন্ন হওয়ার কথা রয়েছে৷ এ অবস্থায় স্পেন সরকার আইএমএফ এর প্রতিবেদন এবং নিজেদের অডিট প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে চায়৷

স্পেনের একটি ব্যাংক থেকে টাকা তুলছেন এক নারীছবি: dapd

এরইমধ্যে স্পেনের জন্য সম্ভাব্য অর্থ সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে শনিবার ইউরো অঞ্চলের দেশসমূহের অর্থ মন্ত্রীরা বৈঠক করছেন৷ বৈঠকের আগে ইউরো গোষ্ঠীর প্রধান জঁ ক্লদ ইয়ুংকার বলেছেন, ‘‘স্পেনের সংকটের ব্যাপারে একটি দ্রুত সমাধান হতে হবে৷'' তিনি আরো বলেন, স্পেনের সমস্যা গ্রিসের সমস্যার অনুরূপ নয়৷ কারণ স্পেনের সংকট শুধুমাত্র তাদের ব্যাংকিং জগতে৷ এছাড়া ইয়ুংকার এর এক মুখপাত্র জানিয়েছেন, শনিবারের বৈঠকে অর্থ মন্ত্রীরা স্পেনের জন্য প্রয়োজনীয় বেলআউটের ব্যাপারে আলোচনা করবেন৷ তবে স্পেন এখনও বেলআউট এর জন্য আবেদন করেনি বলেও উল্লেখ করেন মুখপাত্র গুই শ্যুলার৷ তিনি বলেন, ‘‘স্পেন এখনও অর্থ সহায়তা চায়নি৷ তবে যদি তারা চায়, সেক্ষেত্রে অর্থ সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতে পারবো৷''

এদিকে, জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ইয়েন্স ভাইডমান বলেছেন, ‘‘স্পেন যদি মনে করে যে, অর্থনৈতিক সংকট নিয়ে তারা বিচলিত, তাহলে তাদের উচিত বিরাজমান কাঠামো অনুসারে সুবিধা গ্রহণ করা৷'' সাপ্তাহিক পত্রিকা ‘ভেল্ট আম জনটাগ'কে দেওয়া সাক্ষাৎকারে ভাইডমান স্পেনের প্রতি মূলত বেলআউট গ্রহণের ব্যাপারে এক ধরণের চাপ দিয়েছেন৷ তবে এখন পর্যন্ত বেলআউট না নেওয়ার ব্যাপারে শক্ত অবস্থানেই রয়েছে স্পেন বলে জানিয়েছেন মাদ্রিদে অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (ডিপিএ, রয়টার্স)

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ