1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনের সঙ্গে ড্র করে আশা জিইয়ে রাখলো জার্মানি

২৭ নভেম্বর ২০২২

৭-0 গোলে কোস্টারিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে স্পেন। প্রথম ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হেরে যায় চারবারের চ্যাম্পিয়ন জার্মানি৷ ফলে এ ম্যাচ হারলে বিদায় প্রায় নিশ্চিত হতো৷ ১-১ গোলে ড্র করে আশা বাঁচিয়ে রাখলেন নয়াররা।

মুসিয়ালার পাস থেকেই সমতা ফেরান বদলি হেসেবে নামা নিকলাস ফ্যুলক্রুগ
মুসিয়ালার পাস থেকেই সমতা ফেরান বদলি হেসেবে নামা নিকলাস ফ্যুলক্রুগছবি: JAVIER SORIANO/AFP/Getty Images

ম্যাচের সাত মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল স্পেন। কিন্তু নয়ারের দৃঢ়তায় বল বারে লেগে চলে যায় বাইরে৷ স্পেনের আক্রমণের মুখে গুছিয়ে উঠতে কিছুটা সময় নেয় জার্মানি৷ একবার কিমিশের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দিয়ে উল্লাসেও মেতেছিলেন রুডিগার। কিন্তু অফসাইড হওয়ায় বিফলে যায় উল্লাস। দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের পরিবর্তে আলভারো মোরাতাকে নামান স্পেনের কোচ লুই এনরিকে। ৬১ মিনিটে সেই মোরাতাই এগিয়ে নেন ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের৷

আলভারো মোরাতার গোলের পর স্পেনের উচ্ছ্বাসছবি: Matthias Schrade/AP/picture alliance

গোল পরিশোধে মরিয়া জার্মানি এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও আট বছর আগে সবশেষ বিশ্বকাপ জেতা জার্মানরা কাঙ্খিত গোলের দেখা পায় ৮৩তম মিনিটে৷ কিছুক্ষণ আগে গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ মিস করা মুসিয়ালার পাস থেকেই সমতা ফেরান বদলি হেসেবে নামা নিকলাস ফ্যুলক্রুগ।

এ ম্যাচ ড্র হওয়ায় দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত করে ফেললো স্পেন৷ তবে নকআউট পর্বে যেতে হলে কোস্টারিকার বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে জার্মানিকে। প্রত্যেক দলের দুটি করে ম্যাচ শেষে ‘ই' গ্রুপে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নীচে রয়েছে জার্মানি৷ ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে স্পেন৷ জাপান আর কোস্টারিকার পয়েন্ট ৩৷ তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান৷

আরকেসি/এসিবি (ফিফা টিভি, গোল ডটকম)           

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ