1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনের সমুদ্রসৈকতে হাঙর!

২৭ জুন ২০১৭

স্পেনের মায়োর্কা দ্বীপ ইউরোপের সেরা ছুটি কাটানোর জায়গাগুলোর অন্যতম৷ সেখানে হঠাৎ করে চোখের সামনে এসে হাজির আটফুট লম্বা এক হাঙর...

মায়োর্কার উপকূলে হাঙর
মায়োর্কার উপকূলে হাঙর ছবি: Reuters

তবে হাঙরটিকে দেখে নাকি অনেকেই আতঙ্কিত হননি৷ ব্রিটিশ পর্যটক টিম প্রটে-জোন্স যেমন বলেছেন, ‘‘শনিবার তীরের কাছে কম পানিতে যখন হাঙরটি নির্বিকারচিত্তে স্নানরত পর্যটকদের পাশ কাটিয়ে সাঁতরে যায়, তখন কেউ প্যানিক করেননি৷’’ বরং টিম-এর মতো অনেকেই নাকি মুগ্ধনয়নে এই অপরূপ জীবটিকে দেখেছেন৷

অবশ্য তার পর পরই সকলকে পানি থেকে উঠে আসতে বলা হয়৷ লাইফগার্ডরা রেড ফ্ল্যাগ টাঙিয়ে দেয়৷ পুলিশ সারা উপকূল ঘুরে দেখে, কোথাও আর কোনো হাঙর বা হাঙরের চিহ্ন দেখা যাচ্ছে কিনা৷

পরে সেই হাঙরটাই আবার ফিরে আসে৷ কিন্তু এবার তাকে দেখা যায় বালির ওপর ছটফট করতে৷ স্থানীয় পালমা অ্যাকোয়ারিয়ামের কর্মীরা হাঙরটিকে ধরে পরীক্ষা করে দেখেন, তার মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে৷ ওই আঘাতের কারণেই হাঙরটি সম্ভবত উদভ্রান্ত, দিশাহারা হয়ে পড়েছিল৷ আঘাতের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হাঙরটিকে পরে মেরে ফেলা হয়৷

মায়োর্কায় এই হাঙর সংক্রান্ত খবর ও ভিডিও বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট বা দ্য গার্ডিয়ানে যথেষ্ট গুরুত্ব পেয়েছে, কেননা মায়োর্কা ব্রিটিশ টুরিস্টদের কাছে বিশেষভাবে প্রিয়৷ গার্ডিয়ান একটি মায়োর্কিনিজ পত্রিকার সূত্রে খবর দিয়েছে যে, হাঙরটির মাথায় হার্পুনের আঘাতের চিহ্ন ছিল৷

নয়তো ঐ সপ্তাহান্তেই ‘৪৭মিটার পানির নীচে’ শীর্ষক মার্কিন ছবিটিতে দুই বোন কেজ ডাইভিং করার সময় হাঙরের আক্রমণের মোকাবিলা করে বক্স অফিসে ৭৪ লাখ ডলার আমদানি করেছে৷

অপরদিকে ২০১৬ সালে সারা বিশ্বে মানুষের উপর হাঙরের আক্রমণের ঘটনা ঘটে ৮১ বার – প্রাণ হারান চারজন মানুষ৷

বিশেষজ্ঞরা বলেন, হাঙরের আক্রমণে আমার-আপনার মারা যাবার সম্ভাবনা মাথায় ধূমকেতু পড়ে মারা যাওয়ার চেয়ে বেশ কিছুটা কম৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ