1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাস্পেন

স্পেনে অতিরিক্ত পর্যটনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে

৪ নভেম্বর ২০২৪

বিশ্বের অনেক জায়গায় পর্যটনের কারণে মানুষের উপার্জন বেড়েছে৷ কিন্তু মাত্রাতিরিক্ত পর্যটনের ফলে ইউরোপের কিছু জায়গার স্থানীয় মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন৷ স্পেনের মায়োর্কা দ্বীপেও ক্ষোভ বাড়ছে৷

স্পেনের মায়োর্কা দ্বীপের সৈকতে বিয়ারের গ্লাস হাতে তিন পর্যটক
পর্যটকদের যেখানে-সেখানে মাত্রাতিরিক্ত মদ্যপান ও হইহল্লায় বিরক্ত মায়োর্কা দ্বীপের স্থানীয় মানুষছবি: T. Llabres/blickwinkel/picture alliance

স্পেনের মায়োর্কা দ্বীপ লাগামহীন পার্টির কারণেও পরিচিত৷ হাজার হাজার পর্যটক প্লায়া দে পালমায় খুশির জোয়ারে নিজেদের ভাসিয়ে দেন৷ তাদের মধ্যে জার্মানদের সংখ্যাই বেশি৷ কিন্তু এর ফলে প্রতিবেশীরা বিরক্ত হন৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি প্রায় ২৫ বছর সেখানে রয়েছেন৷ তিনি নিজের ক্ষোভ তুলে ধরলেন৷ তিনি বলেন, ‘‘পর্যটন পুরোপুরি বদলে গিয়েছে৷ এখন শুধু বিশাল মাত্রায় মদ্যপান চলে৷ আমরা অসহায় বোধ করি৷ বিকট শব্দের কারণে আমাকে কানে ইয়ারপ্লাগ লাগিয়ে ঘুমাতে হয়৷''

রাতের তাণ্ডবের চিহ্ন চারিদিকে ছড়িয়ে রয়েছে৷ পড়ে থাকা খালি বোতল ও ক্যান খুবই দৃষ্টিকটু৷ দ্বীপের পার্টি জোন বলে পরিচিত অনেক জায়গায় আঞ্চলিক সরকারের কড়া হস্তক্ষেপ সত্ত্বেও পরিস্থিতি বদলাচ্ছে না৷

প্লায়া দে পালমার প্রশাসন পথেঘাটে বা সৈকতে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করেছে৷ সেই নির্দেশ অমান্য করলে দেড় হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে৷ তাছাড়া অ্যালকোহল বিক্রি করে, এমন সব দোকান রাত সাড়ে নয়টায় বন্ধ করার কথা৷

অ্যালেন কার্বোনেল ও মিগেল পাস্কুয়াল নতুন বিধিনিয়ম কার্যকর করার লক্ষ্যে সংগ্রাম চালাচ্ছেন৷ তাঁরা পার্টি জোনে বাস করেন৷ পাড়ার এক সংঘে যোগ দিয়ে তাঁরা সমস্যা মোকাবিলার চেষ্টা করছেন৷ অ্যালেন বলেন, ‘‘এই জায়গাটা যেন এক থিম পার্ক৷ পর্যটকরা বের হয়ে পাড়ার মধ্য দিয়ে তাণ্ডব করতে করতে আসে৷ পড়ে যায়, বমি করে, পথেঘাটে প্রস্রাব করে৷ সবাই এমন করে৷''

পাড়ার সংঘের সদস্য মিগেল পাস্কুয়ালের মতে, ‘‘যে সব দোকান সময়সীমা অমান্য করে, সরকারকে তাদের শাস্তি দেওয়া শুরু করতে হবে৷ এমন সব উপদ্রব আমাদের সহ্য করতে হয়৷ আমার পরিবারেই জার্মান সদস্য রয়েছে৷ এমন ব্যবহারের কারণে আমার লজ্জা হয়৷''

অনিয়ন্ত্রিত পর্যটনের বিপত্তি!

03:59

This browser does not support the video element.

দিনের আলো থাকতেই পার্টি শুরু হয়ে যায়৷ পর্যটকদের কাছে সেটা সৈকতে ‘প্রি-ড্রিংকিং'৷ অ্যালোকোহল পানে নিষেধাজ্ঞার কথা শুনে থাকলেও তারা এমন কীর্তি করে৷

পাড়ার সংঘ কর্তৃপক্ষের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে খুবই অসন্তুষ্ট৷ পার্টির শব্দ শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকে না৷ পর্যটকরা হোটেল বা অ্যাপার্টমেন্টে ফিরেও বারান্দায় পার্টি চালিয়ে যায়৷ কারণ আরো বেশি ফ্ল্যাট পর্যটকদের ভাড়া দেওয়া হচ্ছে৷ অ্যালেন কার্বোনেল বলেন, ‘‘বহু বছর ধরে শুনে আসছি যে সমস্যা সমাধানের নাকি চেষ্টা চলছে৷ কিন্তু সমস্যা থেকে গেছে৷ কেউ আসলে কিছুই করতে চায়না, কারণ পর্যটনের কারণে অর্থ আসে৷''

ডিডাব্লিউ বালিয়ারিক দ্বিপপূঞ্জের প্রশাসনের বক্তব্য জানতে টেলিফোনে ও লিখিতভাবে একাধিক অনুরোধ করেছিল৷ কিন্তু প্রাদেশিক সরকার কোনো সাক্ষাৎকার বা তথ্য দিতে রাজি হয়নি৷ মায়োর্কা সেই অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ৷

অনেক হোটেল সংস্থাও দুশ্চিন্তায় পড়েছে৷ স্থানীয় হোটেল সংঘের সভাপতি পেদ্রো মারিন বহু বছর ধরে হোটেলের মান ও ভাড়া বাড়ানোর জন্য লড়াই করছেন৷ সেইসঙ্গে ছুটি কাটানোর ন্যূনতম সময়সীমা সংক্রান্ত শর্ত আরোপ করে তাঁরা পার্টি টুরিস্টদের আগমন কমানোর চেষ্টা করছেন৷ হোটেল সংঘের প্রতিনিধি পেদ্রো মারিন মনে করেন, ‘‘দায়িত্বশীল পর্যটকদের আকর্ষণ করতে এই সব উদ্যোগ যথেষ্ট নয়৷ আমার মতে, এখানে আসার আগেই মানুষকে সে বিষয়ে সচেতন করতে হবে৷ তারা এখানে এসে আমাদের সঙ্গে  সৈকত উপভোগ করতে পারেন, একাই যেন সবটা দখল করতে না চান৷ আমাদের সবাইকে সৈকতের যত্ন নিতে হবে৷''

দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে স্থানীয় মানুষ ধীরে ধীরে অন্য জায়গায় চলে যেতে পারেন৷ অনেকেই আর বিকট শব্দ সহ্য করতে প্রস্তুত নন৷

নর্মান স্ট্রিগেল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ