1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলের জন্য দেদার অর্থ

১৫ জুন ২০১৪

অর্থনীতি বিপর্যস্ত, চরম বেকারত্ব – এমন পরিস্থিতি সত্ত্বেও ফুটবলের পেছনে টাকা খরচ করতে পিছপা হচ্ছে না স্পেন৷ এমনকি মাদ্রিদ ও বার্সেলোনার মতো বিখ্যাত ক্লাবকেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোটা অঙ্কের সরকারি অনুদান দেওয়া হচ্ছে৷

মাদ্রিদ, বার্সেলোনার মতো বিখ্যাত ক্লাবগুলোও মোটা অঙ্কের সরকারি অনুদান পাচ্ছেছবি: Pierre-Philippe Marcou/AFP/Getty Images

কাস্তেলো বিমানবন্দরকে ‘ভুতুড়ে' বলা হয়, কারণ ২০১১ সালে উদ্বোধনের পর থেকে একটিও বিমান ওঠানামা করেনি সেখান থেকে৷ অথচ ভিলারেয়াল ক্লাবের জার্সিতে সগর্বে শোভা পাচ্ছে এয়ারপোর্ট লোগো৷ স্থানীয় প্রশাসন ক্লাবকে এ জন্য ২ কোটি ইউরো দিয়েছে৷

এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়৷ স্বাস্থ্য, শিক্ষা ও জনকল্যাণের ক্ষেত্রে স্পেনে বিশাল ব্যয় সংকোচ চলছে৷ কিন্তু বড় বড় ফুটবল ক্লাবগুলি নানা পথে বিশাল অঙ্কের সরকারি অনুদান পেয়ে চলেছে৷ সংবাদ সংস্থা এপি স্পেনে এমন বেশ কয়েকটি দৃষ্টান্ত খুঁজে পেয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, যে বিশেষ করে প্রাদেশিক সরকারগুলি তাদের অঞ্চলের অনেক ফুটবল ক্লাবকে সরাসরি টাকা দিচ্ছে৷

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত স্পেনের অর্থনীতি মারাত্মক সংকটের মুখে পড়েছিলছবি: AP

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত স্পেনের অর্থনীতি মারাত্মক সংকটের মুখে পড়েছিল৷ অথচ একই সময়কালে সে দেশের বিখ্যাত ফুটবল লিগের ২০টি ক্লাব প্রায় ৩৩ কোটি ২০ লক্ষ ইউরো অঙ্কের সরাসরি আর্থিক সহায়তা পেয়েছে৷ দেশের ১৭টি প্রাদেশিক সরকারের বিভিন্ন দপ্তর এই টাকা ঢেলেছে৷ সরাসরি সহায়তার পাশাপাশি পরোক্ষভাবেও নানারকম আর্থিক সুবিধা দেওয়া হয়েছে এই ক্লাবগুলিকে৷ এর মধ্যে রয়েছে কর ও সামাজিক সুরক্ষা ক্ষেত্রে ঋণ মকুব করার ঘটনা৷ এভাবে স্পেনের আর্থিক সংকটের সময় প্রায় ৪৭ কোটি ৬০ লক্ষ ইউরো সুবিধা ভোগ করেছে বেসরকারি ফুটবল ক্লাবগুলি, যাদের বাণিজ্যিক ভিত্তিতে অর্থ উপার্জন করার কথা৷

প্রশ্ন হলো, এমন কঠিন সময়ে স্পেনের সাধারণ মানুষ কী ভাবে এমন অপচয় মেনে নিচ্ছেন? কিছু সমালোচনা অবশ্যই শোনা যাচ্ছে৷ তবে স্থানীয় ক্লাব রসাতলে গেলে স্পেনের ফুটবল-পাগল মানুষ তা মেনে নিতে পারেন না৷ সরকারি সাহায্য ছাড়া ফুটবল ক্লাবগুলির অস্তিত্ব সত্যিই বিপন্ন হয়ে উঠতে পারে৷

তবে স্পেনে সরকারি পর্যায়ে এই উদার মনোভাবের উপর কড়া নজর রাখছে ইউরোপীয় ইউনিয়ন৷ বিশেষ করে রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো সাতটি ক্লাবের জন্য সরকারি লোন গ্যারেন্টি ইইউ প্রতিযোগিতা লঙ্ঘন করছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে৷

এসবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ