দাবানল ধেয়ে আসছে বলে স্পেনের বিভিন্ন শহর থেকে মানুষ পালাচ্ছে। অ্যানন দে মনকায়ো থেকে এক হাজার ৫০০ মানুষকে সরিয়ে দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
ইউরোপ আবার দাবানলের কবলে। ফ্রান্স, গ্রিস, পর্তুগালের পর এবার দাবানল ছড়াচ্ছে স্পেনে। উত্তরপূর্বের শহরগুলির অবস্থা খারাপ। সেখানে হাজার হাজার হেক্টর জমির বনভূমি পুড়িয়ে ছাই করে দিয়েছে দাবানল। খুব জোরে হাওয়া বইছে। শুকনো আবহাওয়া ও ঝোড়ো বাতাসের ফলে দাবানলও দ্রুত ছড়াচ্ছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হাওয়া খুব তাড়াতাড়ি গতি পরিবর্তন করছে। ফলে আগুন নেভাতে অসুবিধা হচ্ছে। তিনশ দমদল ওই শহরে আগুন নেভাবার কাজ করছে।
অ্যানন দে মনকায়ো থেকে আগুন গ্রুতগতিতে শহর ও গ্রামের দিকে ছড়িয়ে পড়ছে। এতে শুধু বনভূমি নষ্ট হচ্ছে তাই নয়, বাড়িঘর সব পুড়ে যাচ্ছে।
বনবিভাগের স্থানীয় প্রধান বলেছেন, শনিবার আগুন লেগেছে এবং তা দ্রুত ৫০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
ভয়ংকর অবস্থা ফ্রান্স, স্পেন, পর্তুগালে। দাবানল সমানে ছড়াচ্ছে। হাজার হাজার হেক্টর জমির বনভূমি পুড়ে ছাই। প্রচুর মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।
ছবি: Jon Nazca/REUTERS
জ্বলছে ফ্রান্স
দক্ষিণ ফ্রান্সের বিস্তৃত এলাকা জ্বলছে। দাবানল গ্রাস করছে বনভূমি, ঘরবাড়ি, মাঠ। বোর্ডো শহর গত ছয়দিন ধরে দাবানলের কবলে। ১৪ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। অনেকে এখানে ছুটি কাটাতে এসেছিলেন।
ছবি: (SDIS 33/AP/picture alliance
তিন হাজার দমকলকর্মী
দাবানলের সঙ্গে লড়াই করছেন তিন হাজার দমকলকর্মী। রাতদিন তারা আগুন নেভানোর কাজে ব্যস্ত। কিন্তু তারপরেও দাবানলকে বাগে আনা যায়নি।
ছবি: SDIS 33/AP/picture alliance
ত্রাণশিবিরে
১৬ হাজারের বেশি মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণশিবিরে। ফ্রান্সের এমনই একটি ত্রাণশিবিরের ছবি। এখানে বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছেন। এরকম সাতটি ত্রাণশিবির তৈরি করা হয়েছে।
ছবি: Gaizka Iroz/AFP/Getty Images
কেন এই আগুন?
ইউরোপে এবার অস্বাভাবিক গরম পড়েছে। ফ্রান্সে সোমবার তাপমাত্রা আরো বাড়তে পারে। দক্ষিণ ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আর এই গরম হলো একেবারে শুকনো গরম। তার ফলেই দাবানল ছড়াচ্ছে।
ছবি: SDIS 33/AP/picture alliance
বনভূমি পুড়ে ছাই
ফ্রান্সে গত মঙ্গলবার থেকে ১১ হাজার হেক্টর বা ২৭ হাজার একরের বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। রোববার বহু এলবাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
ছবি: SDIS 33/AP/picture alliance
সমুদ্রতীর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া
ফ্রান্সে সমুদ্রতীর থেকে দেখা যাচ্ছে দাবানলের কালো ধোঁয়া। ইউরোপে এখন সামার হলিডে চলছে। তারইমধ্যে দাবানলের গ্রাসে পড়ছে একের পর এক দেশ।
ছবি: Jerome Gilles/NurPhoto/picture alliance
স্পেনের অবস্থা
স্পেনে অন্তত ৩০টি জায়গা দাবানলের কবলে পড়েছে। সেই আগুন নেভাতে দমকল চেষ্টা করছে। তাদের সাহায্য করছে সেনাবাহিনী। এর মধ্যে বেশ কিছু জায়গা দুর্গম। ফলে সেখানে আগুন নেভাতে বিপাকে পড়ছেন দমকল কর্মীরা।
ছবি: Jon Nazca/REUTERS
ন্যাশনাল পার্কের কাছে
পশ্চিম স্পেনে একটি ন্যাশনাল পার্কের কাছে দাবানল ছড়াচ্ছে। সেখানে হেলিকপ্টারের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
ছবি: Lorenzo Carnero/ZUMA/picture alliance
উত্তর থেকে দক্ষিণে
স্পেনের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিশাল এলাকাজুড়ে দাবানল জ্বলছে। তিন হাজার ৫০০ হেক্টরের বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।
ছবি: Gregorio Marrero/AP Photo/picture alliance
বাসিন্দারাও চেষ্টা করছেন
স্পেনে স্থানীয় মানুষও আগুন নেভানোর চেষ্টা করছেন। নিজেদের ঘরবাড়ি, বনভূমি বাঁচানোর চেষ্টা করছেন তারা।
ছবি: Rodrigo Antunes/REUTERS
পাইলটের মৃত্যু
পর্তুগালে হেলিকপ্টার নিয়ে আগুন নেভাতে গিয়েছিলেন এক পাইলট। কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
ছবি: Rodrigo Antunes/REUTERS
পর্তুগালের অবস্থা
পর্তুগালে ১৫ হাজার হেক্টর বনভূমি পুড়িয়ে দিয়েছে দাবানল। দাবানলের আগুনে দুইজন মারা গেছেন, ১৬০ জনের বেশি আহত। হাজার হাজার মানুষকে ত্রাণশিবিরে নিয়ে আসা হয়েছে।
ছবি: Patricia de Melo Moreira/AFP/Getty Images
ইউরোপের অন্য দেশে
ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, গ্রিসেও দাবানল ছড়িয়েছে। সেখানে দাবানলের মোকাবিলায় সেনা নামানো হয়েছে। উপরের ছবিটি ক্রোয়েশিয়ার।
ছবি: AP Photo/picture alliance
তাপমাত্রা বাড়বে
আবহাওয়া অফিসের দাবি, ইউরোপের দেশগুলিতে তাপমাত্রা আরো বাড়বে এবং তা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছোঁবে। ফলে প্রবল গরম ও দাবানলের মুখে পড়তে হবে ইউরোপের মানুষকে।
ছবি: SDIS 33/AP/picture alliance
14 ছবি1 | 14
অন্ততপক্ষে আটটি গ্রাম থেকে মানুষদের সরানো হয়েছে। তাদের কাছের শহরে তিনটি স্পোর্টস সেন্টারে রাখা হয়েছে।
শুধু উত্তরপূর্বেই নয়, স্পেনের দক্ষিণপূর্বের এলাকাও দাবানলের কবলে পড়েছে। ২০০৬ এর পর থেকে স্পেনে এত ভয়াবহ দাবানল আগে কখনো হয়নি।
ইউরোপীয় আর্থ অবসারভেশন সিস্টেম হিসাব করে দেখেছে, ২০২২-এ দুই লাখ ৬০ হাজার হেক্টরের বেশি বন ও আবাসিক এলাকা দাবানলের কবলে পড়ে ছাই হয়ে গেছে। এই বছর চারশর বেশি দাবানল হয়েছে।
এই বছর সবচেয়ে ভয়াবহ দাবানল হয়েছে এবং হচ্ছে স্পেনে। দাবানলের পাশাপাশি তাপপ্রবাহ চলছে ও খরার মতো পরিস্থিতি দেখা দিয়েছে।
জার্মান সীমান্তে চেক প্রজাতন্ত্রের একটি জাতীয় উদ্যানে দাবানল ছড়িয়ে পড়েছে৷ দুই দেশের দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে৷
ছবি: SDH VELKY SENOV/REUTERS
জাতীয় উদ্যানে আগুন
চেক প্রজাতন্ত্রে জার্মানির সীমান্ত সংলগ্ন এই উদ্যান পর্যটকদের খুব প্রিয়৷ এখানে গত সোমবার লাগা আগুন আশেপাশের অনেক বাড়ি পুড়িয়ে দিয়েছে৷ বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিতে হয়েছে৷
ছবি: DAVID W CERNY/REUTERS
প্রাগ থেকেও...
২০৯ কিলোমিটার দূরে প্রাগ থেকেও এই আগুনের ধোঁয়া গেছে বলে টুইটারে লিখেছে প্রাগ ও আঞ্চলিক দমকল বিভাগ৷
ছবি: SDH VELKY SENOV/REUTERS
শত শত দমকলকর্মী
জার্মানি ও চেক প্রজাতন্ত্রের শত শত দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন৷
ছবি: DAVID W CERNY/REUTERS
সহযোগিতায় প্রতিবেশীরা
শ্লোভাকিয়া, পোল্যান্ড ও ইটালিও বাড়িয়েছে সাহায্যের হাত৷ তারা হেলিকপ্টার ও উড়োজাহাজ দিয়ে সহযোগিতা করেছে৷
ছবি: DAVID W CERNY/REUTERS
আগুনের সূত্রপাত
চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা মঙ্গলবার এলাকা প্রদর্শন করেন৷ তখন দমকল কর্তৃপক্ষ তাকে জানায় যে, একজন পর্যটকের অবহেলার কারণে আগুনের সূত্রপাত হয়৷
ছবি: SDH VELKY SENOV/REUTERS
তাপদাহ
এদিকে, সারা ইউরোপে গেল কয়েকদিন ধরে তাপদাহ বয়ে গেছে৷ কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে৷ গরমে কয়েকশ’ মানুষও মারা গেছেন৷
ছবি: Andrea Comas/AP/picture alliance
6 ছবি1 | 6
এবছর ফ্রান্স, গ্রিস ও পর্তুগালও দাবানলের কবলে পড়েছিল।
ফ্রান্সে এক হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ফ্রান্সেও দেশজুড়ে তাপপ্রবাহ চলেছে। তবে পরে বৃষ্টি হওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।