স্পেনে পর্যটনের ‘দৌরাত্ম্যের' বিরুদ্ধে সোচ্চার জনতা
২২ জুলাই ২০২৪
হাতে কাগজের প্লেন, প্রমোদতরীর কাটআউট৷ এই নিয়েই পর্যটনের বাড়াবাড়ির প্রতিবাদে পথে নামলেন স্পেনের মায়োর্কা শহরের মানুষ৷
বিজ্ঞাপন
রোববার স্পেনের পালমা দে মায়োর্কা শহরের কেন্দ্রে ‘ব্যক্তিগত জেট নয়' ও ‘গণ পর্যটন বন্ধ হোক' এমন দাবি লেখা পোস্টার হাতে দেখা যায় প্রতিবাদকারীদের৷
পর্যটনবিরোধী অ্যাক্টিভিস্টরা এ বছর এমন প্রতিবাদ সংগঠিত করেন বার্সেলোনা, মালাগা ও ক্যানারি দ্বীপসহ স্পেনের বিভিন্ন পর্যটনস্থলে৷ তাদের বক্তব্য, শহরগুলির কেন্দ্রে পর্যটকদের ভিড়ের কারণে বাড়ছে বাসাভাড়া৷ ফলে, স্থানীয়দের জীবনযাপনের খরচ বেড়েই চলেছে৷
রোববারের এই প্রতিবাদে যোগ দেন প্রায় দশ হাজার বিক্ষোভকারী, জানাচ্ছে পুলিশ৷ মিছিলে পা মেলান কয়েকজন পর্যটকও, কিন্তু বাকিরা অনেকেই অস্বস্তি বোধ করছিলেন৷
ইউরোপে পার্টি করার ১০টি আকর্ষণীয় স্থান
আপনি কি পার্টি করতে ভালবাসেন? ইউরোপের কোথায় সবথেকে ভাল পার্টি, আনন্দ, হইচই করা যায়? ছবিঘরে রইল পার্টি করার জন্য ইউরোপের ১০টি আকর্ষণীয় জায়গার কথা৷
ছবি: Eibner Europa/IMAGO
মায়োর্কা, স্পেন
জার্মানসহ এবং ইউরাপোয়ীদের অনেকের কাছেই গ্রীষ্মকালে পার্টি করার জন্য স্পেনের মায়োর্কা একটি অন্তত আকর্ষণীয় জায়গা৷ স্পেনের এই দ্বীপটির সমুদ্র তীরে রয়েছে প্রচুর ক্লাব আর রয়েছে নানা পানীয় আস্বাদনের সুযোগ৷ দিনের বেলায় আপনি শহরের প্লায়া দে পালমা বিচের সমুদ্রে স্নান করতে পারেন। রাত নামতেই এটি পরিণত হয় পার্টি জোনে৷
ছবি: Jens Kalaene/ZB/picture alliance
রিমিনি, ইটালি
সমুদ্রতীরের রিমিনিকে বলা হয় ইটালির মায়োর্কা৷ অর্থাৎ সেখানকার সমুদ্রতীরে আপনি বার, পাবসহ নানা সুযোগ সুবিধা পাবেন৷ সেখানে পার্টি আর সন্ধ্যার পরই শুরু হয়৷ পার্টি করা ছাড়াও আপনি চাইলে সেখানকার মাছের বাজারে ঘুরে আসতে পারেন৷
ছবি: Josi Donelli/ZUMAPRESS.com/picture alliance
পেসভিল, মাল্টা
দ্বীপরাষ্ট্র মালটার সৌন্দর্য সবসময়ই পর্যটকদের আকৃষ্ট করে৷ দেশটির সবচেয়ে বড় পার্ট জোনটি এই ডিস্ট্রিক্টে অবস্থিত৷ দিনের বেলায় দেখতে পাবেন সূর্যালোকে নিচে সমুদ্রের চকচকে জলরাশি৷ তবে মজা শুরু হয় সূর্য ডোবার পর৷ সেখারকার কিছু কিছু ক্লাব এবং ডিস্কোতে আপনি ভোররাত পর্যন্ত পার্টি করতে পারবেন৷
ছবি: Jonathan Borg/Xinhua News Agency/picture alliance
মিকোনোস, গ্রিস
ছুটির সময়ে বিশেষ কিছু করার ইচ্ছা থাকলে আপনি যেতে পারেন গ্রিসের মিকোনোস দ্বীপে৷ বলা হয়ে থাকে, ইউরোপের সবচেয়ে উন্মত্ত পার্টির আয়োজন নাকি সেখানে হয়ে তাকে৷ রেস্তরাঁ, বার আর প্যারাডাউস বিচ আপনাকে দেবে পার্টি করার সত্যিকারের স্বাদ৷
ছবি: Katja Kreder/ imageBROKER/picture alliance
বোদরুম, তুরস্ক
তুরস্কের বদরোম শহর এজিয়ান সাগরের তীরে অবস্থিত৷ শহরটির পার্টি করার সুযোগসুবিধার জনপ্রিয়তা বড় বড় সেলিব্রেটিদের সেখানে নিয়ে যায়৷ বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ক্লাব কাতামারানা৷ এটি মুলত পার্টি বোট যেটি প্রতি রাতে আপনাকে নিয়ে যাত্রা করবে সমুদ্রের দিকে৷
এটি হলো বুলগেরিয়ার একটি সি বিচ৷ সাড়ে তিন কিলোমাটির দীর্ঘ এই সৈকতে সোনালি সূর্যালোকে স্নান করতে পারার সুবিধা থাকায় এর নাম গোল্ডেন স্যান্ড৷ মজার বিষয় হলো আপনি এখানে টানা পার্টি চালিয়ে যেতে পারবেন৷ মিউজিক, হইচই কিছুই আপনাকে থামাতে হবে না৷ আর খরচও নাকি অনেক কম৷
ছবি: George Popescu/EST&OST/imago
মামাইয়া, রোমানিয়া
পূর্ব ইউরোপের দেশ রুমানিয়ার কৃষ্ণ সাগরের সাত কিলোমিটার দীর্ঘ সৈকত ইউরাপে পার্টি করার আরেকটি জনপ্রিয় গন্তব্য৷ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সেখানকার পানশালা এবং ক্লাবগুলো জেগে উঠতে শুরু করে৷
ছবি: Alexander Farnsworth/picture alliance
পাগ, ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়ার পাগ দ্বীপের জ্রেক সৈকত হলো ইউরোাপের দীর্ঘতম পার্টি বিচ৷ সারি সারি বার পাবে বাজতে থাকা উচ্চস্বরের বাজনা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি পার্টি করতে এসেছেন৷ মজার বিষয় হলো, এখানে একেক দিন একেক ধরনের উৎসবের আয়জন করা হয়ে থাকে৷ বছরের একটি নির্দিষ্ট সময়ে চালু থাকা এই বিচটি তাই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়৷
ছবি: Sime Zelic/PIXSELL/picture alliance
সিওফোক, হাঙ্গেরি
হাঙ্গেরির সিওফোকে অবস্থিত লেক বালাটনকে বলা হয় পার্টির করার তীর্থ৷ সেখানকার বিচে রোদে স্নান শেষে সন্ধ্যা নামলেই দলে দলে ক্লাবগুলোতে ভিড় করেন পর্যটকেরা ৷
ছবি: Boglarka Bodnar/AP Photo/picture alliance
ইসগল, অস্ট্রিয়া
অস্ট্রিয়ার এই জায়গাটিতে ভিড় থাকে শীতকালে৷ আর তাই আপনি যদি তুষার এবং শীত পছন্দ করেন তাহলে আপনার জন্য আদর্শ জায়গা এটি৷ বিকেল থেকে শুরু হয় পার্টি৷ কারণ সেসময়েই স্কি শেষে সবাই দল দলে সবাই সেখানে ভিড় করতে তাকে
ছবি: Felix Hörhager/dpa/picture alliance
10 ছবি1 | 10
যতটা গুরুত্বপূর্ণ পর্যটন
রোববারের এর জমায়েতের আযোজন করে ‘মেনিস টুরিসমে, মাস ভিদা' সংস্থাটি, যাদের নামের অর্থ ‘কম পর্যটন, বেশি জীবন'৷ এই সংস্থার তরফে পেরে চোয়ার ফেমেনিয়া বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তারা চান এই দ্বীপে ভিড় কমুক৷
তিনি বলেন, ‘‘গণহারে এমন পর্যটন স্থানীয়দের নিজের এলাকায় জীবনযাপনের খরচ মারাত্মকভাবে বাড়াচ্ছে৷ গ্রীষ্মের সময় পর্যটকরা সমুদ্রসৈকতে ভিড় করেন, ফলে গণপরিবহন ও অন্যান্য পরিষেবাতেও ব্যাঘাত ঘটে৷ আমরা চাই, এমন পর্যটন বন্ধ হোক৷ অনেকেই কয়েক মাস ব্যবহারের জন্য এখানে বাসা কিনে থাকেন৷ যারা স্থানীয় নন, তাদের জন্য নিষিদ্ধ হোক এমন বাসা কেনা৷''
স্পেনের জাতীয় পরিসংখ্যান সংস্থা জানাচ্ছে,কাতালুনিয়ার পর দেশটির এই দিকে সবচেয়ে বেশি ভিড় জমান পর্যটকরা, গত বছর এসেছিলেন প্রায় এক কোটি ৪৪ লাখ পর্যটক৷
স্পেনের পূর্বাঞ্চলের দ্বীপগুলোকে বলা হয় বালিয়ারিক দ্বীপ, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মায়োর্কা৷ এই দ্বীপগুলির পর্যটন থেকে দেশটির জিডিপির মোট ৪৫ শতাংশ আসে, জানাচ্ছে এক্সসেলটুর নামের বাণিজ্য সংস্থা৷
চলতি বছরের প্রথম তিন মাসেই স্পেনে এসেছেন এক কোটি ৬১ লাখ পর্যটক, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি৷
গত বছর ফ্রান্সে বেড়াতে গিয়ে পর্যটকরা খরচ করেন ৬৩ দশমিক ৫ বিলিয়ন ইউরো৷ একই সময়ে স্পেনে পর্যটকরা খরচ করেন ১০৯ বিলিয়ন ইউরো৷