স্পেনে প্রবল বৃষ্টি, চকিত বন্যা, মৃত ৯৫
৩১ অক্টোবর ২০২৪উদ্ধারকারী দলের ধারণা, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তারা এখনো উপদ্রুত এলাকার সব জায়গায় পৌঁছবার চেষ্টা করছেন। অনেক মানুষ সেখানে বিপদের মধ্যে আছেন।
ভ্যালেন্সিয়ায় জরুরি পরিষেবার দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে, এখনো মৃতদেহ উদ্ধার করা হচ্ছে এবং তা চিহ্নিত করার কাজ চলছে।
এছাড়া ক্যাসটিলা-লা-মাঞ্চাতে দুইজন এবং অ্যান্ডালুসিয়াতে একজন মারা গেছেন।
স্পেনের মন্ত্রী অ্যা়্জেল ভিক্টর টরেস সাংবাদিকদের জানিয়েছেন, কতজন নিখোঁজ তা তিনি বলতে পারছেন না। তিনি শুধু বলেছেন, অনেক মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। টরেস বলেছেন, এর থেকেই বোঝা যায়, কত বড় বিপর্যয়কর ঘটনা ঘটেছে।
কী বলছেন আবহাওয়াবিদরা?
বুধবারের প্রবল বৃষ্টি নিয়ে আবহাওয়াবিদদের মত হলো, ভূমধ্যসাগরীয় এলাকায়, বিশেষ করে স্পেনে এটা অস্বাভাবিক ঘটনা নয়।
এটাকে বলা হয় 'লা গোটা ফ্রিয়া' বা 'দ্য কোল্ড ড্রপ'। এর ফলে বেশি উচ্চতায় বিচ্ছিন্নভাবে 'কোল্ড এয়ার পকেট' ঠান্ডা হাওয়ার এলাকা তৈরি হয়। এর সঙ্গে সমুদ্রের উপরে বা তটভূমির উপরের উষ্ণ, আদ্র হাওয়ার সংঘাত হয়। এর ফলে প্রবল বৃষ্টি হয়।
এই সংঘাতকে স্পেনে ডানা(আইসোলেটেড ডিপ্রেশন অ্যাট হাই অল্টিটিউড) বলে। এর ফলে ভয়ংকর ঝড়, প্রবল বৃষ্টি এমনকী চকিত বন্যা হতে পারে।
সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এই ধরনের মরসুমি ঘটনা ঘটতে পারে। বিশেষ করে ভ্যালেন্সিয়া অঞ্চলে এটা ঘটে থাকে।
তবে গত কয়েক বছরে এই ঝড়-বৃষ্টির তীব্রতা বেড়েছে। আবহাওয়া দপ্তর ডানার পূর্বাভাসও দিয়েছিল।
তিনদিনের শোক
বুধবার সন্ধ্যায় সরকার জানিয়েছে, স্পেনে তিনদিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
টরেস বলেছেন, প্রধানমন্ত্রী স্যাঞ্চেজ রাজার সঙ্গে কথা বলেছেন এবং তারপর তাকে এই ঘোষণা করতে বলেছেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ভ্যালেন্সিয়াতে দুর্গত অঞ্চলে যাবেন।
সাহায্য করতে চায় জার্মানি
জার্মানির সরকারি মুখপাত্র জানিয়েছেন, ভয়াবহ বন্যাক্রান্ত স্পেনকে সাহায্য করতে চায় জার্মানি। তিনি বলেছেন, ''আমরা স্পেনের সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগে আছি, আমরা সব ধরনের সাহায্য করতে তৈরি।''
তিনি জানিয়েছেন, জার্মান সরকার ও চ্যান্সেলর শলৎস এই ঘটনায় শোকস্তব্ধ।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)