1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলি শিল্প-সংস্কৃতি

২ আগস্ট ২০১২

সমৃদ্ধ সংস্কৃতির দেশ স্পেন আর্থিক ও অর্থনৈতিক সংকটের জের ধরে সিনেমা-নাটক-ব্যালে’র মতো ক্ষেত্রে ভর্তুকি কমাতে বাধ্য হচ্ছে৷ বিতর্কিত এই সিদ্ধান্তের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷

Filme der 2000er Jahre. Taschen-Verlag 2012. ***Das Pressebild darf nur in Zusammenhang mit einer Berichterstattung über das Buch verwendet werden*** Photo: Miramax Films Caption: Ethan Coen, Joel Coen, No Country for Old Men - Javier Bardem https://www.taschen.com/pages/en/press/press_downloads/product.04430.htm?category_main=new&limit=10&main_page=1
ছবি: Miramax Films

কোষাগারে টান পড়লেই সরকারকে ব্যয় সংকোচ করতে হয়৷ সবার আগে নজর পড়ে ভর্তুকির উপর৷ কৃষক বা শ্রমিকদের চটানো মুশকিল৷ কিন্তু সংস্কৃতির বিকাশের মতো খাতে ব্যয় কমালে জনরোষের আশঙ্কা কম৷

স্পেনেও ঠিক সেরকমটাই ঘটছে৷ দেশের অর্থনীতির বেহাল অবস্থা৷ ব্যাংকিং ক্ষেত্র চরম সংকটে৷ সরকার বাধ্য হয়ে ব্যয় কমিয়ে অসংখ্য অপ্রিয় সংস্কার চালাচ্ছে৷ ফলে চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য – এসব ক্ষেত্রে সরকারি ভর্তুকি, অনুদান বা পৃষ্ঠপোষকতা হয় বন্ধ করা অথবা কমিয়ে দেওয়া হচ্ছে৷

শিল্পীরা এই সব পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছেন৷ অস্কার জয়ী জনপ্রিয় অভিনেতা খাবিয়ের বার্দেম এই বিক্ষোভে অংশ নিয়ে বলেন, ‘‘এরা দেশের সাংস্কৃতিক কার্যকলাপ ধ্বংস করে দিচ্ছে৷ এই দেশের সংস্কৃতি সীমানা পেরিয়ে গোটা বিশ্বে সমাদর পায়৷ এরা এখন স্পেনের সংস্কৃতি ক্ষেত্রকে অনেক সঙ্কুচিত করে ফেলছে৷''

ছবি: Reuters

তবে প্রশ্ন হলো, অর্থ কম থাকলে সেই সীমিত অর্থ কোন খাতে ব্যয় করা উচিত৷ গত কয়েক মাস ধরে যেখানে স্কুল ও হাসপাতালে সরকারি অনুদান কমে যাচ্ছে, সেখানে সিনেমা-নাটক-ব্যালে'র জন্য অর্থের যোগান দেওয়া বেশ স্পর্শকাতর বিষয়৷

তার উপর ১লা সেপ্টেম্বর থেকে পণ্য ও পরিষেবার উপর ‘ভ্যাট' বা বিক্রয় কর বেড়ে যাচ্ছে৷ ফলে মানুষের পকেটে আরও টান পড়বে৷ তখন তারাও টিকিট কেটে কোনো সিনেমা-থিয়েটার বা সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবার আগে দু'বার ভেবে দেখবে৷ বিশেষ করে চরম বেকারত্বের সময় সমাজে খাদ্য ও বাসস্থান নিয়ে অনেকের এত দুশ্চিন্তা দেখা দিয়েছে, যে অন্য দিকে মনোযোগ দেওয়া কঠিন৷

কিন্তু দেশটার নাম স্পেন৷ সাম্প্রতিক ইতিহাসের দিকে ফিরে তাকালে সংস্কৃতি জগতের প্রতি রাষ্ট্রের রোষের অনেক দৃষ্টান্ত পাওয়া যাবে৷ ১৯৩৬ সালের গৃহযুদ্ধ থেকে শুরু জেনারেল ফ্রাংকো'র স্বৈরাচারী শাসনের আমলে অনেক শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মীকে কঠিন সময়ের মুখে পড়তে হয়েছে, অনেককে নির্বাসনে চলে যেতে হয়েছে৷ যদিও সেদিনের পরিস্থিতির সঙ্গে আজকের গণতান্ত্রিক স্পেনের কোনো তুলনা চলে না, তা সত্ত্বেও একটা কালো ছায়া থেকেই যায়৷

এসবি / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ