স্পেনের রাজধানী মাদ্রিদে অভিনব বিক্ষোভ। মাস্ক পরার বিরুদ্ধে। করোনার দ্বিতীয় ঢেউ আসার পরই একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
বিজ্ঞাপন
বাধ্যতামূলকভাবে মাস্ক পরার প্রতিবাদে পথে নামলেন মাদ্রিদের মানুষ। রোববার তাঁরা মাদ্রিদের সিটি সেন্টারে সমবেত হয়ে এই প্রতিবাদ জানান। লোকেদের হাতে ছিল প্ল্যাকার্ড। মুখে স্লোগান। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁদের অনেকেই অবশ্য মাস্ক পরেছিলেন। কিছু মানুষ মাস্ক পরেননি।
গত মে মাসে প্রথম মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। যাঁরা সরকারি যানবাহনে চড়বেন, তাঁদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। প্রথমে মাদ্রিদে চালু হলেও পরে তা সারা দেশের জন্য বাধ্যতামূলক করা হয়।
দুই দিন আগে করোনা সামলাতে আবার একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তার মধ্যে রাস্তা বা জনস্থানে ধূমপানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত জুনে স্পেনে তিনমাস পর লকডাউন তুলে নেয়া হয়েছে। সেখানে করোনায় মারা গেছেন ২৮ হাজার ৬০০ জন। তারপর আবার করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই সরকার নতুন করে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এরপরই প্রতিবাদ হলো।
মাস্ক, গ্লাভস, পিপিইর বর্জ্য যেখানে-সেখানে
ব্যবহারের পর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো মানুষ ফেলছেন রাস্তাঘাটে, বাড়ির আশেপাশে৷ পিপিই পড়ে থাকছে যেখানে-সেখানে৷ ঢাকা বিভিন্ন জায়গার এমন কিছু চিত্র দেখুন ছবিঘরে৷
ছবি: DW/S. Hossain
হাসপাতালের বর্জ্য
নিয়ম অনুযায়ী এসব বর্জ্য জীবাণুমুক্ত করে তারপর সুরক্ষা ব্যাগে ভরে রাখার কথা৷ কিন্তু ফেলে রাখা হয়েছে হাসপাতালের চত্বরে৷ ছবিটি ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে তোলা৷
ছবি: DW/S. Hossain
খোলা জায়গায় ব্যবহৃত মাস্ক
অনেক অসচেতন ব্যক্তি ব্যবহৃত মাস্ক ও গ্লাভস যেখানে-সেখানে ফেলে আরেক ঝুঁকি তৈরি করছেন৷ এই ছবিটি তোলা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে থেকে৷
ছবি: DW/S. Hossain
ময়লা-আবর্জনায় গ্লাভস
ব্যবহারের পর পরিত্যক্ত জিনিসপত্রের মধ্যে ফেলে দেয়া হয়েছে গ্লাভস৷
ছবি: DW/S. Hossain
ঝুলছে বাড়ির ফটকে
শুধু রাস্তা বা ফুটপাত নয়, ব্যবহারের পর ফেলে দেয়া মাস্ক, হ্যান্ড গ্লাভসের আধিক্য দেখা গেছে পয়ঃনিষ্কাশন খাল, দুই বাড়ির মাঝখানের খালি জায়গা, রাস্তার পাশের খালি জমি, বাড়ির গেটসহ বিভিন্ন স্থানে৷ এই ছবিটি মোহাম্মদপুরের একটি বাড়ির ফটকের৷
ছবি: DW/S. Hossain
আবর্জনায় সুরক্ষা সামগ্রী
ব্যবহৃত মাস্ক-গ্লাভস-পিপিই অন্যান্য আবর্জনার সঙ্গে মিলেমিশে একাকার৷ ধানমন্ডিতে একটি ফুটপাতের পাশ থেকে এই ছবিটি তোলা৷
ছবি: DW/S. Hossain
ঘরের আঙিনায়
ব্যবহৃত মাস্ক-গ্লাভস-পিপিই অনেকে বাসাবাড়ির সামনেই ফেলছেন৷ এই ছবিটি তোলা মোহাম্মদপুর বিহারি ক্যাম্প থেকে৷
ছবি: DW/S. Hossain
সবুজেও হানা
ঢাকার একটি রাস্তার সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধক প্রকল্পে গ্লাভসটি পড়ে আছে৷
ছবি: DW/S. Hossain
হাসপাতালের বাইরে
হাসপাতালগুলোর বাইরে রোগী বা তাদের স্বজনরা ইচ্ছেমতো সুরক্ষা সামগ্রীগুলো ফেলছেন৷ সেগুলো ঠিকমতো পরিষ্কারও করা হচ্ছে না৷ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে থেকে এই ছবিটি তোলা৷
ছবি: DW/S. Hossain
স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি
প্লাস্টিকের তৈরি এসব সুরক্ষা সামগ্রী পরিবেশের যেমন ক্ষতি করছে তেমনি ভাইরাস সংক্রমণেও সহযোগী হতে পারে৷ মোহাম্মদপুরের কলেজগেটে একটি চায়ের দোকানের সামনে পড়ে আছে একজোড়া গ্লাভস৷
ছবি: DW/S. Hossain
ফুটপাতে পিপিই
ধানমন্ডির ২৭ নম্বরে একটি রাস্তার পাশে অন্য আবর্জনার সঙ্গে পড়ে আছে পিপিই৷
ছবি: DW/S. Hossain
সিটি কর্পোরেশনের উদ্যোগ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মঙ্গলবার বলেছেন, গৃহস্থালির সঙ্গে সংক্রামক বর্জ্য মেশালে সিটি কর্পোরেশন ময়লা সংগ্রহ করবে না৷ সংক্রামক বর্জ্য পৃথকভাবে রাখার জন্য ডিএনসিসি বাসাবাড়িতে তিন লাখ ব্যাগ বিতরণ করবে বলেও জানান তিনি৷
ছবি: DW/S. Hossain
11 ছবি1 | 11
স্পেনে ডিস্কো বন্ধ করে দেয়া হয়েছে। রেস্তোরাঁ ও বার রাত একটার মধ্যে বন্ধ করে দিতে হবে। বারোটার পর সেখানে কাউকে ঢুকতে দেয়া হবে না। সব এলাকার জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। বৃদ্ধাবাসেও বেশি লোক যেতে পারবেন না।
ইটালিও সোমবার থেকে ডিস্কো ও ক্লাব বন্ধ করে দিচ্ছে। পাব ও বারে বা তার আশেপাশে যাঁরা যাবেন, তাঁদের মাস্ক পরতেই হবে।
ফ্রান্সেও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। শ্রমমন্ত্রী জানিয়েছেন, তাঁরা আর কোনোভাবেই লকডাউন জারি করতে চান না। ফ্রান্সে গরমের ছুটিতে লোকেরা দেশজুড়ে ঘুরে বেড়াচ্ছেন, বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, পারিবারিক অনুষ্ঠানে মিলিত হচ্ছেন। তাই করোনার প্রকোপ বাড়ছে বলে মনে করা হচ্ছে। ফ্রান্সে দুই সপ্তাহ পরে স্কুল খোলার কথা।
জার্মানির বাভারিয়াতে করোনা ছড়িয়েছে বিদেশ থেকে আসা লোকেদের মাধ্যমে। বিদেশ থেকে ৪৪ হাজার পর্যটক এসেছেন। তাঁদের মধ্যে ৯০৩ জনের করোনা ধরা পড়েছে। জার্মানিতেও করোনার দ্বিতীয় ঢেউ এসেছে।