1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেন, ইটালি কোয়ার্টার ফাইনালে পৌঁছাল, তবে ঘাম ছুটিয়ে

১৯ জুন ২০১২

স্পেনের খেলোয়াড়রা ফুটবলের রাজপুত্তুর৷ সোমবার ক্রোয়াটদের সঙ্গে গলির ফুটবলে তাদের অস্বস্তিতে পড়তে হয়৷ অন্যদিকে ইটালীয়রা যে ফুটবল খেলতে জানে, টুর্নামেন্টেই তার আসল আন্দাজ পাওয়া যায়৷

ছবি: AP

বলতে কি, ইউরো ২০১২'তে ইটালির দল এ পর্যন্ত ম্যাচ থেকে ম্যাচ চমক দিয়ে চলেছে৷ তাদের খেলায় এ রকম বাঁধুনি ও নমনীয়তা, ক্যাপ্টেন পির্লো'র পরিচালনায় অচঞ্চল ডিফেন্স কিংবা ফরোয়ার্ডে সুযোগসন্ধানী আগ্রাসন, এ সব অনায়াসেই আরো একটি ইউরো খেতাবের অগ্রদূত হতে পারে৷

পোজনান'এ ২-০ গোলে আয়ারল্যান্ডকে হারায় ইটালি৷ কাসানো'র প্রথম গোলটিতে চমক থাক আর নাই থাক, মারিও বার্লোতেল্লি'র দ্বিতীয় গোলটি ছিল একটি নয়ানাভিরাম ভলি, পড়ে যাওয়ার মুখে, বিপক্ষের ডিফেন্ডার যখন তার জার্সি ধরে টানাটানি করছে৷

কিন্তু বার্লোতেল্লির গোলটিকে যদি সব সত্ত্বেও ‘প্লেয়িং টু দ্য গ্যালারি' বলে ধরে নেওয়া যায়, ইটালির কোচ সেজারে প্রান্দেলি কিন্তু খেলার পর কিছু সহজ এবং অতি সত্য কথা বলেছেন৷ যেমন, ‘‘আমি চেয়েছিলাম এমন একটি দল গড়তে, যারা ফুটবল খেলতে জানে৷''

প্রান্দেলি'র বক্তব্য: ‘‘যে সব টিম ফুটবল খেলতে জানে, তারা টুর্নামেন্টে বহুদূর এগোতে পারে৷ শুধু ফলাফলের জন্য খেলে ততো দূর এগোনো যায় না৷'' প্রথম দু'টি খেলায় প্রান্দেলি তার ডিফেন্সকে রেখেছিলেন তিনজনের৷ সোমবারের খেলায় সেটা বদলে চারজনের করাটাও তাঁর এবং দলের পক্ষে কম কৃতিত্বের কথা নয়৷

নাভাস’এর সেই গোলটা...ছবি: AP

টিকিটাকার ইতিকথা

ইটালি গ্রুপ ‘সি' থেকে রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালে যাচ্ছে৷ কিন্তু গ্রুপ বিজয়ী হয়েছে স্পেন৷ হালের বিশ্ব তথা ইউরোপীয় চ্যাম্পিয়নকে কিন্তু ক্রোয়েশিয়াকে হারাতে রীতিমতো বেগ পেতে হয়েছে৷ বেগটা এই কারণে নয় যে, স্পেনের দক্ষতা কিংবা ক্ষমতার কোনো তারতম্য ঘটেছে৷ সেই শর্ট পাসের ‘টিকিটাকা' খেলা: প্রতিপক্ষকে ছোট ছোট পাসের জালে জড়িয়ে মন্ত্রমুগ্ধ করে রেখে হঠাৎ ছোবল মারা৷

সোমবারও তার কোনো ব্যতিক্রম ঘটেনি৷ খেলার প্রথম পঁচিশ মিনিটে ক্রোয়েশিয়া ক'বার বল পায়ে পেয়েছে, তা বলা শক্ত৷ কিন্তু স্পেনের এ দিন বিপক্ষের গোলের কাছে পৌঁছতে, বিশ-পঁচিশ-পঞ্চাশটা শর্ট পাসের পর শেষ মোক্ষম পাসটি দিতে, গোলের কাছে গিয়ে ফিনিশিং করতে, সর্বত্রই বেগ পেতে হয়েছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে৷ এমনকি যে ডিফেন্সে তাদের ক্কচিৎ-কদাচিৎ কোনো ভুল হয়, সেখানেও যেন তাদের অমনোযোগী হতে দেখা গেছে৷ এ কথা বলেছেন স্পেনের স্বল্পভাষী কোচ ভিন্সেন্তে দেল বস্কে স্বয়ং৷

বলতে কি, স্পেনের গোলে তাদের ‘সন্ত ইকার' অর্থাৎ ইকার কাসিয়াস না থাকলে, স্পেনের যাত্রা হয়তো এবার ডানজিগেই শেষ হতে পারতো৷ যেমন, এক ঘণ্টা খেলার মাথায় ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিটিচ'এর ক্লোজ রেঞ্জে করা হেডটা ধরার মতো ক্ষিপ্রতা এবং ক্ষমতা শুধু কাসিয়াসের মতো ক্ষণজন্মা গোলকি'দেরই থাকে৷ সেকথা মুক্তকণ্ঠে স্বীকার করেছেন ক্রোয়াটদের কোচ স্লাভেন বিলিচ নিজেই৷

ফ্যানেদের উল্লাস...ছবি: Reuters

অবশ্য সন্ত ইকারও জানেন, খেলা গড়তে হলে, পরিচালনা করতে হলে, চূড়ান্ত পাসটি দিতে হলে মিডফিল্ডে সাভি এবং ইনিয়েস্তা নামধারী আর দুই সন্তের থাকাটা প্রয়োজন৷ যেমন, ৮৮ মিনিটের মাথায় কাঁধে করে বল রিসিভ করে জিসাস নাভাস'এর দিকে বলটা ঠেলে দিলেন ইনিয়েস্তা, গোল করার জন্য৷ বলা চলে, স্পেনের খেলার অর্ধেকটা চলে ইনিয়েস্তার মাথায়, ফিনিশিংটা হয় মাঠে৷

তা সত্ত্বেও ক্রোয়েশিয়ার কোচ বিলিচ বলেছেন, তিনি স্পেনকে ইউরো খেতাব জেতার বিরাট ফেবারিট বলে মনে করেন না৷ অন্য কয়েকটি দলের আরো বেশি পেস অর্থাৎ গতি আছে বলে তিনি মনে করেন, যেমন অন্য কয়েকটি দল মাঠে নামলে আরো আগ্রাসী হয়৷ এবং স্পেনের যে ফিনিশিং অর্থাৎ গোল করা নিয়ে একটা সমস্যা থেকে যাচ্ছে, সেটাও সকলের কাছেই স্পষ্ট: সামনে একা ফের্নান্দো টরেস বিশেষ কার্যকরি হতে পারছে না৷ বিকল্প বলতে ফাব্রেগাস, কিন্তু তাঁর সাথেও সিলভা কিংবা নাভাস'এর মতো কারোকে রাখা দরকার৷ কোচ দেল বস্কে সম্ভবত এই ব্যাপারটা নিয়েই বিনিদ্র রজনী যাপন করছেন৷

এএসসি / ডিজি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ