1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেন ডুবে আছে আনন্দ সাগরে

১২ জুলাই ২০১০

আনন্দের এই সময়ে চাম্পিয়ন দলের বহনকারী বিমানটি মাদ্রিদ পৌঁছেই পেয়েছে বিশাল সম্বর্ধনা৷ হাজার হাজার জনতা নেচে গেয়ে তাদের ফুটবল বীরদের গ্রহণ করেছে৷

ছবি: AP

জয় শব্দটির মধ্যে সব সময়ই একটা আনন্দের ব্যাপার আছে৷ আর তা যদি হয় বিশ্বকাপ জয়ের আনন্দ, তাহলে তো আর কথাই নেই৷ স্পেন ভাসছে সেই আনন্দ সাগরে! রবিবার রাতে বিজয়ের পর স্পেন জুড়ে চলছে আনন্দ বন্যা৷ হাজার হাজার মানুষ নেচে গেয়ে প্রকাশ করছে প্রথমবারের মত বিশ্বকাপ জয়ের আনন্দ৷ উল্লাস.. উৎসব চারিদিকে৷ প্রায় সকলের পরনে নানা রঙের নানা ঢঙের পোশাক৷ প্রায় সকলের চেহারায় লাল আর সোনালি রঙের আঁকিবুঁকি৷

নিজের দেশের খেলা যখন হলো তখন স্পেনের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে জড়ো হয়েছিলেন শহরের কেন্দ্রস্থলের এক পার্কে৷ এখানে লাগানো হয়েছিল বিশাল এক টিভি পর্দা৷ কত লোক এক সঙ্গে এখানে খেলা দেখেছেন? উত্তরে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, দেড় লাখ৷

ছবি: AP

এখানেই উপস্থিত আঠারো বছর বয়স্ক রাউল৷ আনন্দে উদ্বেলিত রাউলের মন্তব্য, ২০০৮ সালে ইউরোপীয় চ্যাম্পিয়ন হবার পর এই বিজয় আমাদের কাম্য ছিলো৷ আমরা খুব খুশি, খুব সুখী, আমরা আনন্দিত৷ কেউ কেউ অক্টোপাস পল-কে ভালোবাসা জানিয়েছেন!

উৎসবে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে রাজধানী মাদ্রিদে মোতায়েন রয়েছে ২০ হাজার পুলিশ৷ তাদের সঙ্গে আছে মেডিকেল এবং ফায়ারব্রিগেড দল৷

এদিকে, প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জেতায় স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো এটিকে 'অসাধারণ' এবং 'ঐতিহাসিক' বলে আখ্যায়িত করেছে৷

দেশটির শীর্ষ দৈনিক এল পাইস প্রথম পাতায় প্রধান শিরোনাম দিয়েছে 'চ্যাম্পিয়ন্স অব দ্য ওয়ার্ল্ড '৷ সেখানে সতীর্থ বেষ্টিত হয়ে গোলরক্ষক ইকার কাসিয়াসের মাথার ওপর বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার একটি ছবিও ছাপা হয়েছে৷ লেখা হয়েছে, আমাদের স্বপ্ন পূরণ হলো৷

দৈনিক এল মুন্ডোর শিরোনাম 'স্পেন স্পেন এবং স্পেন....এখান থেকেই শুরু৷'

অন্যদিকে, ফাইনালে চাম্পিয়ন হবে এই আশায় ডাচদের সব রকমের প্রস্তুতি ছিল৷ কিন্তু ১ গোলে হেরে যাওয়ায় সব ভেস্তে গেলো৷ নেদারল্যান্ডসের শহরগুলো যেন এখন শোকে পাথর৷ ১৯৭৪ ও ১৯৭৮ সালের পর এবারো শিরোপা হাতছাড়াই থেকে গেলো৷ উৎসবের জন্য তারাও রঙিন পোশাক পরেছিলেন৷ পরেছিলেন কমলা রঙের জার্সি৷ কিন্তু ওলন্দাজদের সেই আশায় গুড়ে বালি৷ ফাইনালের শেষ বাঁশি বাজতেই রাজধানীর মিউজিয়াম স্কয়ারের সামনে বড় পর্দায় খেলা দেখে লক্ষাধিক মানুষ দু:খ বুকে নিয়ে ফিরে গেছেন বাড়িতে৷

প্রতিবেদন' সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল- ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ