1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেন পুলিশের জালে দক্ষিণ আমেরিকার নারী পাচার চক্র

২৪ ফেব্রুয়ারি ২০২৫

৪৮ জন নারীকে উদ্ধার করে পুলিশ। এরা মূলত কলম্বিয়া এবং ভেনেজুয়েলা থেকে পাচার হয়ে এসেছেন।

স্পেন পুলিশের হাতে আটক দক্ষিণ অ্যামেরিকার নারীপাচার চক্র
স্পেনের পুলিশছবি: Richard Zubelzu/ZUMA/picture alliance

রোববার স্পেনের আলিকান্টি শহর থেকে নারী পাচারকারীদের একটি দল ধরা পরেছে। তিনটি ব্রথেল-সহ প্রায় আটটি জায়গায় হানা চালিয়ে ৪৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ৪৮ জন নারীকে উদ্ধার করে তারা। উদ্ধার হওয়া নারীরা মূলত কলম্বিয়া এবং ভেনেজুয়েলা থেকে পাচার হয়ে এসেছেন।

পুলিশ জানিয়েছে, "এই পাচারচক্রের শিকার মূলত দক্ষিণ আমেরিকার নারীরা। চাকরির লোভ দেখিয়ে তাদের এদেশে আনা হয়।"

চাকরির লোভ দেখিয়ে পাচার 

এই অপরাধচক্রের মূল চক্রী একজন স্প্যানিশ এবং তার সঙ্গী দুজন কলম্বিয়ার নারী। গত এক বছরে তারা প্রায় ১০০০ নারী পাচার করেছেন বলে অনুমান করা হচ্ছে। তাদেরকে ক্লিনিং এবং প্রসাধনী জগতে কাজ দেওয়ার কথা বলে "স্থানীয় ক্লাবে বিক্রি করা হয়। সেখানে তারা যৌন শোষণের শিকার হন" বলে আরো জানিয়েছে পুলিশ।

এর পরে তারা যৌনকর্মীতে রূপান্তরিত হন। স্থানীয় হস্টেল বা আবাসনের আড়ালে যৌনপল্লিতে তাদের স্থান হয়।

বন্দি জীবন

পুলিশ আরো জানিয়েছে যে এই নারীদের রীতিমতো বন্দি জীবন কাটাতে হত। প্রায় ২৪ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হতো। সারাদিন সিসিটিভির নজরবন্দিতে কাটাতে হতো এবং প্রতিদিন দুঘণ্টার বেশি বাইরে যাওয়ার অধিকার ছিল না। 

রোববার মূলত আলিকান্টি এবং মুরশিয়াতে তল্লাশি অভিযান চালায় পুলিশ।

তল্লাশিতে উদ্ধার অস্ত্র, অর্থ

পুলিশ জানায় তারা তিনটি স্ট্রিপ ক্লাব এবং ১৭টি বাড়িতে তালা ঝুলিয়েছে। এছাড়াও এই তল্লাশি অভিযানে অস্ত্র উদ্ধার করে তারা। প্রায় সাড়ে নয় লক্ষ ইউরোর ব্যাংক আকাউন্ট সিজ-সহ প্রায় দেড় লাখ ইউরো উদ্ধার করে পুলিশ।

যারা ধরা পরেছেন তাদের মধ্যে ছজনকে আদালতে তোলা হবে। বাকিরা জামিন পেয়েছেন। এদের মধ্যে ট্যাক্সি ড্রাইভার এবং ম্যানেজাররাও আছেন।

পুলিশ জানায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি পুলিশের নারীপাচার হটলাইনে ফোন করেন। তার দেওয়া খবরেই তল্লাশি শুরু হয় এবং এই আন্তর্জাতিক পাচার চক্র ধরা পরে।

পুলিশ আরো জানায় গত বছর তারা আট হাজারেরও বেশি অভিযোগ পায়। তাদের মধ্যে হাজারের কাছাকাছি অভিযোগের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যও পায় তারা।

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ