1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেস স্টেশন গড়ার লক্ষ্যে এগিয়ে গেল চীন

৩ নভেম্বর ২০১১

দুই মহাকাশযানের সফল ‘ডকিং' করে মহাকাশ কর্মসূচির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল চীন৷ ২০২০ সাল নাগাদ নিজস্ব স্পেস স্টেশন গড়তে সেদেশ বদ্ধপরিকর৷

ডকিং’এর আগে দুই মহাকাশযান অনেকটা এভাবেই এগিয়ে চলেছিলছবি: picture-alliance/dpa

রেল স্টেশনে যেমন ট্রেনের যাতায়াত নিশ্চিত করতে লাইন ও প্ল্যাটফর্ম ঠিকমতো তৈরি করতে হয়, মহাকাশ স্টেশনেও মহাকাশযানের ‘ডকিং' ব্যবস্থা নিখুঁত হতে হবে৷ তা না হলে মহাশূন্যে দ্রুত গতিতে ছুটতে থাকা স্টেশন ও যান – দুইয়েরই মারাত্মক ক্ষতি হতে পারে৷ তারই মহড়া হিসেবে চীন বৃহস্পতিবার দুটি মহাকাশযানের ‘ডকিং'এর সফল পরীক্ষা চালালো৷ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৪০ কিলোমিটার উপরে শেনজু ৮ ও তিয়ানগং ১ পরস্পরের সঙ্গে যুক্ত হলো৷ এদের এক একটির ওজন প্রায় ৮ টন৷ টেলিভিশনের পর্দায় এই ঐতিহাসিক সাফল্যের সরাসরি সম্প্রচার দেখতে পেলেন চীনের মানুষ৷ সেদেশের মহাকাশ কর্মসূচির এক মুখপাত্র এই সাফল্য সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে মনে করিয়ে দেন, যে এই ‘ডকিং' প্রক্রিয়ার সব উপকরণ ও মহাকাশযানের প্রায় ৬০০ যন্ত্রপাতি চীনেই তৈরি৷

শেনজু ৮ মহাকাশযানের উৎক্ষেপণের দৃশ্যছবি: picture-alliance/dpa

তবে একটি মাত্র পরীক্ষায় সাফল্য এত বড় প্রকল্পের জন্য যথেষ্ট নয়৷ তাই ২০১২ সালে ‘ডকিং' প্রক্রিয়ার আরও দুটি মহড়া চালানো হবে৷ শেনজু ৮ ও তিয়ানগং ১ মানববিহীন মহাকাশযান৷ এর পরের মহড়ায় দু'টির মধ্যে একটি মহাকাশযানে ‘তাইকোনট' বা মহাকাশচারী থাকবেন বলে শোনা যাচ্ছে৷ এভাবে ধাপে ধাপে এগিয়ে ২০২০ সাল নাগাদ স্পেস স্টেশন পুরোদমে চালু করতে চায় চীন৷ তবে সেই সাফল্য চীন একাই ভোগ করতে চায় না৷ অন্য দেশের মহাকাশচারীদেরও আতিথেয়তা দেখাতে চায় সেদেশ৷ অর্থাৎ বর্তমান আন্তর্জাতিক স্টেশনের মতো চীনের স্টেশনেও বিভিন্ন দেশ নানাভাবে অংশ নিতে পারবে বলে রাষ্ট্রীয় শিনহুয়া সংবাদ সংস্থা ইঙ্গিত দিয়েছে৷

এমন একটা সময় চীন মহাকাশ কর্মসূচিকে শক্তিশালী করে তুলছে, যখন দুই মহাকাশ পরাশক্তি রাশিয়া ও অ্যামেরিকার সময়টা ভালো যাচ্ছে না৷ বিকল্প ছাড়াই স্পেস শাটল কর্মসূচি শেষ হওয়ার পর মার্কিন মহাকাশ কর্মসূচি বড় সংকটের মুখে পড়েছে৷ তার উপর রয়েছে অর্থাভাবের খাঁড়া৷ আপাতত রাশিয়ার সৌইয়ুজ মহাকাশযানই ভরসা৷ কিন্তু সম্প্রতি একটি দুর্ঘটনার পর সেদেশও কিছুটা দুশ্চিন্তায় পড়েছে৷ তবে উচ্চাকাঙ্খা সত্ত্বেও চীন এখনো সেই শূ্ণ্যস্থান পূরণ করার মতো ক্ষমতা অর্জন করতে পারে নি৷ দ্রুত সেই ঘাটতি পূরণ করতে আগামী ১০ বছরে ‘তাইকোনট' সহ ২০টি মহাকাশ অভিযানের পরিকল্পনা নিয়েছে সেদেশ৷ ২০০৩ সালে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মহাকাশে মানুষ পাঠানোর মধ্য দিয়ে সেই যাত্রা শুরু হয়ে গেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ