স্প্যানিস গ্রঁ পি'তেও শেষ হাসি হাসলেন ফেটেল
২৩ মে ২০১১দলটার নাম রেড বুল৷ যার নেতৃত্বে সেবাস্টিয়ান ফেটেল৷ ফেটেল'এর গাড়ি স্পেনের ঐ রেসে শেষ পর্যন্ত যে দৌড়টা দৌড়েছে তা তাজ্জব করার মতই৷ শেষটা এসেছে যাকে ‘ফরমুলা ওয়ান'এর পরিভাষায় বলে ফর্মেশন ফিনিশ-এর মাধ্যমে৷ গত পাঁচটা রেসের মধ্যে চারটাতেই জয়ী ফেটেল৷ রবিবারও এই ২৩ বছর বয়সি এই বিশ্ব চাম্পিয়ন প্রথম৷
এদিন দ্বিতীয় স্থানে ছিল ম্যাকলারেন টিম'এর লুইস হ্যামিল্টন৷ ফেটেল'এর থেকে মাত্র ০.৬ সেকেন্ড পিছনে ছিলেন তিনি৷ ফেটেল'এর কথায়, ‘‘ওহ্, ব্যাপারটা ছিল অবিশ্বাস্য৷ হ্যামিল্টন আসছে, আরো কাছে আসছে৷ আর আমরা দু'জনেই মরিয়া হয়ে দৌড়াচ্ছি৷ সর্ব শক্তি দিয়ে৷ বন্ বন্ করে ঘুরছে চাকা৷ একেবারে পাগলের মতো৷ তাই এমন একটা দৌড়কে যাঁরা ‘একঘেয়ে' বলছেন – তাঁদের আমার আর কিছু বলার নেই৷''
রেসে স্প্যানিস ‘হার্ট থ্রব' আলোন্সো শেষ পর্যন্ত বিশেষ কোনো সুবিধে করতে পারেন নি৷ ফেটেল, হ্যামিল্টন, বাটো, ওয়েবার'এর পর তিনি এসেছেন পঞ্চম স্থানে৷ অর্থাৎ, প্রথম চারটি স্থানই রেড বুল আর মারসেডিস'এর৷ তাই ফেটেল'কে এবারও ফেরারির ধোঁয়া দেখতে হয়নি৷ তাঁর সামনে একবারের জন্যও এগিয়ে যেতে পারেন নি ফেরারি'র আলোন্সো৷
প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক