পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের পর সরকার মনে করছে তাদের জনপ্রিয়তা কমেছে৷ উন্নয়ন ও জনস্বার্থমূলক কাজগুলো চাপা পড়ে যাচ্ছে নানা করণে৷ তাই তারা আগামী নির্বাচনের আগে এই পরিস্থিতির উন্নতি ঘটাতে চায়৷ তবে সমস্যা অন্য জায়গায়৷
বিজ্ঞাপন
দু'দিন আগে বেলারুশ খেকে ফিরে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় কার্যক্রম নিয়ে সক্রিয় হয়ে উঠেছেন৷ গাজিপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সময় তিনি দেশের বাইরে ছিলেন৷ বিদেশে বসেই তিনি পরাজয়ের খবর পান৷ এর আগে চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ে আশাহত হলেও খুব বেশি গুরুত্ব দেয়নি শাসক দল৷ কিন্তু গাজিপুরে পরাজয় তাদের ভাবিয়ে তুলেছে৷
বিএনপির নির্বাচনী প্রচারণা
ছবি: Mustafiz Mamun
ধানের শীষ
নারায়ণগঞ্জের জিমখানা মাঠে চার দলীয় জোটের নির্বাচনী সভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াদলের নির্বাচনী প্রতীক 'ধানের শীষ' হাতে তুলে ধরেন৷
ছবি: Mustafiz Mamun
পিন্টু
ঢাকা-৭ আসনে চার দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দীন আহমেদ পিন্টু ঢাকার লালবাগে নির্বাচনী জনসংযোগ করেন৷
ছবি: Mustafiz Mamun
ধানের শীষ
নারায়ণগঞ্জের জিমখানা মাঠে চার দলীয় জোটের নির্বাচনী সভায় উপস্থিত কর্মীরা দলের নির্বাচনী প্রতীক 'ধানের শীষ' হাতে তুলে ধরে৷
ছবি: Mustafiz Mamun
খোকা
ঢাকা-৬ আসনে চার দলীয় জোটের প্রার্থী সাদেক হোসেন খোকা ঢাকার ওয়ারীতে নির্বাচনী জনসংযোগ করেন৷
ছবি: Mustafiz Mamun
খালেদা জিয়া
২০০১ সালের নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করে ২১৭টি আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি৷ প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া৷ ৫ বছর দেশ শাসনের পর ২০০৬ সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেন৷ আসন্ন নির্বাচনে চারদলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া৷
ছবি: Mustafiz Mamun
5 ছবি1 | 5
তাই প্রধানমন্ত্রী দেশে ফিরেই দলের নীতি-নির্ধারকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন৷ সেইসব বৈঠকের ফল হিসেবে শেখ হাসিনা একটি বিবৃতিও দিয়েছেন৷ বিবৃতিতে তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন৷ বলেছেন সকল ভেদাভেদ ভুলে দলের জন্য কাজ করতে৷ জানা গেছে, বৈঠকে স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে দলের মধ্যে সমন্বয়হীনতা এবং কিছু নেতার ব্যক্তিগত উচ্চাভিলাষ দলকে ক্ষতিগ্রস্ত করেছে বলে আলোচনা হয়েছে৷ এছাড়া বেশ কিছু জাতীয় ইস্যুকে কেন্দ্র করে নেতিবাচক প্রচারণার জবাব দিতে আওয়ামী লীগ এবং সরকারের লোকজন ব্যর্থ হয়েছে৷
সে কারণেই এসব দূর করে নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমাতে চায় সরকার৷ একই সঙ্গে নির্বাচনের আগে তারা জনপ্রিয় কিছু কাজ করতেও আগ্রহী৷ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাম্পাদক মাহবুবুল আলম হানিফ ডয়চে ভেলেকে বলেন, আওয়ামী লীগ অবশ্যই আত্মসমালোচনা করছে৷ ভুল-ত্রুটি সংশোধন করে জনগণের এই দল অবশ্যই জনগণের পাশে থাকবে৷ আরেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, যাদের জন্য সরকারের এই অবস্থা তাদের অবশ্যই সরে যেতে হবে৷ তাদের নিয়ে আওয়ামী লীগ জনগণের কাছে যাবে না৷
আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা
ছবি: AP
পুরনো ঢাকায় মহা জোটের নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
পুরনো ঢাকার লালবাগ আজাদ মাঠে মহা জোটের নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা৷ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা লুটেরা-সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও জঙ্গিবাজদের খপ্পর থেকে দেশ বাঁচাতে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন৷
ছবি: Mustafiz Mamun
নৌকা দিয়ে সাজানো
আওয়ামী লীগের প্রতিক নৌকা দিয়ে সাজানো রাস্তায় হেঁটে চলেছেন এক ভোটার৷
ছবি: AP
শেখ হাসিনা
১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের নির্বাচনে নেতৃত্ব দেন শেখ হাসিনা৷ ৯৪টি আসন পায় আওয়ামী লীগ৷ সংসদে বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন৷ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করে আন্দোলন শুরু হয় শেখ হাসিনার নেতৃত্বে৷ এক পর্যায়ে বিএনপি ক্ষমতা ছেড়ে নতুন নির্বাচন দিতে বাধ্য হয়৷ ওই নির্বাচনে আওয়ামী লীগ ১৪৮টি আসন পায়৷ পরে আসম আবদুর রব ও আনোয়ার হোসেন মঞ্জুর দু'টি আসন নিয়ে গঠন করেন সরকার৷ প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা৷ ৫ বছর দেশ শাসন করেন৷ ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ৬২টি আসন পায়৷ আবারও সংসদে বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা৷ এরপর থেকে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি৷ আসন্ন সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে মহাঐক্যজোট অংশ নিচ্ছে৷
ছবি: Mustafiz Mamun
নৌকা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পুরনো ঢাকার লালবাগ আজাদ মাঠে মহা জোটের নির্বাচনী জনসভায় দলের নির্বাচনী প্রতীক 'নৌকা' হাতে তুলে ধরেন৷
ছবি: Mustafiz Mamun
মিজানুর রহমান খান দিপু
ঢাকা-৬ আসনে মহাজোটের প্রার্থী মিজানুর রহমান খান দিপু পুরনো ঢাকার টিপু সুলতান রোডে নির্বাচনী জনসংযোগ করেন৷ পুরনো ঢাকার (ঢাকা-৬) এই আসনটি অন্য কারণে এবার আলোচিত৷ প্রবীণ রাজনীতিক ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার সঙ্গে লড়ছেন নবীন প্রার্থী মিজানুর রহমান খান দিপু৷
ছবি: Mustafiz Mamun
নৌকা
পুরনো ঢাকার লালবাগ আজাদ মাঠে মহা জোটের নির্বাচনী জনসভায় উপস্থিত জনতা দলের নির্বাচনী প্রতীক 'নৌকা' প্রদর্শন করে৷
ছবি: Mustafiz Mamun
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে নির্বাচনী জনসংযোগ করেন
ঢাকা-১৩ আসনে মহাজোটের প্রার্থী জাহাঙ্গীর কবীর নানক মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে নির্বাচনী জনসংযোগ করেন৷ জেনেভা ক্যাম্পের উর্দুভাষী আটকে পড়া পাকিস্তানীরা এবারের নির্বাচনে প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে৷
ছবি: Mustafiz Mamun
নির্বাচনী প্রতিক
আওয়ামী লীগ সমর্থক ঢাকা শহরের বিভিন্ন সড়কে নির্বাচনী প্রতিক নৌকা লাগাচ্ছে৷
ছবি: AP
8 ছবি1 | 8
তবে রাজনীতির বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, সরকার এখন আস্থাহীনতার সংকটে পড়েছে৷ তাই তার অনেক ভালো কাজ থাকার পরও সেগুলো আমলে নিচ্ছেন না সাধারণ মানুষ৷ সাধারণ মানুষ চান আগামী সংসদ নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়৷ তাই তাঁরা দলীয় সরকারের অধীনে নির্বাচন দেখতে চান না৷ একাধিক জরিপেও দেখা গেছে যে, দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চান৷ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায়, সাধারণ মানুষের মনে এই ধারণা জন্মেছে যে সরকার ক্ষমতা ধরে রাখতে চাইছে৷ তাই সরকারের উচিত হবে আগেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করা৷ সরকার যদি দেরি করে তাহলে সংকট আরো বাড়বে৷ কারণ, ঈদের পরে বিরোধী দল আন্দোলনে যাবেই ৷ তখন রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপ হবে৷ আর সরকার এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিলে হয়ত সরকারের প্রতি দেশের মানুষের আস্থা ফিরে আসতে পারে, মনে করেন অধ্যাপক আহমেদ৷