1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকার আহ্বান শামসুল হুদার

১৪ আগস্ট ২০১১

প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা৷ এই তালিকায় রোহিঙ্গা এবং অপরাধীরা যেন অন্তর্ভুক্ত না হয় সেদিকে নজর দেয়ার আহ্বান জানান৷

প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা৷ নির্বাচন কমিশন নির্ভুল ভোটার তালিকা তৈরিতে বদ্ধপরিকর৷ শনিবার গুলশানের ১৮ নম্বর ওয়ার্ডে কালাচাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে পাইলট প্রকল্প-২ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন৷ ঢাকা জেলা প্রশাসক মহিবুল হকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আক্তারোজ্জামান সিদ্দিকী, ঢাকা জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল ওদুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা৷
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২০১৪ সালের জানুয়ারি মাসে যাদের বয়স ১৮ হবে তাদের এ ভোটার হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে৷ নির্বাচন কমিশনে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান৷ তাই সকল কর্মকর্তা-কর্মচারীকে রাজনৈতিক দলের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে৷ নিজেরা স্বচ্ছভাবে কাজ করতে পারলে রাজনীতিতেও পরিবর্তন আসবে৷

এছাড়া রোহিঙ্গা এবং অপরাধীরা যেন হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত না হয় সেদিকে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার৷ তিনি বলেন, কে বাংলাদেশি আর কে বাংলাদেশি নয়, তা নির্দিষ্টকরণের জন্য জাতীয় পরিচয়পত্র দরকার৷ কারণ বাইরের অনেকে পরিচয় গোপন রেখে অপকর্ম করছে৷ এতে বাংলাদেশের দুর্নাম হচ্ছে৷ এ প্রসঙ্গে তিনি ভারতীয় নাগরিক শশধর চট্টোপাধ্যায়ের নিজের পরিচয় গোপন রেখে বাংলাদেশে বসবাসের বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশ ছোট দেশ৷ এজন্য আমাদের নিজেদের নিজেরাই রক্ষা করতে হবে৷ বাইরের কেউ যাতে অন্তর্ভুক্ত হতে না পারে সেদিকে খেয়াল রেখে তালিকাভুক্ত করতে হবে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ