আকাশটা খোলা৷ কিন্তু জীবন বন্দি৷ সেই বন্দিজীবনে বেড়ে উঠছে রোহিঙ্গারা৷ কোথাও যাবার জায়গা নেই৷ অথচ পৃথিবী তাকিয়ে আছে অন্য দিকে৷
বিজ্ঞাপন
২০২২ সালের আগস্টে আমি যখন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাই, তখন আমার সঙ্গে কথা হয় ইব্রাহিম, মাহমুদা, জিয়া, তাসলিমাদের সঙ্গে৷ এরা রোহিঙ্গা৷ বয়স ১৩ থেকে ১৫ বছরের মতন হবে৷ তারা একটি প্রকল্পের অধীন শিক্ষামূলক ভিডিও কনটেন্ট বানানো শিখছেন৷ তাদের সঙ্গে লম্বা আলাপ হলো৷ ক্যাম্পের পরিবেশ পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে নানা ব্যাপারে সচেতনতামূলক ভিডিও বানান তারা৷ আর স্বপ্ন দেখেন একদিন কেউ রিপোর্টার হবেন, কেউ বা ফিল্মমেকার৷
তাদের কেউ ক্যাম্পের কঠিন গণ্ডিতে আবদ্ধ থাকতে চান না৷ সুযোগ চান বাইরে গিয়ে কিছু করার৷ যখনই শোনেন, অ্যামেরিকা, ক্যানাডা, তুরস্কসহ দেশগুলো একটা সংখ্যায় রোহিঙ্গাদের সেসব দেশে নিয়ে যাবেন, তাদের স্বপ্নভরা চোখ চকচক করে ওঠে৷ ঠিক জানেন না, তাদের এই স্বপ্ন আদৌ পূরণ হবে কি না৷
২০১৭ সালের আগস্টের কথা নিশ্চয়ই সবার মনে আছে৷ মিয়ানমার মিলিটারি পোস্টে রোহিঙ্গারা আক্রমণ করেন এবং এরপর তাদের বিরুদ্ধে চলে সেনা অভিযান৷ আগস্ট থেকে শুরু হয়ে পরের কয়েক মাসে দক্ষিণপশ্চিম সীমান্ত দিয়ে প্রায় সাত লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ আসেন বাংলাদেশে৷ তখন বাংলাদেশে আসার জন্য তারা কী-না করেছেন৷ ভিটেমাটি সহায় সম্বল ছেড়ে এক কাপড়ে চলে এসেছেন৷ মূল লক্ষ্য ছিল জান বাঁচানো৷ কিন্তু এর ছয় বছর পর চিত্র এখন ভিন্ন৷
নির্বাসিত রোহিঙ্গাদের জীবন ও বাংলাদেশের উভয় সংকট
গত আট দশক ধরে নির্বাসন ও প্রত্যাবাসনের চক্রে আটকা পড়েছেন রোহিঙ্গারা৷ সবশেষ যে আশার আলো দেখা গিয়েছিল তা-ও নতুন বাস্তবতায় ফিকে হতে শুরু করেছে৷ রোহিঙ্গাদের ঘরছাড়া করার ও ঘরে ফেরানোর প্রচেষ্টার কাহিনি থাকছে ছবিঘরে...
ছবি: Mohibulla Mohib
রোহিঙ্গা কারা
বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, আরাকান রাজ্যে বসবাসকারী মুসলিমরা রোয়াইঙ্গা, যাম্ভইকা, কামানচি, জেরবাদি ও দিন্নেত এই পাঁচটি জাতিগোষ্ঠীতে বিভক্ত৷ এর মধ্যে রোয়াইঙ্গা জাতিগোষ্ঠিই রোহিঙ্গা নামে পরিচিত৷ উদ্ভব নিয়ে নানা মত থাকলেও বাংলাপিডিয়া বলছে, ‘‘চট্টগ্রাম অঞ্চল থেকে আরাকান রাজ্যে বসতিস্থাপনকারী চট্টগ্রামি পিতার ঔরসজাত ও আরাকানি মাতার গর্ভজাত বর্ণসংকর জনগোষ্ঠীই রোয়াইঙ্গা বা রোহিঙ্গ্যা৷’’
ছবি: Zobaer Ahmed/DW
প্রথম দাঙ্গা
১৯৪০ সাল থেকে আরাকানে বৌদ্ধ মগ জনগোষ্ঠী ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার শুরু হয়৷ ১৯৪২ সালে এক লাখ রোহিঙ্গা হত্যার শিকার হন৷ অনেকে আরাকান ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন৷ ১৯৪৮ সালে তৎকালীন বার্মার স্বাধীনতার পর এবং ১৯৬২ সালে পুনরায় তারা নিপীড়ন, নির্যাতন ও উচ্ছেদের শিকার হন৷ এ সময় বাংলাদেশে উদ্বাস্তু হয়ে আসতে বাধ্য হন তারা৷
স্বাধীন বাংলাদেশে রোহিঙ্গারা
আরাকানে জাতিগত আন্দোলন দমনের জন্য মিয়ানমারের (তখন বার্মা) তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল নে-উইন (ছবিতে) ১৯৭৮ সালে ‘নাগামিন ড্রাগন অপারেশন’ নামের অভিযান চালান৷ আরাকান ন্যাশনাল লিবারেশন পার্টির সঙ্গে রোহিঙ্গাদের সম্পৃক্ততার কারণে নির্বিচারে তাদের হত্যা করা হয়৷ অভিযানের কারণে প্রায় দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালাতে বাধ্য হন৷
ছবি: picture-alliance/AP Photo
প্রথম প্রত্যাবাসন
সমস্যার দ্রুত সমাধানের জন্য বাংলাদেশের তখনকার সরকার আন্তর্জাতিক হস্তক্ষেপের আবেদন জানায়৷ জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামের চাপের মুখে নে-উইন সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরাতে সম্মত হয়৷ দুই দেশের চুক্তি অনুযায়ী, ১৯৭৯ সালের ৬ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে রোহিঙ্গাদের বড় অংশ নিজ দেশে ফিরে যান৷ থেকে যান ১৫ হাজার৷ ছবিটি ২০১৮ সালের রাখাইনে রোহিঙ্গাদের জন্য বানানো একটি ‘মডেল গ্রাম’৷
ছবি: Getty Images/AFP/P. H. Kyaw
আবারও সংকট
মিয়ানমার সরকারের আইন ও নীতির কারণে ১৯৯১ সালে আবারও রোহিঙ্গাদের একটি অংশ ঘরছাড়া হন৷ ৯০ সালের নির্বাচনে জয়ী অং সান সুচিকে বন্দি করার পর সেনাবাহিনী আবারও গণতান্ত্রিক আন্দোলনে জড়িত রাখাইনসহ রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করে৷ রোহিঙ্গাবিরোধী অভিযানের কারণে ১৯৯১ সালের ২৬ জুনের মধ্যে আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন৷
ছবি: picture alliance/dpa
দ্বিতীয় প্রত্যাবাসন
দুই দেশের সরকারের মধ্যে ১৯৯২ সালের ২৮ এপ্রিল একটি সমঝোতা চুক্তি হয়৷ সে অনুযায়ী, এই দফায় আগতদের দুই লাখ ৩১ হাজার জনকে মিয়ানমার সরকার ফিরিয়ে নেয়৷ বাকি থাকে ২২ হাজার৷ তাদের ফেরানোর অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন করেনি দেশটি৷ প্রত্যাবাসনের অপেক্ষায় তারা কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং এবং টেকনাফ থানার নয়াপাড়া শরণার্থী শিবিরে অবস্থান করেন৷
ছবি: picture alliance/AP Photo/K. Huda
২০১৬ সালের পর
মিয়ানমারে নির্যাতনের জেরে ২০১৬ সালের পর থেকে আবারও বড় আকারে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করেন৷ বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরসিসিসি) হিসাবে ২০১৬ সালে ৮৭ হাজার এবং ২০১৭ সালের আগষ্ট থেকে ২০১৮ সালের জানুয়ারির মধ্যে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেন৷ ইউএনএইচসিআর-এর হিসাবে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় নয় লাখ ৭২ হাজারে৷
ছবি: DW/M.M. Rahman
তিনটি ব্যর্থ উদ্যোগ
২০১৭ সালের পর রোহিঙ্গা প্রত্যাবাসনের তিনটি উদ্যোগ নেয়া হয়েছিল৷ ২০১৮ সালে, ২০১৯ ও ২০২৩ সালে নেয়া এসব উদ্যোগের কোনোটিরই ফল মেলেনি৷ এর মধ্যে ২০১৮ সালে আট লাখ ৮৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ৷ তার প্রেক্ষিতে মিয়ানমারের পক্ষ থেকে ৬৮ হাজার রোহিঙ্গার একটি ফিরতি তালিকা পাঠানো হয়৷ পাইলট প্রকল্পের অংশ হিসেবে ১১৪০ জনকে পাঠানোর উদ্যোগ নেয়া হলেও পরে তা ভেস্তে যায়৷
ছবি: bdnews24.com
উদ্যোগী চীন
গত বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সবশেষ উদ্যোগটি শুরু হয়৷ প্রথমবারের মতো রোহিঙ্গাদের একটি দল পরিস্থিতি দেখতে মিয়ানমারে যান৷ প্রত্যাবাসন নিয়ে আলোচনার জন্য চীনের বিশেষ দূত ডেং জিজুন দেশটি সফরে যান এবং রোহিঙ্গারা যাতে ক্যাম্পে না, নিজ গ্রামে ফিরতে পারেন তার উদ্যোগ নেন৷ সেপ্টেম্বরে আলোচনার জন্য মিয়ানমারে যায় বাংলাদেশের একটি দল৷ এর অধীনে সে বছর ১২ হাজার জনকে পাঠানোর পরিকল্পনা করে বাংলাদেশ৷
ছবি: picture-alliance/dpa/J. Qing
দুই ঝড়
এই পরিকল্পনায় প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় হামুন৷ এরপর সম্ভাবনাটিকে আরো ফিকে করে দেয় মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী বিদ্রোহের নয়া ঝড়৷ ২০২৩ সালের অক্টোবর থেকে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি সরকারি বাহিনীর বিরুদ্ধে প্রবল লড়াই শুরু করে৷ আরাকান আর্মি রাখাইনে বাংলাদেশ-ভারত সীমান্তে জান্তার ১৬০টি ঘাঁটি দখল করে৷
ছবি: Handout/Kokang Information Network/AFP
আন্তর্জাতিক বাধা
মিয়ানমারের পরিস্থিতি বিবেচনায় শুরু থেকেই রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো৷ সম্প্রতি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেছেন, ‘‘রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এটি ভালো সময় নয়৷’’
ছবি: AFP
‘ভারাক্রান্ত বাংলাদেশ’
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘‘রোহিঙ্গা ডিসপ্লেসড পিপলের কারণে আমরা ভারাক্রান্ত। প্রতি বছর ৩৫ হাজার করে নতুন সন্তান জন্মগ্রহণ করে৷ এই পরিস্থিতিতে আসলে; মানবিকতার কারণে তখন আমরা রোহিঙ্গাদের স্থান দিয়েছিলাম৷ আমরা মনে করি, মিয়ানমারে পরিস্থিতি উত্তরণের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব৷’’ রাখাইনে পরিস্থিতির পরিবর্তন হলে দ্রুত প্রত্যাবাসন শুরু হবে বলে তিনি আশাবাদী৷
ছবি: Arafatul Islam/DW
শিবিরে বন্দি জীবন
বাংলাদেশে সীমিত জায়গায় বিপুল রোহিঙ্গা শরণার্থী মানবেতর জীবন যাপন করেন৷ কিছুদিন পরপর আগুনে তাদের ঘর পোড়ে, ঝড়ে বিপদে পড়েন৷ ঘটে চলেছে সহিংসতাও৷ তাদের সন্তানেরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত, নেই কর্মসংস্থানও৷ এর মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থ সহয়তার হারও চাহিদার চেয়ে ক্রমাগত কমছে৷ সর্বশেষ ২০২৩ সালে যা ৪৭ ভাগে নেমে এসেছে৷
ছবি: AFP via Getty Images
ভাসমান জীবন
ভাগ্যবদলের চেষ্টায় মিয়ানমার ও বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করছেন অনেক রোহিঙ্গা৷ ইউএনএইচসিআর-এর হিসাবে, ২০২৩ সালে সাড়ে চার হাজার রোহিঙ্গা মিয়ানমার ও বাংলাদেশের শিবির থেকে নৌকায় সাগরপথে রওনা দেন, যাদের দুই-তৃতীয়াংশ ছিলেন নারী ও শিশু৷ বঙ্গোপসাগর ও আন্দামান পেরুতে গিয়ে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন ৫৬৯ জন, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ৷ সম্প্রতি ইন্দোনেশিয়ার উপকূলে তাদের আগমনে ক্ষিপ্ত হয়ে উঠেছেন স্থানীয়রা৷
ছবি: Chaideer Mahyuddin/AFP/Getty Images
14 ছবি1 | 14
এখন তাদের মনে হচ্ছে, তাদের জীবন শেকলে বন্দি৷ না আছে নিজ দেশে ফেরার অধিকার, না আছে অধিকার ক্যাম্পের গণ্ডির বাইরের জগত পা রাখার৷ শিক্ষার অধিকার কেবল নির্দিষ্ট কারিকুলামে সীমাবদ্ধ৷ কাজের অধিকার তেমন একটা নেই৷ বিদেশি সংস্থার দয়ায় ক্ষুধা মেটে, মেটে তৃষ্ণা৷
তাহলে কী করবেন তারা? এই যন্ত্রণা থেকে বাঁচতে এদের কেউ কেউ কঠিন পথ বেছে নিয়েছেন৷ যেই জীবনের আর কোনো মানে হয় না, সেই জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় সাগর পাড়ি দিতে চেয়েছেন তারা৷
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসেবে, ২০২৩ সালে ৪১টি নৌকায় ৪৪৯০ জন রোহিঙ্গা বাংলাদেশ ও মিয়ানমার থেকে সাগরে নৌকা ভাসান৷ উদ্দেশ্য ইন্দোনেশিয়া ও মালয়শিয়ায় পৌঁছানো৷ এদের দুই তৃতীয়াংশ ইন্দোনেশিয়ায় পৌঁছান৷
শুধু নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ৯টি নৌকায় দেড় হাজারেরও বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছান৷ তবে সবার অভিযান যে সফল হয় তা নয়৷ এক চতুর্থাংশকে মিয়ানমারেই আটকে দেয়া হয়৷ বাংলাদেশে আটকে যায় এদের ৫ শতাংশের যাত্রা৷ যারা সাগর পাড়ি দিচ্ছিলেন তাদের ২৭ ভাগ নারী এবং ৩৮ ভাগ শিশু৷
তবে এর চেয়েও দুর্ভাগ্যজনক নিয়তির শিকার হন কেউ কেউ৷ সাগরের বুকে মারা যান বা নিখোঁজ হন ৫৬৯ জন৷ শুধু তাই নয়, পৃথিবীর যেখানেই শরণার্থী পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে একটি ট্রেন্ড বা ধারা সব সময় দেখা যায়৷ প্রথম প্রথম যেসব দেশে তারা যান মানবিক সহায়তার হাত বাড়ায় সেখানকার মানুষ ও কর্তৃপক্ষ৷ পরে স্থানীয় মানুষ ও কর্তৃপক্ষের জন্য তারা বোঝা হয়ে দাঁড়ান৷ তখন তাদের প্রতি মনোভাব বদলে যায়৷ রোহিঙ্গাদের ক্ষেত্রেও তা-ই হয়েছে৷ বাংলাদেশই তাদের সবচেয়ে বেশি সংখ্যায় গ্রহণ করেছে ও জায়গা দিয়েছে৷ কিন্তু শুরুতে যে মানবিকতার বোধ ছিল, তা পরে বদলেছে নানা কারণে৷ ইন্দোনেশিয়াতেও তাদের আগমন বেড়ে যাওয়ায় তারা ‘পুশব্যাক' করছে৷ ভারত কখনোই তাদের গ্রহণই করতে চায়নি৷
ইন্দোনেশিয়ার এই বদলে যাওয়া মনোভাব আমাদের আরেকটি বিষয় মনে করিয়ে দেয়৷ তা হলো আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতার অভাব৷ বাংলাদেশের ক্যাম্পগুলোতে তাদের পরিস্থিতি যেমন খারাপ হচ্ছে, তেমনি জীবন বাজি রেখে নতুন নতুন গন্তব্য খুঁজে বেড়ানো রোহিঙ্গারা যাবার আর জায়গা পাচ্ছেন না৷ বছরের পর বছর ধরে ঝুলে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোন ইতিবাচক অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে৷
এখন মিয়ানমারে আবার পরিস্থিতি অশান্ত হয়ে যাওয়ায় প্রত্যাবাসন প্রক্রিয়া আদৌ সামনের দিকে এগোবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ তবে পরিবর্তিত এই পরিস্থিতিতে বাংলাদেশ কেমন করে মিয়ানমারকে চাপ দিতে পারে তা দেখা দরকার৷ এটা ইতিবাচক যে বাংলাদেশ চীন ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে প্রত্যাবাসন বিষয়ে বৈঠক করছে৷ কিন্তু শুধু প্রত্যাবাসন নয়, তা যেন স্থায়ী হয় সেজন্য সবপক্ষকে একটা দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছাতে হবে৷ মিয়ানমারে প্রত্যাবাসিত রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা গেলেই সেটি সম্ভব৷
ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সহযোগিতাও কমে গেছে৷ সবমিলিয়ে রোহিঙ্গারা, যাদের দেশ নেই, নেই ঘর, তাদের প্রজন্মের পর প্রজন্ম একটা স্থায়ী আশ্রয়হীন পৃথিবীতে বেড়ে উঠছে৷ এই পরিস্থিতির ইতি টানা দরকার৷ তা না হলে ইব্রাহিম-তাসলিমাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না৷ আর তাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখার সাহসই করবে না৷