1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রাতিষ্ঠানিক রূপ দেবে ভারত ও বাংলাদেশ

১৫ জুন ২০১২

ভারত ও বাংলাদেশ দ্বিপাক্ষিক ইস্যুগুলি সরাসরি রাজনৈতিক তদারকির আওতায় আনতে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বার্ষিক বৈঠককে এক প্রাতিষ্ঠানিক রূপ দেবার সিদ্ধান্ত নিয়েছে৷ জানান বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম৷

Iছবি: AP

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক ইস্যুগুলিকে সরাসরি রাজনৈতিক তত্ত্বাবধানে আনার জন্য দু'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক বৈঠককে প্রাতিষ্ঠানিক স্তরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ৷ এর আওতায় দু'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদ্বয় বছরে অন্তত একবার বা তারো বেশিবার মিলিত হবেন, যাতে দু'দেশে যা ঘটছে বা যা ঘটা উচিত বা উচিত নয়, তা রাজনৈতিক তদারকির অধীনে আনা যায়৷ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সফরে গিয়ে নতুন দিল্লির বাংলাদেশ হাইকমিশনার তারিক করিম সংবাদ মাধ্যমের কাছে একথা জানান৷

প্রতিবেশি দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রেক্ষিতে দু'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ৷ গত ৪০ বছরে দু'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা একবারও বৈঠকে মিলিত হননি৷ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এবং বাংলাদেশের অতীত, বর্তমান ও ভবিষ্যত একই সূত্রে বাঁধা, পৃথক করা যায়না৷ ‘‘এক দেশ উন্নতি করলে অন্যদেশ উপকৃত হবে -- এই অভিন্ন লক্ষ্য চিহ্নিত করেই আমরা অগ্রসর হচ্ছি'', এমনটাই বললেন বাংলাদেশ হাইকমিশনার তারিক করিম৷

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনছবি: Samir Kumar Dey

বাংলাদেশের মাটিতে জঙ্গি কার্যকলাপ প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনার বলেন, ভারতের স্বার্থের পরিপন্থি কোনো তৎপরতা বাংলাদেশ সরকার বরদাস্ত করেনি এবং করবেনা৷ বারংবার একই কথা তোলা ঠিক নয়৷ বরং দৃষ্টি দিতে হবে ইতিবাচক দিকে৷ অগ্রাধিকার দিতে হবে অর্থনৈতিক বিকাশ ও দারিদ্র মোচনের দিকে৷

মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, আরো ৬টি সীমান্ত হাট খোলার দাবি জানান৷ মেঘালয়ে বর্তমানে দুটি সীমান্ত হাট আছে৷ একটি পূর্ব খাসি হিলস-এ অন্যটি পশ্চিম গারো হিলস জেলায়৷ সীমান্ত হাট সফল হওয়ায়, ত্রিপুরা ও মিজোরাম সরকারও চারটি সীমান্ত হাট খোলার অনুরোধ করেছে, জানান বাংলাদেশ হাইকমিশনার৷

বাংলাদেশের অগ্রাধিকারের কথা তুলে ধরে তারিক করিম বলেন, যে-সব কর্মসূচি বাস্তবসম্মত এবং দ্রুত রূপায়ণযোগ্য বাংলাদেশ সেগুলিকেই অগ্রাধিকার দিতে চায়৷ সরকার এক অনুকুল বাতাবরণ তৈরি করে দিতে পারে মাত্র, কিন্ত সেই অনুকুল পরিবেশকে কাজে লাগাবার দায়িত্ব দু'দেশের ব্যবসায়ীদের৷ তাঁরাই সরকারের অগ্রাধিকারের বাস্তব রূপ দেবে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ