1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হেফাজত আমির বাবুনগরী

৬ জুলাই ২০২১

লকডাউনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাড়ি ঘুরে এলেন হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী৷ ঢোকা কিংবা বের হওয়ার সময় তারা সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি৷

সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমির বাবুনগরীকে গাড়িতে করে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাড়িতে ঢুকতে দেখা যায়ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন মতে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাবুনগরীকে একটি গাড়িতে করে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাড়িতে ঢুকতে দেখা যায়৷ রাত সাড়ে ১০টার দিকে তিনি সেই গাড়িতেই বেরিয়ে আসেন৷

চট্টগ্রাম থেকে আসা বাবুনগরীর সঙ্গে ঢাকায় থাকা হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীও ছিলেন৷ ঢোকার সময় কিংবা বের হওয়ার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে তারা কোনো কথা বলেননি৷ কী কারণে বাবুনগরী ও জিহাদি দেখা করতে গেলেন, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফেও কেউ কিছু বলেনি৷ গত ৪ মে নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে হেফাজতের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন৷

তখন তারা সাম্প্রতিক সহিংসতার মামলায় দেশজুড়ে গ্রেপ্তার হওয়া হেফাজত নেতাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন৷ ১৯ এপ্রিলও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন হেফাজতের নেতারা৷

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় বিক্ষোভ- হরতাল থেকে হেফাজতে ইসলাম গত ২৬ থেকে ২৮ মার্চ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকাসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়৷পরে পুলিশ হেফাজতের নেতাদের গ্রেপ্তারে অভিযান শুরু করায় অন্তত ৫০ জন নেতাকর্মী শুধু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়৷ চট্টগ্রামের হাটহাজারীর মামলায় বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইন'আমুল হাসান ফারুকীকেও গ্রেপ্তার করা হয়৷

পুলিশের দাবি, হেফাজত নেতারা রাষ্ট্রক্ষমতা দখলের চূড়ান্ত লক্ষ্য নিয়ে  নাশকতার বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন৷

পুলিশের গ্রেপ্তার অভিযানের মধ্যে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির আগের কমিটি ভেঙে বিতর্কিত কয়েকজনকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়৷ নতুন কমিটিতে আমির পদে থাকেন বাবুনগরী৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ