1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সাতজনকে হত্যার হুমকি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ জুন ২০১৫

এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষকসহ মোট সাতজনকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩৷

Bangladesch Drohbrief
ছবি: DW/H. Ur Rashid Swapan

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালযের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর ধানমন্ডির বাসায় ডাক যোগে ওই হুমকির চিঠিটি পাঠানো হয়৷ প্রায় একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ধ্যাপক ড. এম আমজাদ আলীও ওই চিঠি পান৷

এতে তালিকার শীর্ষে একে আজাদ চৌধুরীর পরেই লেখা রয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম৷ লাল কালিতে চিঠিতে নামের তালিকার উপরে লেখা ‘সেকেন্ড লিস্ট অফ ডেথ'৷ সবার নামের পরে লেখা আছে ‘মাস্ট ইউ উইল প্রিপেয়ার ফর ডেথ'৷ তালিকার প্রতিটিনামের ডান পাশেই ভিন্ন ভিন্ন ট্যাগ লেখা আছে৷

ড. এ কে আজাদ চৌধুরীর নামের পাশে লেখা ‘ইসলামিক এনিমি'৷ এরপরেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর নামের পাশে লেখা ‘মিনিস্টার ট্রেইটর বিডি'৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসাইন – ‘অ্যান্টি ইসলাম রাইটার'৷ অভিনেত্রী শমী কায়সার ‘নাস্তিক'৷ আবু মুসা মুহাম্মদ মাসুদুজ্জামান জাকারিয়া মাসুদ ‘অ্যান্টি ইসলাম.ওয়ার্কার'৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলীর নামের পাশে লেখা ‘ডিফেমার অফ ডিউ'৷ সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালযের অধ্যাপক ড. আখতারুজ্জামানের নামের পাশে লেখা আছে ‘ইসলামিক এনিমি'৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধানমন্ডি থানায় জিডি করেছি৷ আমরা আতঙ্কে আছি৷''

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরে আজম মিয়া ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরা এখনো হুমকিদাতাদের চিহ্নিত করতে পারিনি৷ তবে আমরা তৎপর রয়েছি৷ আমরা জানার চেষ্টা করছি, কারা হুমকি দিয়েছে৷ এছাড়া যাদের হুমকি দেয়া হয়েছে তাদের নিরাপত্তাও জোরদার করেছি৷''

তিনি বলেন, ‘‘যে জঙ্গি সংগঠনের নামে হুমকি দেয়া হয়েছে, সেই নামে আগেও বিশিষ্ট জনদের হুমকি দেয়া হয়েছিল৷ এ ব্যাপারে শাহবাগ থানায় একটি মামলা রয়েছে৷ আমরা শাহবাগ থানার কাছ থেকেও তথ্য নেয়ার চেষ্টা করছি৷''

তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরা প্রাথমিক তদন্তে এর আগে ১০ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি কারা দিয়েছে, তা চিহ্নিত করতে পারিনি৷ তবে এখন আমরা মামলার তদন্ত করছি না৷ তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে গোয়েন্দা বিভাগকে৷''

ওদিকে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) জাহাঙ্গির আলম ডয়চে ভেলেকে জানান, ‘‘তদন্ত চলছে, তবে এখনো অপরাধীদের চিহ্নিত বা আটক করা যায়নি৷''

এর আগেও মে মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ দশজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল আল-কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩ নামের সংগঠনটি৷ উল্লেখ্য, আনসারুল্লাহ বাংলা টিমকে গত সপ্তাহে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ‘‘আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়েও বিষয়টি জানিয়েছি৷ আগের হুমকির ব্যাপারে পুলিশ তদন্তের কোনো অগ্রগতি জানায়নি৷ আমরা আশা করছি অপরাধীরা আটক হবে৷''

প্রসঙ্গত, প্রক্টর ড. এম আমজাদ আলী দু'টি মামলারই বাদি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ