বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছিলেন, ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান'৷ দারিদ্র্য অনেককেই আজকাল লোভী করে, তবে কিছু মানুষকে কুর্নিশ জানানোর মতো মহানও করে৷ তাঁদের কুঁড়েঘরে সত্যিই যেন নেমে আসে স্বর্গ৷
বিজ্ঞাপন
৪০ বছর আগে স্বামীর মৃত্যুতে যে ঘরে আঁধার নেমে এসেছিল আজ সেখানে আলো জ্বেলেছেন সুভাসিনী৷ মানব প্রেমের আলো, সেবাপরায়ণতার আলো৷ নিজের স্বামীকে প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করতে দেখে বুঝেছিলেন দারিদ্র্যের কারণে যথাযথ চিকিৎসা করাতে না পারলে প্রিয়জনের মৃত্যু চেয়ে চেয়ে দেখতে হয়, সে জ্বালা বড় অসহনীয়, সেই দুঃখ অমোচনীয়৷
তবে বড় মনের মানুষ তো ধনে দরিদ্র হলেও, মনে হয় না৷ সুভাসিনী তেমনই এক আকাশের মতো উদার, বৃক্ষের মতো স্নেহপরায়ণ৷ তাই জীবনভর সামান্য টাকা আয় করেছেন, সেই আয় থেকেই সঞ্চয় করেছেন, সেই সঞ্চয়কে পূঁজি করেই স্বপ্ন দেখেছেন...৷ স্বপ্নটা কিন্তু বিশাল৷ সমাজের খুব বড়লোকদেরও এমন স্বপ্ন দেখার মন থাকে না৷ সুভাসিনীর আছে৷ সে কারণেই তাঁর মতো আর কারো স্বামী বা নিকট আত্মীয়কে যেন বিনা চিকিৎসায় মরতে না হয় সে ব্যবস্থা করার ভাবতে পেরেছেন, তিল তিল করে জমানো সঞ্চয় দিয়েই গড়তে পেরেছেন কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরে আজ গড়ে উঠেছে মানবকল্যাণের হাসপাতাল ‘হিউম্যানিটি হসপিটাল'৷ ‘জীবে প্রেম করে যে-ই জন সেই জন সেবিছে ঈশ্বর' – সুভাসিনীর চেয়ে মানবদরদী, সৃষ্টিকর্তাপ্রেমী মানুষ আছে ক'জন!
মারামারি, হানাহানি, ভেদাভেদ কত দেশে কত ঘর শোকের আঁধারে ঢাকে! অন্যদিকে ‘হিংসায় উন্মত্ত পৃথ্বী'-তে সুভাসিনীর মতো মানুষেরা যুগে যুগে আঁধার ঘরে আলো জ্বালতেই উৎসর্গ করেছেন জীবন৷ অনেক অশুভ, অনেক অসুন্দরের পাশেও পৃথিবী তাই এত সুন্দর!
বাংলাদেশে ই-হেলথ ও ই-স্বাস্থ্য সেবাসমূহ
বাংলাদেশের নাগরিকদের জন্য মোবাইল ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য সেবা গ্রহণের কিছু সুযোগ তৈরি করেছে সরকার৷
ছবি: picture-alliance/dpa
মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা
প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে সরকার একটি করে মোবাইল ফোন দিয়েছে৷ রোগীরা সেখানে দিনের যে-কোনো সময় ফোন করে সরকারি চিকিৎসকের কাছ থেকে সেবা ও পরামর্শ নিতে পারবেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে৷ আপনার এলাকার ফোন নম্বর পাবেন এই লিংকে... http://app.dghs.gov.bd/inst_info/mobile_search.php
ছবি: TAUSEEF MUSTAFA/AFP/Getty Images
এসএমএস-এর মাধ্যমে প্রসূতি পরামর্শ
একজন মা গর্ভধারণ করলে তিনি এসএমএস-এর মাধ্যমে প্রসূতি পরামর্শ নিতে পারেন৷ এজন্য তাঁকে আগে নিবন্ধিত হতে হবে৷ তাহলে তিনি নিয়মতিভাবে প্রসূতি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে থাকবেন৷ নিবন্ধনের নিয়মের জন্য যেতে হবে এই লিংকে.. http://www.dghs.gov.bd/index.php/bd/e-health/2013-06-18-09-06-38/279-pregnancy-care-advice-by-sms
ছবি: Getty Images
‘আপনজন’
সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও প্রসূতি মায়েদের মোবাইলের মাধ্যমে পরামর্শ ও সেবা দেয়ার ব্যবস্থা চালু আছে৷ এমন একটি সেবার নাম ‘আপনজন’৷ এর মাধ্যমে গ্রাহকরা বার্তা পাওয়ার পাশাপাশি কম খরচে টেলিফোনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন৷ এই লিংকে (http://aponjon.com.bd/Content.php?MId=36&SubMId=25) গেলে গ্রাহক হওয়ার নিয়ম জানা যাবে৷
ছবি: Noah Seelam/AFP/Getty Images
টেলিমেডিসিন
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দূর থেকে স্বাস্থ্য সেবা দেয়া ও পাওয়ার নাম টেলিমেডিসিন৷ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট বলছে, দেশের ১৮টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু আছে৷ শিগগিরই আরও ১০টি হাসপাতালে এই সেবা শুরু হবে বলেও জানানো হয়েছে৷
ছবি: Bay Ismoyo/AFP/Getty Images
বিশেষজ্ঞ পরামর্শ
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি উপজেলা ও জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট হাসপাতালে ওয়েব ক্যামেরা প্রদান করা হয়েছে৷ ফলে নিম্ন পর্যায়ের হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের জন্য উচ্চ পর্যায়ের হাসপাতালসমূহে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে৷
ছবি: Bay Ismoyo/AFP/Getty Images
কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন
কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন সেবা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিকগুলোতে ওয়েব ক্যামেরাযুক্ত মিনি ল্যাপটপ কম্পিউটার সরবরাহ করা শুরু হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে টেলিমেডিসিন
দেশের ২২টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রেও স্কাইপে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে৷ স্বাস্থ্য অধিদপ্তরে বসে চিকিৎসকগণ বিনামূল্যে প্রতি কর্মদিবসে এই সেবা দিচ্ছেন বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে৷