1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিঅস্ট্রেলিয়া

স্বস্তিকা, এসএস চিহ্ন নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

৮ জুন ২০২৩

নাৎসি জার্মানির স্বস্তিকা ও এসএস প্রতীক নিষিদ্ধ হচ্ছে অস্ট্রেলিয়ায়। সেদেশে নব্য নাৎসিদের সক্রিয়তার পর এই সিদ্ধান্ত।

অস্ট্রেলিয়ায় অতি-দক্ষিণপন্থিদের বিক্ষোভ।
অস্ট্রেলিয়ায় অতি-দক্ষিণপন্থিদের বিক্ষোভ। ছবি: Michael Currie/SPPA/ZUMA/picture alliance

অস্ট্রেলিয়ায় অতি-দক্ষিণপন্থিরা এখন যথেষ্ট সক্রিয়। সম্প্রতি অতি-দক্ষিণপন্থিদের বিক্ষোভকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় সহিংসতা হয়েছে। 

বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, নাৎসি আমলের ঘৃণা ছড়ানোর প্রতীক ও চিহ্নগুলি নিষিদ্ধ করতে পার্লামেন্টে বিল আনা হবে। আগামী সপ্তাহে এই বিল আসবে। সেখানে স্বস্তিকা স্বস্তিক, এসএসের মতো প্রতীকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হবে।

নাৎসি আমলের সবচেয়ে পরিচিত প্রতীক হলো স্বস্তিকা। তাছাড়া হিটলারের আধাসামরিক বাহিনী এসএস প্রতীকও ব্যবহার করত। সেটা তাদের আর্মব্যান্ড এবং পোশাকে এই চিহ্ন থাকত। এই বাহিনীই কনসেন্ট্রেশন ক্যাম্প চালাত।

অস্ট্রেলিয়ার ফেডারেল অ্যাডভোকেট জেলারেল জানিয়েছেন, ''খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সম্প্রতি অস্ট্রেলিয়ায় এই ধরনের প্রতীক ব্যবহার করতে দেখা গেছে। এই সব প্রতীকের কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই।''

অস্ট্রেলিয়ায় পুলিসের সঙ্গে অতি-দক্ষিণপন্থিদের সংঘর্ষ।ছবি: Michael Currie/SPPA/ZUMA/picture alliance

তিনি বলেছেন, ''এই নব্য নাৎসিরা সহিংসতাও করেছে। গত ১৩ মে মেলবোর্নে এরকম সহিংসতা হয়েছে।''

অস্ট্রেলিয়ায় এই  নব্য নাৎসি গোষ্ঠী বিক্ষোভ দেখিয়েছে অভিবাসীদের বিরুদ্ধে। তারা কালো পোশাক পরেছিল। অনেকের মুখ ঢাকা ছিল. অনেকে আবার মুখ ঢাকেননি। তাদের হাতে ছিল অস্ট্রেলিয়ার পতাকা। তারা নাৎসিদের কায়দায় অভিবাদন করেছে।

মেলবোর্নে তাদের প্রতিবাদ ছিল তৃতীয় লিঙ্গের অধিকারের বিরোধিতা করে। সেখানেও তারা নাৎসি কায়দায় স্যালুট করেছে।

ফেডারেল অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, নাৎসি স্যালুট নিষিদ্ধ করার অধিকার রাজ্যগুলির হাতে। তাদের এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ