1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনোদন

২২ আগস্ট ২০১২

যেভাবেই হোক বিতর্ক তৈরি করতে চান পপ গায়িকা ম্যাডোনা৷ নইলে ফ্রান্সের কনসার্টে নাৎসি প্রতীক হিসেবে স্বস্তিকা’কে টেনে আনবেন কেন? তবে শেষ পর্যন্ত তাঁর মতি ফিরেছে৷

ছবি: AP

সংবাদ মাধ্যমগুলর খবরে জানা গেছে, মঙ্গলবার ফ্রান্সের নিস শহরে কনসার্টের সময় স্বস্তিকা বাদ দেওয়া হয়েছে৷ গত মাসে প্যারিসে ম্যাডোনার কনসার্ট চলাকালে হিটলারের নাৎসি বাহিনীর সেই কুখ্যাত প্রতিকটিকে দেখানো হয়েছিল একটি ভিডিওতে৷ তাতে ফরাসি রাজনীতিক মারি ল পেন'এর কপালে এই স্বস্তিকা চিহ্নটি এঁকে দেওয়া হয়৷ এরপর গোটা ফ্রান্সে এই নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়৷ প্রবল বিতর্কের মুখে মঙ্গলবার সেই স্বস্তিকা চিহ্নটি সরিয়ে ফেলা হয়৷ তাতে মারি ল পেন'এর কপালে প্রশ্নবোধক চিহ্ন দেখানো হয়েছে৷

স্বস্তিকা নিয়ে বিতর্ক এড়িয়ে গেলেও রাশিয়ার পাংক ব্যান্ড পুসি রায়ট'এর প্রতি সমর্থন জানাতে ভোলেননি ম্যাডোনা৷ মঙ্গলবারও কনসার্ট চলাকালে পুসি রায়ট'এর মুক্তি দাবি করেন ৫৪ বছর বয়সী এই পপ ‘ডিভা'৷ এর পাশাপাশি সমকামীদের প্রতিও তাঁর সমর্থনের কথা জানান ম্যাডোনা৷ ফ্রান্সের নিস শহরে তাঁর এই কনসার্টের মাধ্যমে ইউরোপ সফর শেষ করলেন তিনি৷ ম্যাডোনার এবারের ওয়ার্ল্ড ট্যুরে মোট ৩০টি দেশে কনসার্ট হবে, যার সমাপ্তি ঘটবে অস্ট্রেলিয়াতে, আগামী বছরের শুরুতে৷

আরআই / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ