1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাধীনতার পথে স্কটল্যান্ড

পেটার গেওগহেগান/আরবি২১ এপ্রিল ২০১৪

আর মাত্র ছয় মাস৷ তারপরই স্কটল্যান্ডের স্বাধীনতার ব্যাপারে গণভোট অনুষ্ঠিত হবে৷ যুক্তরাজ্য থেকে বের হয়ে যাওয়াটা যে সহজ নয়, সেটা অবশেষে বুঝতে পারছেন ইউরোপের এই দেশটির জাতীয়তাবাদীরাও৷

স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী অ্যালেক্স স্যালমন্ডছবি: Reuters

ইইউ-তে যোগদান অসুবিধাজনক

স্কটল্যান্ডের স্বাধীনতা প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো বলেন, ‘‘স্কটল্যান্ডের পক্ষে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করা অসুবিধাজনক হবে, বলা যায় প্রায় অসম্ভব৷''

তিনি সতর্ক করে বলেন, স্পেনের মতো ইইউ-এর অন্যান্য সদস্য রাষ্ট্রগুলিও এর বিরোধিতা করতে পারে৷ কেননা এর ফলে তাদের দেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলি উৎসাহিত হয়ে উঠতে পারে৷

সর্বশেষ জরিপে দেখা যায়, স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে জনমত বৃদ্ধি পেয়েছেছবি: picture alliance/empics

বারোসো-র মন্তব্যকে তেমন গুরুত্ব দিতে চান না স্কটল্যান্ডের জাতীয়তাবাদীরা৷ এডিনবরার রাজ্যসংসদের অর্থমন্ত্রী জন সুইনে বলেন, ‘‘স্কটল্যান্ড ৪০ বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য৷ আমরা তো ইইউ-এরই অংশ৷''

কারোই লাভ হবে না

অ্যাবারডিন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর মাইকেল কিটিংও একই মত পোষণ করেন৷ স্কটল্যান্ডকে বাদ দিলে কারোই লাভ হবে না৷ স্কটল্যান্ড, যুক্তরাজ্যের বাকি অংশ বা অন্যান্য সদস্য রাষ্ট্র কারোই এটা কাম্য নয়৷ ইইউ-এর সদস্য হওয়ার জন্য আবেদন করা স্কটল্যন্ডের জন্য জরুরি৷ আর এই আবেদন গ্রহণ করা হলে বারোসোর বক্তব্য ভুল বলে প্রমাণিত হবে৷

স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে সেপ্টেম্বরে গণভোট অনুষ্ঠিত হবেছবি: picture-alliance/dpa

লন্ডন জানিয়েছে, স্কটল্যান্ড স্বাধীন হলে ব্রিটিশ পাউন্ড রাখতে পারবে না৷ ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন স্বাধীন স্কটল্যান্ডের সাথে ব্রিটেনের একটি অভিন্ন মুদ্রা ইউনিয়নের কথা উড়িয়ে দিয়েছেন৷ স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) অ্যালেক্স স্যালমন্ড দোষারোপ করেছেন এই বলে যে, ইউনিয়নিস্টরা এই ক্ষেত্রে ‘মবিং' করছে৷ স্কটল্যান্ডের নিজস্ব মুদ্রা চালু হলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যুক্তরাজ্যের বাকি অংশের বছরে ৫০০ মিলিয়ন পাউন্ড ব্যয় হবে৷ শিল্পপ্রতিষ্ঠানগুলি এটা মেনে নেবে না৷

মুদ্রাব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা

এসএনপি এবং ‘ইয়েস স্কটল্যান্ড' আন্দোলন মনে করে স্বাধীন হলেও যুক্তরাজ্যের বাকি অংশের সাথে একটি অভিন্ন মুদ্রাব্যবস্থা (স্টের্লিং-ইউনিয়ন) চালু থাকবে৷ কিন্তু এ ব্যাপারে তারা ক্রমেই চাপের মুখে পড়ছে৷ এ জন্য তাদের একটি ‘প্ল্যান বি-র' পরিকল্পনা করতে হচ্ছে৷

লন্ডন জানিয়েছে, স্কটল্যান্ড স্বাধীন হলে ব্রিটিশ পাউন্ড রাখতে পারবে নাছবি: picture-alliance/dpa

ইউরো মুদ্রা-ইউনিয়নে ঢোকার সুযোগও আপাতত তাদের নেই৷ এমনিতেই দুই বছরের আগে তা সম্ভব নয়৷ এ জন্য তাদের প্রথমে ‘ইউরোপিয়ান এক্সচেঞ্জ রেট এগ্রিমেন্ট' বা ইউরোপীয় বিনিময়হার চুক্তি করতে হতো৷

স্কটিশ ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের স্টেফেন বয়েড বলেন, ‘‘আসলে কোনোটাই ভালো বিকল্প নয়৷ অল্প খারাপ কোনটা, সেটাই এখন চিন্তা করতে হবে৷''

যদিও এসএনপি-র নেতৃত্ব বারবার বলছেন তাঁরা স্টের্লিং চালু রাখতে চান৷ কিন্তু ‘ইয়েস' ঘরানার কয়েকজন জানিয়েছেন, তাঁরা নিজস্ব মুদ্রাব্যবস্থাকে অগ্রাধিকার দিতে আগ্রহী৷

তবে নিজস্ব মুদ্রার প্রবর্তন কিছু সমস্যার সৃষ্টি করবে বলে মনে করেন বয়েড৷ কেননা তাহলে স্কটল্যান্ডকে প্রয়োজনীয় বিদেশি মুদ্রার রিজার্ভ গড়ে তুলতে হবে৷ এ কারণে স্কটিশ সরকারকে যুক্তরাজ্যের সঙ্গে অভিন্ন মুদ্রা ইউনিয়নে থাকাটাই শ্রেয় হবে৷ তা নাহলে অহেতুক ঝামেলার সৃষ্টি হবে৷

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বারোসো বলেন, ‘‘স্কটল্যান্ডের পক্ষে ইইউতে যোগদান করা অসুবিধাজনক হবে, বলা যায় প্রায় অসম্ভব৷''ছবি: DW/L. Frey

অনেকে রয়েছেন সিদ্ধান্তহীনতায়

সর্বশেষ জরিপে দেখা যায়, স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে জনমত বৃদ্ধি পেয়েছে৷ যদিও ইউনিয়নিস্টদের চেয়ে এখনও খানিকটা পিছিয়ে আছে তারা৷ অনেকেই আবার এব্যাপারে দ্বিধান্বিত৷ আর তাদের ওপরই নির্ভর করবে গণভোটের ফলাফল৷ সোফি ম্যাককুকও তাদের একজন৷ তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন ও মুদ্রা ব্যবস্থা নিয়ে মাথা ঘামাননি আগে৷ ‘‘মুদ্রার বিষয়টি ইন্টারেস্টিং৷ এখন এনিয়ে বিতর্কটা জোরালো হচ্ছে, তাই এ ব্যাপারে চিন্তা করতে হবে'', বলেন সোফি৷

এই রকমই আর একজন এডিনবরার ওয়েব ম্যানেজার জেন কার্নেল৷ ইইউ-এর সদস্যপদের ব্যাপারে বারোসোর বক্তব্যকে ‘মনযোগ ঘুরিয়ে দেওয়ার' প্রচেষ্টা বলে মনে করেন তিনি৷ তবে তাঁর মতে তেলসমৃদ্ধ স্কটল্যান্ডের জন্য মুদ্রাব্যবস্থার একটা বড় ভূমিকা রয়েছে৷

স্কটল্যান্ডের স্বাধীনতা: হ্যাঁ কিংবা না? এই বিতর্ক সারা স্কটল্যান্ডেই এখন তুঙ্গে৷ অনেক ভোটারই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি৷ সেপ্টেম্বরে গণভোট হওয়া পর্যন্ত পথটি খুব মসৃণ হবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ