বাংলাদেশে নারীর অবস্থান
১৩ জুন ২০১২বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী৷ স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রীও নারী৷ তারপরও স্বাধীনতার ৪১ বছর পর বাংলাদেশে কতদূর এগিয়েছে নারী? বিশ্লেষকদের মতে, নারীদের মধ্যে অর্থ উপার্জনের সক্ষমতা অনেক বেড়েছে৷ তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় তারা কিছুটা পিছিয়ে৷ তাদের মতে, সব সেক্টরেই নারী অংশগ্রহণ বেড়েছে৷ স্বাধীনতা পরবর্তী সময়ে কীভাবে ঘুরে দাঁড়িয়ে আজকের অবস্থানে এসেছে নারীরা, তার পর্যালোচনা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল৷
সম্প্রতি দু‘জন নারী সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছে৷ উচ্চ আদালতেও একজন নারী বিচারকের দায়িত্ব পালন করছেন৷ গত ৭ই জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রায় দুই লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন৷ এর মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য একশ' কোটি টাকা বরাদ্দ রেখেছেন৷ অর্থমন্ত্রীর এই উদ্যোগকে নারী উদ্যোক্তারা স্বাগত জানালেও তারা বলছেন, টাকার অঙ্কে এটা হয়ত বিশাল৷ কিন্তু তা পর্যাপ্ত নয়৷
প্রবাদ আছে, ‘নারীর বুক ফোটে তো মুখ ফোটে না'৷ তবে আশার কথা এ অবস্থা থেকেও বেরিয়ে আসছেন নারীরা৷ গত বছরের ১১ নভেম্বর বরগুনার এক অজ পাড়াগাঁয়ে যৌতুকের কারণে বিয়ের মঞ্চেই স্বামীকে তালাক দিয়েছেন এক নারী৷ অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন নারীরা৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন