1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

স্বাধীনতা দিবসের আগে ইউক্রেনের পাশে পশ্চিমা বিশ্ব

২৪ আগস্ট ২০২২

‘ক্রাইমিয়া ফোরাম' ভিডিও কনফারেন্সে বিশ্বনেতারা ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি আবার সমর্থন জানিয়েছেন৷ জার্মানি ইউক্রেনকে আরও অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর অঙ্গীকার করেছে৷

Ukraine Tag der Unabhängigkeit im Zeichen des Krieges
ছবি: Darrin Zammit Lupi/REUTERS

ইউক্রেনের উপর রাশিয়ার হামলা শুরুর প্রায় ছয় মাস পরেও পশ্চিমা বিশ্ব প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সরকারকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে চলেছে৷ মঙ্গলবার এক অনলাইন বৈঠকে প্রায় ৫৪ জন সরকার প্রধান ইউক্রেনকে আরও সাহায্যের অঙ্গীকার করেছেন৷ ২০১৪ সালে রাশিয়ার অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের উপর ইউক্রেনের নিয়ন্ত্রণ আবার ফিরিয়ে আনতে এই নিয়ে দ্বিতীয়বার ‘ক্রাইমিয়া ফোরাম' আয়োজন করা হলো৷ জেলেনস্কি অংশগ্রহণকারীদের বলেন, স্বর্গের মতো একটা জায়গাকে বিষাদময় ও পরনির্ভর অঞ্চলে পরিণত করা হয়েছে৷ উঁচু পাঁচিল ও কাঁটাতার দিয়ে ঘেরা সেই এলাকায় আইনের শাসন আর নেই, বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট৷

ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গসহ বিশ্বনেতারা সেই দাবির প্রতি সমর্থনের পাশাপাশি ইউক্রেনের বর্তমান সংগ্রামে যতকাল প্রয়োজন সহায়তার অঙ্গীকার করেছেন৷ স্টলটেনবার্গ ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদী সংহতি ও সাহায্যের প্রয়োজন তুলে ধরেন৷ রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক থাকলেও তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান ক্রাইমিয়াকে ইউক্রেনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন৷

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ক্যানাডা সফরকারে জেলেনস্কির ডাকা অনলাইন সম্মেলনে যোগ দেন৷ তিনি ৫০ কোটি ইউরোরও বেশি অঙ্কের বাড়তি অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠানোর অঙ্গীকার করেছেন৷ তিনি ইউক্রেনকে আরও তিনটি আইআরআইস-টি অস্ত্র প্রণালীসহ সাঁজোয়া গাড়ি ও রকেট লঞ্চার পাঠানোরও ঘোষণা করেন৷ ২০২৩ সালে সেগুলি সরবরাহের পরিকল্পনা থাকলেও কিছু সরঞ্জাম অনেক আগেই ইউক্রেনে পৌঁছে যাবে বলে তিনি আশ্বাস দেন৷ শলৎস বলেন, আন্তর্জাতিক সমাজ কখনোই ইউক্রেনে রাশিয়ার বেআইনি ও ঔপনিবেশিক জবরদখল মেনে নেবে না৷

বর্তমান পরিস্থিতির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্র সার্বিকভাবে ইউরোপে আরও সামরিক তৎপরতার পরিকল্পনা করছে৷ সেইসঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও সরঞ্জামের জন্য বাড়তি প্রায় ৩০০ কোটি ডলার ব্যয় করার অঙ্গীকার করেছে ওয়াশিংটন৷ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সংগ্রামের জন্য ইউক্রেনের সহায়তা করতে চায় বাইডেন প্রশাসন৷ বুধবারই সেই সহায়তা প্যাকেজের কথা ঘোষণা করা হবে বলে সংবাদ সংস্থা এপি মার্কিন প্রশাসনের সূত্রদের উদ্ধৃত করে জানিয়েছে৷

এসবি/কেএম (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ