স্বাধীনতা দিবসে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে বেশ কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণে শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন৷
বিজ্ঞাপন
দেশটির নানগারহার প্রদেশের একটি শহর ও এর আশপাশে সোমবার ১০টি বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে৷ আহতের সংখ্যা বাড়তে পারে বলে এএফপি জানিয়েছে৷
রয়টার্স বলছে, বিস্ফোরণে কমপক্ষে ৬৬ জন আহত হয়েছেন৷ তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি৷
ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার শততম বছর উদযাপনে সোমবার আফগানিস্তানে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল, সাধারণ জনগণ তাতে যোগ দিয়েছিলেন৷
নানগারহার গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানী জানিয়েছেন, মানুষ যখন স্বাধীনতা দিবস উদযাপন করছিল তখন জালালাবাদের বিভিন্ন অঞ্চলে ইমপ্রোভাইজ্ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয়৷
জালালাবাদের আশপাশের অঞ্চলে তালেবান যোদ্ধা ও ইসলামিক স্টেটের স্থানীয় গ্রুপের সদস্যদের আবাসস্থল হওয়ায় এই অঞ্চলে প্রায়ই বোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়৷
সোমবারের বিস্ফোরণের পর খোগিয়ানী জানিয়েছিলেন কমপক্ষে ১৯ জন আহত হয়েছে৷ তবে স্থানীয় হাসপাতালের একজন মুখপাত্র বলছেন, বিস্ফোরণে আহত প্রায় ৪০ জনকে হাসপাতালে আনা হয়েছিল এবং এই সংখ্যা আরো বাড়তে পারে৷ বিস্ফোরণে কমপক্ষে ৬৬ জন আহত হয়েছে বলে রয়টার্স নিশ্চিত করেছে৷
আহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে এএফপির একজন প্রতিবেদক জানিয়েছেন৷
আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি বলেছেন, ‘‘আহতদের সম্মান জানিয়ে আমরা অনুষ্ঠানগুলো স্থগিত করেছি কিন্তু আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব। আমরা প্রতি ফোঁটা রক্তের বদলা নেব।"
আফগানিস্তানের মাইন-শিকারি কুকুর
আফগানিস্তানে কেবল ২০১৮ সালেই পরিত্যক্ত মাইন বিস্ফোরণে হতাহত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ৷ তবে, অবিস্ফোরিত মাইন খুঁজতে দেশটিতে কুকুরের ব্যবহার হচ্ছে কার্যকরভাবে৷
ছবি: AFP/W. Kohsar
২০০ কুকুর
অবিস্ফোরিত মাইন আর অস্ত্র খুঁজতে কুকুরের কার্যকর ব্যবহার দেখিয়েছে আফগানিস্তান৷ বর্তমানে ২০০ কুকুর নিয়ে রাজধানী কাবুল থেকে কার্যক্রম চালাচ্ছে মাইন ডিটেকশন সেন্টার (এমডিসি)৷ কুকুরগুলো জার্মান শেফার্ড কিংবা বেলজিয়ামের ম্যালিনইস প্রজাতির৷
ছবি: AFP/W. Kohsar
প্রশিক্ষণে দু‘বছর
মাইন-শিকারি কুকুরগুলোর প্রশিক্ষণে অন্তত দুই বছর সময় লাগে বলে জানিয়েছেন এমডিসি কর্মকর্তারা৷ মাইন, অস্ত্র, মাদক প্রভৃতির ঘ্রাণ দিয়ে প্রশিক্ষিত করা হয় কুকুরদের৷
ছবি: AFP/W. Kohsar
যন্ত্রের চেয়ে কার্যকর
মাইন খুঁজতে কুকুরগুলোকে মেটাল ডিটেক্টর যন্ত্রের চেয়ে কার্যকরী হিসাবে পাওয়ার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা৷ কুকুরগুলোর প্রত্যেক তত্ত্বাবধায়ক মাসিক বেতন পান ৫০০ ডলার করে৷ তবে, মাইন খুঁজতে গিয়ে বিস্ফোরণে তত্ত্বাবধায়কদের কেউ কেউ আহত হওয়ার ঘটনাও আছে৷
ছবি: AFP/W. Kohsar
মাদক খুঁজতে কুকুরের ব্যবহার
কেবল মাইন নয়, মাদক খোঁজার জন্যও প্রশিক্ষিত করা হয় এই কুকুরগুলোকে৷ সেগুলো নিয়ে মাদকের আখড়ায় হানা দিয়ে সফলতাও পাওয়া গেছে৷
ছবি: AFP/W. Kohsar
১৯৮৯ সালে শুরু
আফগানিস্তানে এমডিসি-র কার্যক্রম শুরু হয় ১৯৮৯ সালে৷ আশির দশকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধে পরিত্যক্ত মাইন খুঁজতে শুরু হয় এর কার্যক্রম৷ এখন পর্যন্ত এক হাজার ১০০ কুকুরকে প্রশিক্ষিত করার কথা জানিয়েছেন এমডিসি-র প্রধান৷ প্রশিক্ষণ দিয়ে অন্য প্রতিষ্ঠানকেও কুকুর সরবরাহ করে প্রতিষ্ঠানটি৷