1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্বাভাবিক, আমরা ভয় দেখাবোই'

৩ ফেব্রুয়ারি ২০২৩

বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিলেই খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর কথা বলে ভয় দেখায় আওয়ামী লীগ৷ ডয়চে ভেলের টক শোতে এর পক্ষে যুক্তিও দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন৷

ছবি: DW

ডয়চে ভেলে বাংলার ইউটিউব টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়' এর এবারের আলোচনার বিষয় ছিল ‘কেমন আছে বাংলাদেশের গণতন্ত্র?' আলোচনায় এসএম কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন৷

আন্দোলনের কর্মসূচি দিলেই কেন আওয়ামী লীগ বিএনপিকে খালেদা জিয়াকে জেলে ফেরত পাঠানোর কথা বলে ভয় দেখায়, এই প্রশ্ন করেন সঞ্চালক খালেদ মুহিউদ্দীন৷ উত্তরে এসএম কামাল হোসেন বলেন, ‘‘এটা তো স্বাভাবিক, ভয় দেখাবোই৷ আমরা ভয় দেখানবোই৷ আপনি যখন পেট্রল বোমা মারবেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন, আমাকে উৎখাত করার চেষ্টা করবেন...৷''

তাকে থামিয়ে দিয়ে এসময় সঞ্চালক জিজ্ঞেস করেন, ‘‘পেট্রল বোমা তো আপনাদের লোকও মেরেছে৷'' এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বিএনপিই খালেদা জিয়ার মুক্তি চায় না৷''

অন্য একটি প্রশ্নের উত্তরে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘প্রতিটা এলাকাতেই আমাদের ১০ জন, ১৫ জন নেতা হওয়ার মতো উপযুক্ত লোক আছে৷ দেশের মানুষ এখন বিএনপির পক্ষে৷ জনগণ এখন সরকারের অনাচার, দুর্নীতি এবং গণতন্ত্রহীনতার বিপক্ষে৷ এখন কোনো অবস্থাতেই আমাদের মধ্যে কোনো অনৈক্য নেই৷''

এডিকে/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ