1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে চেরনোবিল

২ এপ্রিল ২০১১

গানা কনস্তান্তিনোভার তার দৈনন্দিন জীবন যাপনে তিনি খুব খুশি৷ প্রতিদিন তিনি চলে যান বনে৷ কুড়িয়ে আনেন ব্যাঙের ছাতা৷ তেজস্ক্রিয়তার ভয়ে তিনি আতঙ্কিত নন৷

অভিশপ্ত চেরনোবিল, দুর্ঘটনার আগের ফাইল ছবিছবি: AP

২৫ বছর আগে চেরনোবিল দুর্ঘটনার কথা এখনো কেউ ভোলেনি৷ তীব্রভাবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল আশেপাশের ৭৬টি বিভিন্ন শহর এবং গ্রামে৷ এত বছর পর চেরনোবিলের মানুষের জীবন যাপন কি স্বাভাবিক হয়েছে? জাপানের ফুকুশিমা আরেকবার আমাদের স্মরণ করিয়ে দিল চেরনোবিলের ভয়ঙ্কর দিনগুলোর কথা৷

গানা কনস্তান্তিনোভার বয়স ৭৭ বছর৷ চেরনোবিলের পরমাণু চুল্লি যেখানে সক্রিয় ছিল, সেখান থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে তিনি বসবাস করেন৷ বেশ স্বাভাবিকভাবেই তিনি বললেন, দৈনন্দিন জীবন যাপনে তিনি খুব খুশি৷ প্রতিদিন ভোরে তিনি চলে যান বাড়ির কাছে বনে৷ সেখান থেকে কুড়িয়ে আনেন ব্যাঙের ছাতা, রান্নার জন্য৷ আর বাড়ির ঠিক পেছনেই তিনি তৈরি করেছেন ছোট একটি সবজির বাগান৷ তিনি কি মোটেই ভয় পাচ্ছেন না? তেজস্ক্রিয়তার মাত্রা কি তাহলে একেবারেই নেই?

না, ঘটনা সেরকম নয়৷ চেরনোবিলের পরমাণু চুল্লির আশেপাশে এখনো বসবাস করছে প্রায় কয়েকশ পরিবার৷ এবং এরা কেউই ভীত বা আতঙ্কিত নন৷ গানা কনস্তান্তিনোভা আনন্দের সঙ্গে জানালেন,‘‘আমি চেরনোবিলে বেশ ভাল আছি৷ এখানে বাতাস পরিষ্কার, নদীটি কাছেই অবস্থিত৷ সবকিছুই আগের মত৷ ঘাসের ওপর দিয়ে আমরা হাঁটা-হাঁটি করি৷ গ্রীষ্মকালে পুরো জায়গাটি ছেয়ে যায় ফুলে৷''

চেরনোবিলের নিহতদের স্মরণ করা হচ্ছেছবি: AP

কঠিন নিয়ম-কানুন চলছে অনেকেই

অনেকের কাছেই পুরো বিষয়টি অবাক করার মতো৷ কারণ এখনো বাইরের শহর বা দেশ থেকে চেরনোবিলে কেউ প্রবেশ করলে তাঁকে মেনে চলতে হয় নানা নিয়ম কানুন৷ গাছপালা বা পুরানো বাড়িঘর হাত দিয়ে ছোঁয়া পুরোপুরি নিষেধ৷ খোলা আকাশের নীচে কোন কিছু খাওয়া বা পান করা নিষেধ, এমনকি ধূমপানও করা যাবে না৷

চেরনোবিল বিস্ফোরণের ২৫ বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি৷ ২৫ বছর পূর্ণ না হতেই পৃথিবী দেখলো আরেকটি পরমাণু চুল্লির বিপর্যয়৷ জাপানের ফুকুশিমা৷ তবে জাপানের এই বিস্ফোরণে চিন্তিত নয় গানা এবং তার আশেপাশের মানুষরা৷

১৯৮৬ সালের ২৬শে এপ্রিল চেরনোবিলের চতুর্থ চুল্লিতে বিস্ফোরণ হয়৷ তাৎক্ষণিকভাবে তৎকালীন সোভিয়েত সরকার চুল্লির ৩০ কিলোমিটারের মধ্যে থেকে প্রায় দেড় লক্ষ মানুষকে নিরাপদে স্থানে সরিয়ে নিয়েছিলেন৷ তবে এর কিছুদিন পর থেকেই মানুষরা ফিরে আসতে শুরু করে তাদের নিজ বাড়িতে, নিজস্ব ভুবনে৷

গানা আরো জানান, ‘‘তেজস্ক্রিয়তার কোন কিছুই আমি টের পাই না৷ আমি মাটিতে টমেটো লাগাচ্ছি, শশা হচ্ছে, আলুর চাষ করছি৷ সেগুলোই খাচ্ছি৷ আমি কোন কিছুকেই ভয় পাই না৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ