স্বামীকে কুপিয়ে হত্যা করে জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক নারী। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটেছে রাজধানী ঢাকার রায়েরবাজারে।
বিজ্ঞাপন
নিহত শামীম মিয়া (৪০) একজন রিকশাচালক।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার দ্য ডেইলি স্টারকে জানান, আড়াই বছর আগে তাদের বিয়ে হয়। সাদেক খান লেন এলাকার একটি বাসায় থাকতেন তারা।
তিনি আরও জানান, পারিবারিক কলহের জের ধরে ভোর ৪ টার দিকে শামীম ও তার স্ত্রী বানু বেগমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বানু তার স্বামীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তিনি৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান, তিনি তার স্বামীকে হত্যা করেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৯৯৯-এ ফোন করে দ্রুত সেবা পাওয়ার কিছু ঘটনা
জরুরি সেবা পাওয়ার হটলাইন ‘৯৯৯’৷ নাগরিকরা বিপদে পড়লে যাতে দ্রুত সহায়তা পায় তাই এই নম্বর চালু করেছে সরকার৷ ইতিমধ্যে অনেকে এই নম্বরে ফোন করে সেবাও পেয়েছেন৷ গণমাধ্যমে প্রকাশিত কিছু খবর থাকছে ছবিঘরে৷
ছবি: www.999.gov.bd
দুই তরুণী উদ্ধার
জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ৫ অক্টোবর চট্টগ্রামের একটি বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করে পুলিশ৷ এই সময় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়৷ পুলিশ বলছে, করোনার কারণে চাকরি হারানো এই দুইজনকে চাকরি দেওয়ার নামে ঐ বাসায় এনে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল৷
ছবি: bdnews24.com
পুত্রবধূর ফোনে শ্বশুর আটক
ঢাকার পল্লবীর এক নারী ২০ সেপ্টেম্বর ৯৯৯ নম্বরে ফোন করে তার শ্বশুরের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ করেন৷ পরে পুলিশ তাকে উদ্ধার করে শ্বশুরকে গ্রেপ্তার করে৷ ঐ নারী ৯৯৯ নম্বরে আরো জানান, তার স্বামী শারীরিক প্রতিবন্ধী এবং তার এক সন্তান রয়েছে৷ মাস চারেক আগে শাশুড়ি মারা যাওযার পর থেকেই শ্বশুর তাকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ করেন তিনি৷
ছবি: www.999.gov.bd
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
গত ২৪ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এক নারী ধর্ষণের শিকার হওয়ার পর ৯৯৯ নম্বরে ফোন করলে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ৷
ছবি: bdnews24.com
মা-বাবার কাছে ফিরলো শিশু
কৌতূহলবশত দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠেছিল জামালপুরের এক শিশু৷ এরপর ট্রেনটি ছেড়ে দিলে সে আর নামতে পারেনি৷ পরে টঙ্গী গিয়ে সে নেমে পড়ে৷ এরপর কোথায় যাবে বুঝতে না পেরে কান্নাকাটি করতে থাকে৷ এইসময় একজন পথচারী ঘটনাটি ৯৯৯ নম্বরে জানালে টঙ্গী পূর্ব থানার পুলিশ সদস্যরা শিশুটিকে থানায় নিয়ে আসেন৷ এরপর শিশুটির কাছ থেকে নম্বর নিয়ে তার মা-বাবাকে ফোন করে শিশুটিকে তাদের কাছে ফিরিয়ে দেয়া হয়৷
ছবি: bdnews24.com/Mustafiz Mamun
আত্মহত্যার চেষ্টাকারীকে উদ্ধার
ঢাকার সাভারের একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন এক যুবক৷ এক ব্যক্তি ঘটনাটি দেখে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে ঐ যুবককে উদ্ধার করে৷ এ বছরের ২৯ জানুয়ারি ঘটনাটি ঘটে৷
ছবি: bdnews24.com
সুন্দরবন থেকে উদ্ধার
গত ২৭ মে সকাল ১০টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার ছয় কিশোর সুন্দরবনে ঘুরতে যায়৷ এরপর পথ হারিয়ে ফেললে একজন সন্ধ্যার দিকে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ অভিযান শুরু করে পরদিন ভোরে তাদের উদ্ধার করে৷
‘জিম্মি’ যুবককে উদ্ধার
গত ২ সেপ্টেম্বর চট্টগ্রামের তিন ব্যক্তি রুবেল নামে একজনকে আটকে রেখে ৫০ হাজার টাকা আদায়ের চেষ্টা করে৷ ফেসবুকে পরিচয়ের সূত্রে রুবেল তাদের সঙ্গে দেখা করতে গেলে তাকে মারধর করে একটি রুমে আটকে রাখা হয়েছিল৷ এক পর্যায়ে তাকে ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে রুবেল কোনোরকমে পালিয়ে গিয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে ঐ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
হাসপাতালে আগুনের খবর
গত ২৭ মে রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ইউনিটে আগুন লেগে পাঁচজন মারা যান৷ আগুন লাগার ঘটনাটি ৯৯৯ নম্বরে ফোন করে জানিয়েছিলেন নিহত এক রোগীর মেয়ের স্বামী৷ পরে দমকল কর্মীরা সেখানে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন৷