1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ

১২ জানুয়ারি ২০১২

স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ পালন শুরু হল বৃহস্পতিবার কলকাতা সহ বিভিন্ন স্থানে৷ দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হল এই যুগনায়ককে৷

স্বামী বিবেকানন্দছবি: CC BY-SA 3.0

১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মদিনে দেশজুড়ে শুরু হল তাঁর জন্মের সার্ধশতবর্ষের উদযাপন৷ এদিন কলকাতায় ভোর ছটা ২৩ মিনিটে এক যোগে ১৪টি থানা থেকে সাইরেন বাজিয়ে ঘোষণা করা হল বিবেকানন্দ, যিনি সংসারজীবনে পরিচিত ছিলেন নরেন্দ্রনাথ দত্ত নামে, তাঁর জন্মক্ষণটি৷ তার পর কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হল গান গেয়ে পদযাত্রা৷ মূল দুটি পদযাত্রার একটি ছিল কলেজ স্ট্রিট থেকে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামিজির পৈতৃক বাড়ি পর্যন্ত৷ আর দ্বিতীয় পদযাত্রাটি ছিল রবীন্দ্রসদন থেকে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার পর্যন্ত৷ বর্তমান প্রশাসনের অনেক প্রতিনিধি, নেতা-মন্ত্রীরা এই পদযাত্রাটিতে অংশ নেন৷ এছাড়া এদিন ভোর থেকেই উদযাপন অনুষ্ঠান শুরু হয় বেলুড় মঠে৷ চিরাচরিত প্রথায় রামকৃষ্ণ, মা সারদা এবং বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে, গান গেয়ে হয় প্রভাত ফেরি৷ তার পর নানা আলোচনায় স্মরণ করা হয় এই মনীষীকে, যিনি সব অর্থেই এগিয়ে ছিলেন সময়ের থেকে৷ যিনি প্রথাগত ধর্মের বন্ধনে মানুষকে আবদ্ধ না রেখে মুক্ত করতে চেয়েছিলেন, ধর্মের অন্তর্নিহিত যে মানবিকতা এবং সেবার আদর্শ, তাকেই ঊর্ধে তুলে ধরতে চেয়েছিলেন৷ মানুষের আত্মবিশ্বাসকে জাগরিত করতে চেয়েছিলেন৷ বলেছিলেন, পুরাতন ধর্ম বলছে, যে ঈশ্বরে বিশ্বাস করে না, সে নাস্তিক৷ নতুন ধর্ম বলছে, যে নিজেকে বিশ্বাস রাখতে পারে না, সে নাস্তিক৷ এক আলোচনায় যে বিষয়ের চমৎকার এক উদ্ধৃতি দিলেন রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসী৷

এদিন নতুনভাবে প্রকাশিত হল স্বামী বিবেকানন্দের জীবন ও রচনা, যা আগামীদিনে দেশের যুবসমাজকে পথ দেখাবে বলে আশা প্রকাশ করলেন বিবেকানন্দের সেবামন্ত্রে দীক্ষিত রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ