প্রায় সব মানুষই চায় সুস্থ, সুন্দর জীবনযাপন করতে৷ কিন্তু এই স্বাস্থ্যকর জীবনের জন্য যা করা প্রয়োজন, প্রতিদিনের কাজের চাপে হয়ত সেটা করা হয়ে ওঠে না৷ সেক্ষেত্রে এবার সহায়তা করতে পারে মোবাইল অ্যাপ৷
বিজ্ঞাপন
‘ওওয়েভস' এমনই একটি অ্যাপ৷ আইফোনের এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের প্রতিদিনের রুটিন সাজাতে পারেন৷ এর ফলে কোন সময়টা ব্যায়াম আর কোন সময়টা ঘুম বা একটুখানি গা এলিয়ে দেয়া যাবে – সেই হিসাবটা রাখা যায়৷
এই অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রোয়ান কামিয়ার বলেন, ‘‘প্রতিদিনের জন্য পরিকল্পনা করা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যদিও সুস্বাস্থ্যের ক্ষেত্রে এ বিষয়ে এখনো পর্যন্ত ততটা আলোচিত নয়৷
‘‘আপনি কীভাবে সময়টা কাটাবেন তা আগে থেকেই জানা থাকাটা সুস্বাস্থ্য অর্জনের প্রথম পদক্ষেপ,'' বলেন কামিয়ার৷
বেশি করে হাঁটুন, দীর্ঘদিন বাঁচুন
হাঁটাহাঁটি শরীরকে সুস্থ রাখে এবং নানা অসুখ-বিসুখ এমনকি ক্যানসারের মতো কঠিন অসুখ থেকেও দূরে থাকা সম্ভব৷
ছবি: picture-alliance/dpa
চলুন হাঁটি...
নিয়মিত হাঁটাহাঁটি করলে অনেক অসুখ-বিসুখকে দূরে রাখা সম্ভব৷ হাঁটা বা জগিং শরীরকে তো মজবুত করেই, মনকেও করে শক্ত৷ তবে হাঁটার অভ্যাস হুট করে হয় না, আস্তে আস্তে হাঁটার গতি বাড়ালে এবং সেটা নিয়মিত করলে তবেই শুধু ভালো ফল পাওয়া যায়৷
ছবি: picture-alliance/dpa
সোফায় না বসে বেরিয়ে পড়ুন
সারাদিনের লম্বা কাজের পর সাধারণত সবাই বাড়ি ফিরে সোফায় বা বিছানায় বসে বা শুয়ে সময় কাটাতে চায়৷ বসার চেয়ে যদি একটু খানি হাঁটা যায় তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হবে অনেক তাড়াতাড়ি৷ একথা অনেকে জানলেও সেভাবে পরিকল্পনা করে হাঁটা আর শুরু করা হয় না৷
ছবি: Fotolia/olly
‘চল্লিশ পেরোলেই চালশে...’
হাঁটাহাঁটি বা শরীরচর্চা না করলে বয়স বাড়ার সাথে সাথে তা ভালোভাবেই টের পাওয়া যায় এবং ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশ দুর্বল হয়ে যেতে থাকে৷তা শুরু হয় ৪০ বছরের পর থেকেই – একথা বলেন মিউনিখের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা সংক্রান্ত চিকিৎসা বিভাগের প্রধান প্রোফেসার মার্টিন হালে৷ তাঁর কথায়, নিয়মিত হাঁটাহাঁটি করলে তা পরবর্তিতে কোমর ব্যথা, মাথা ঘুরানো, এমনকি ক্যানসার হওয়ার সম্ভাবনাও কমিয়ে দেয়৷
ছবি: Fotolia/ArTo
হাঁটার কোর্স শুরু
হাঁটাহাঁটির জন্য জার্মানির ‘অ্যাডাল্ট এডুকেশন সেন্টার’-গুলিতে সম্প্রতি একটি কোর্স চালু করা হয়েছে৷ মোট দশদিনের কোর্স, প্রথমেই হাঁটা সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং তারপর আস্তে আস্তে হাঁটা শুরু করার নানা পরামর্শ ৷ যেমন হাঁটার সময় শ্বাস-প্রশ্বাস নেওয়া, বিশ্রাম, শুরুতে কার কতদূর হাঁটা উচিত ইত্যাদি৷ সোজা কথায় হেঁটে যেন আনন্দও পাওয়া যায়৷ এর সঙ্গে শরীর-স্বাস্থ্য ঠিক রাখার ব্যাপার তো আছেই৷
ছবি: Deutsches Hygienemuseum
পরামর্শ: আস্তে আস্তে শুরু করুন
যাঁরা কখনো কোনো রকমের শরীরচর্চা করেননি, তাঁদের জন্য পরামর্শ: কখনো প্রথমেই বেশি সময় ধরে হাঁটবেন না বা বেশি দূরে যাবেন না, তাহলে হাঁটার আগ্রহ কমে যাবে৷ একথা বলেন শরীরচর্চা বিশেষজ্ঞ আনদ্রেয়া স্ল্যুটার, যিনি একটি ‘হাঁটার কোর্স’-এর ‘কনসেপ্ট’-এর সাথে জড়িত৷
ছবি: Alamode
দল বেঁধে হাঁটুন
জার্মানিতে ছোট-বড় সব বয়সিদের জন্য হাঁটার ব্যবস্থা রয়েছে বিভিন্ন শরীরচর্চা কেন্দ্র বা ক্লাবগুলোতে৷ এমনকি, ছুটির দিনে দল বেঁধে প্রায়ই অনেককে হাঁটতে দেখা যায় একটু পাহাড়ি জায়গাগুলোতে৷
ছবি: EWN
নর্ডিক হাঁটা
বেশ কয়েক বছর আগে দু’হাতে ছড়ি নিয়ে এভাবে হাঁটা শুরু হয়েছে জার্মানিতে৷ খোলা জায়গা ছাড়াও শহরের ভেতরও মানুষকে এভাবে অনেক সময় হাঁটতে দেখায় যায়৷ তবে এভাবে হাঁটার জন্য বিশেষ কিছু নিয়ম-কানুন রয়েছে, তা না হলে উপকারের চেয়ে যে অপকারই হতে পারে বেশি!
ছবি: picture-alliance/dpa
ছোটবেলা থেকেই হাঁটা
ছোটবেলা থেকেই হাঁটার অভ্যাস গড়ে তুললে বড় বেলায় আর কোনো সমস্যা হয় না বা নতুন করে শুর করতে হয় না৷ তাছাড়া হাঁটা অভ্যাস একবার হয়ে গেলে যে কোনো আবহাওয়াতেই হাঁটা সম্ভব৷
ছবি: picture-alliance/dpa
আঙ্গেলা ম্যার্কেল
জার্মানির সফল চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল হাঁটতে খুব ভালোবাসেন৷ ছুটির দিনে বা অন্য কোনো সময় সুযোগ পেলেই তিনি ও তাঁর স্বামী ইওয়াখিম সাওয়ার পায়ে হেঁটে ঘুরে বেড়ান৷ মুক্ত বাতাসে হাঁটা মানেই শরীর, মন দুটোকেই হালকা করা৷ এমনিতেই কি আর তাঁকে ‘রাজনীতিক তারকা’ বলা হয়?
ছবি: picture-alliance/dpa
9 ছবি1 | 9
শুধু পরিকল্পনা লিপিবদ্ধ করাই নয়, মানুষ যেন মেডিটেশন, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মতো কাজ করে সে বিষয়ে ব্যবহারকারীকে উৎসাহিত করে থাকে এই অ্যাপ৷
কামিয়ার বলেন, ‘‘প্রতিদিন আধ ঘণ্টা মেডিটেশন স্ট্রেস ও হতাশা কমাতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে৷ কিন্তু প্রশ্ন করলে অনেক মানুষই বলবে যে তাদের সময় নেই৷'' ওওয়েভস অ্যাপটা এক্ষেত্রে সহায়তা করবে বলে জানান তিনি৷