1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সালতামামি: ইকোলাই, যক্ষা আর জবসের ভুল!

২৭ ডিসেম্বর ২০১১

চলে যাচ্ছে আরও একটি বছর৷ প্রতি বছরই স্বাস্থ্য খাতে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷

জবস তাঁর শরীরে কাটাকাটি করতে চাননিছবি: dapd

ইকোলাই

মে-জুন মাসে ‘ইকোলাই' নামের একটি ব্যাক্টিরিয়া বিশ্বের গণমাধ্যমের শিরোনাম হয়েছিল৷ কেননা এর কারণে ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, অনেকের মৃত্যু হয়৷ এছাড়া, কোথা থেকে এর উৎপত্তি - তাই নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে জার্মানি ও স্পেন৷ ফলে দুদেশের সম্পর্ক খারাপ হবার উপক্রম হয়৷ জার্মানির হামবুর্গে প্রথম ইকোলাই'এর উপদ্রব ধরা পড়ে৷ তখন মনে করা হয়েছিল স্পেন থেকে আসা শসা এবং লেটুসপাতাতে ইকোলাই রয়েছে৷ ফলে আমদানি করা সব্জি নষ্ট করে ফেলা সহ আমদানিও বন্ধ করে দেয়া হয়৷ তার ফলে, আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় স্প্যানিশ কৃষকদের৷ কিন্তু পরে দেখা যায়, জার্মান কর্তৃপক্ষের ঐ ধারণা সত্যি ছিলনা৷ অবশেষে জানা যায়, সব্জির অঙ্কুর তথা স্প্রাউটস থেকে ছড়িয়েছে ইকোলাই৷

যক্ষা নির্ণয়ে ই-নোজ

এবার ভারতীয় বিজ্ঞানীদের সাফল্যের খবর৷ শোনা যাচ্ছে, তাঁরা নাকি খুব শীঘ্রই একটি ‘ইলেক্ট্রোনিক নোজ' বা ‘ই-নোজ' তৈরিতে সক্ষম হবেন৷ যার কাজ হবে, নিশ্বাস থেকে যক্ষ্মার লক্ষণ দেখে রোগনির্ণয় করা৷ ফলে যক্ষা ছড়িয়ে পড়ার অনেক আগেই তাকে শনাক্ত করা সম্ভব হবে৷ ২০১৩ সালের মধ্যে ই-নোজ তৈরির আশা করছেন বিজ্ঞানীরা৷ উল্লেখ্য, প্রতিবছর বিশ্বের প্রায় চার লক্ষ মানুষ যক্ষা রোগে মারা যায়৷ উপমহাদেশের মানুষই যক্ষা রোগে আক্রান্ত হয় বেশি৷

ডেঙ্গুর ভ্যাকসিন

বাংলাদেশ সহ অনেক দেশেই এই জ্বর বেশ আলোচিত৷ প্রতি বছর সারা বিশ্বের প্রায় ২৫ হাজার মানুষ এই জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়৷ থাইল্যান্ডের একদল বিজ্ঞানী বলছেন তাঁরা ডেঙ্গু প্রতিরোধের জন্য একটি ভ্যাকসিন আবিষ্কার করেছেন যার নাম ‘শিমেরিক লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন'৷ এই ভ্যাকসিনটিই ডেঙ্গু জ্বরের চার ধরণের ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হবে বলে জানানো হয়েছে৷

‘ইকোলাই’ আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়ছবি: picture alliance/dpa

ওজন কমানো

কীভাবে সেটা সম্ভব, তা নিয়ে চিন্তিত বিশ্বের প্রায় প্রতিটি মানুষ৷ এজন্য অনেকে ওষুধ খেয়ে থাকেন৷ হয়তো লাভও হয় তাতে৷ এমনই এক নতুন ওষুধের খবর দিয়েছেন বিজ্ঞানীরা, যার নাম ‘নেক্সা'৷ জানা গেছে, এর মাধ্যমে এক বছরে প্রায় ১০ শতাংশ ওজন কমানো সম্ভব৷ অবশ্য ওষুধটি এখনো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি৷

ক্যান্সার

স্তন ও প্রোস্টেট ক্যান্সারে প্রতি বছর বিশ্বের অনেক রোগী মারা যান৷ তাই এই ক্যান্সার নিয়ে মানুষের মনে রয়েছে ভয়৷ ফলে যারা এই রোগে ভুগছেন তারা মাঝে মধ্যেই চিকিৎসকের কাছে যান৷ ক্যান্সার কোন পর্যায়ে রয়েছে সেটা তারা জানতে চান৷ কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা বলেছেন, এভাবে কয়েকদিন পরপর পরীক্ষা করানো ঠিক নয়৷ এতে ভালর চেয়ে নাকি খারাপই হয় বেশি৷ তবে অন্য বিজ্ঞানীরা এই যুক্তি সম্পর্কে এখনো সন্দিহান৷ ফলে আসলে কোনটা যে ঠিক সেটা নিয়ে এখন চলছে গবেষণা৷ ২০১২ সালে হয়তো এর একটা সমাধান পাওয়া যেতে পারে৷

স্টিভ জবসের ভুল!

‘আইগড' খ্যাত জবসকে চেনেন না প্রযুক্তিপ্রেমী এমন লোক বিশ্বে নেই বললেই চলে৷ এ বছর অক্টোবরে তিনি মারা গেছেন৷ তবে খবর এটা নয়৷ যে কারণে তাঁর নাম আলোচনায় আনা হলো সেটা হচ্ছে, তাঁর অসুখ৷ অনেকদিন ধরে তিনি প্যানক্রিয়েটিক ক্যান্সারে ভুগছিলেন৷ বিরল একটি রোগ এটি৷ তবে সার্জারি করলে নিরাময় সম্ভব বলে চিকিৎসকরা বলছেন৷ কিন্তু জবস তাঁর শরীরে কাটাকাটি করতে চাননি৷ তাই সার্জারিতে না গিয়ে তিনি বিকল্প চিকিৎসা শুরু করেছিলেন৷ যেমন আকুপাংচার, খাবার-দাবার নিয়ন্ত্রণ ইত্যাদি৷ কিন্তু তাতে যে খুব একটা লাভ হয়নি সেটা বোঝা যায় তাঁর মৃত্যুর মধ্য দিয়ে৷ জবস মারা যাওয়ার পর এখন শোনা যাচ্ছে, সার্জারি না করানোর সিদ্ধান্তটা তাঁর জীবনের একটা মস্ত বড় ভুল ছিল৷ মৃত্যুর ঠিক আগে, সে কথা জবস নিজেও নাকি বুঝেছিলেন৷ জবসের জীবনী থেকে পাওয়া এই তথ্য নিয়ে এখন চলছে আলোচনা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ