1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া 

৬ এপ্রিল ২০২২

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন তার একজন ব্যক্তিগত চিকিৎসক৷

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন,  ‘‘মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন৷ সেজন্য বিকাল ৩টায় তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন৷ পরীক্ষার ফলাফল দেখে বোর্ড পরবর্তী সিদ্ধান্ত জানাবে৷’’  তিনি আরও বলেন,  ‘‘ম্যাডাম ভালো আছেন৷ নিয়মিত চেকআপের অংশ হিসেবে এসব টেস্ট করা হচ্ছে৷’’ 

বিএনপি চেয়ারপারসন ৭৬ বছর বয়সি খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন৷ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পলে গতবছর তাকে কয়েক দফা হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়৷ পরে নভেম্বরে তার ‘পরিপাকতন্ত্রে' রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকেরা৷ এভারকেয়ার হাসপাতালে টানা ৮১ দিন চিকিৎসা নেওয়ার পর গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসা ‘ফিরোজায়' ফেরেন খালেদা জিয়া৷  

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার তদারক করছে এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড৷

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে  দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যেতে হয়৷ পরে পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ