স্বাস্থ্য পরীক্ষার পর কারাগারে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন৷ শনিবার তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়৷ দুই ঘণ্টার পরীক্ষা শেষে ফিরে আসেন তিনি৷
বিজ্ঞাপন
গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ডের সাজা মাথায় নিয়ে পুরোনো ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে আসার দু’মাস পর কারাগার থেকে বেরুলেন খালেদা জিয়া৷
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার সকাল সোয়া ১১টার দিকে থেকে বের করা হয় তাঁকে৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম লিখেছে, পুলিশের কালো রঙের একটি গাড়িতে করে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে বের করা হয় খালেদাকে৷ বহরের সামনে-পেছনে ছিল ব়্যাবের পাহারা৷
সাড়ে ১১টার কিছু সময় পরই বিএসএমএমইউ-তে পৌঁছান তিনি৷ এরপর লিফটে ওঠেন হেঁটে৷
বিএনপিপ্রধান সেখানে তাঁর জন্য বরাদ্দ কেবিনে যান৷ বিএসএমএমইউ-র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল-হারুন চিকিৎসকের একটি দল নিয়ে সেই কেবিনে যান৷ চিকিৎসকদের সেই দলে ছিলেন ডাক্তার মামুন, যিনি বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক৷ এতদিন ধরে ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে তাঁকে পরীক্ষা করানোর দাবি করে আসছিলেন বিএনপি নেতারা৷
তাঁর চিকিৎসার জন্য আগে যে বোর্ড গঠন করা হয়েছিল, এই দলে তাঁদের কাউকে রাখা হয়নি৷ অন্য চিকিৎসকরা হলেন, অধ্যাপক এম আলী ফয়েজুর রহমান ও এস এম সিদ্দিক৷
বিএসএমএমইউ-র কর্মকর্তারা পরে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপার্সনের এক্সরে ও রক্ত পরীক্ষা করা হয়েছে৷ প্যাথলজি বিভাগ থেকেও হেঁটে হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে গিয়েছেন তিনি৷
পরীক্ষা নিরীক্ষা শেষ হবার পর বেলা দেড়টার দিকে খালেদা জিয়াকে নিয়ে কারাগারের পথে রওনা করা হয়৷ পৌনে ২টার দিকে নাজিমউদ্দিন রোডের কারাগারে পৌঁছেন তিনি৷
বিএসএমএমইউ-র কোষাধ্যক্ষ আলী আসগর মোড়ল এর আগে সকালে বিডিনিউজকে বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে৷ পরবর্তী পদক্ষেপ মেডিকেল বোর্ডই ঠিক করবে৷
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শে বেগম জিয়ার শরীরের একাধিক অংশের এক্সরে করা হয়েছে৷ রিপোর্ট দেয়া হবে রোববার৷
খালেদা জিয়ার মামলার রায়ের দিনটি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত৷ দিনটি ছিল ঘটনাবহুল৷ চলুন দেখে নিই ছবিঘরে৷
ছবি: DW/M. M. Rahman
পুলিশের সতর্ক পাহারা
খালেদা জিয়ার রায়ের দিনটিকে ঘিরে যেন কোনো নাশকতা না হয়, সেজন্য পুরো রাজধানীতেই ছিল পুলিশের সতর্ক পাহারা৷ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, হাইকোর্ট এলাকা ও বকশিবাজারে আদালত প্রাঙ্গনকে ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা৷
ছবি: DW/M. M. Rahman
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি দিনভর ছিল প্রায় নেতা-কর্মীশূন্য৷
ছবি: DW/M. M. Rahman
যাত্রা হলো শুরু
দুপুর বারোটায় গুলশানের বাসা থেকে বকশিবাজারের আদালতের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া৷ এ সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরাসহ গাড়িবহরের পাশে অসংখ্য নেতাকর্মী ছিলেন৷
ছবি: bdnews24.com
সিনিয়র নেতারা আগেই হাজির
খালেদা জিয়া আদালতে পৌঁছানোর আগেই দলের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে বকশিবাজারে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
ছবি: DW/M. M. Rahman
কাকরাইলে সংঘর্ষ
খালেদা জিয়া আদালতে পৌঁছানোর পথে কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিএনপির নেতা কর্মীরা৷
ছবি: DW/M. M. Rahman
চানখারপুলে সংঘর্ষ
পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় কাকরাইলে বিক্ষুব্ধ বিএনপি নেতারা একটি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়৷ খালেদা জিয়া আদালতে পৌঁছানোর আগেই ঢাকার চানখাঁরপুল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতা-কর্মীদের৷ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সরিয়ে দেয়া হয় তাদের৷
ছবি: DW/M. M. Rahman
বিএনপিপন্থি আইনজীবীদের অবস্থান
বৃহস্পতিবার সকাল থেকেই বকশিবাজারের আদালত এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দেন বিএনপিপন্থি আইনজীবীরা৷ তাঁরা আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশি বাঁধার সম্মুখীন হন৷